সাগরে ভাসে বাঙালীর লাশ, নিজের দেশেও মৃত্যুর ভাগাড়!!
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২০ মে, ২০১৫, ০৩:০৪:৪৮ দুপুর
আল্লাহর অবারিত রহমাতের কারণে কিছু দেশে পড়া শুনা, ভ্রমন ও থাকার সুযোগ হয়েছে বাংলাদেশি হওয়া সত্বেও। খুব গরীব দেশেও গেছি, অনেক ধনী দেশেও। সব দেশেই বাংলাদেশের পাসপোর্টের সাথে খুব অবমাননা করা হয়। একবার এক ধনী দেশের একজন ইমেগ্রেশান অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, প্রায় ৬ ঘন্টা অতিরিক্ত কাটাতে হলো সিক্যুরিটি চেকের নামে। এটা কি আসলে বাংলাদেশি পাসপোর্ট বলে? অফিসার গম্ভীর মুখে সত্যটা উচ্চারণ করেছিলেন। তবে একটু হেসে আমাকে সহজ করিয়ে বললেনঃ তোমার দেশের একজন লাল পাসপোর্টধারীকে আমরা আটক করেছিলাম, যিনি আমাদের দেশে ঢোকার পর অবৈধ ভাবে ৩ বছর ছিলেন।
আমি বুঝলাম আমাদের দেশের কর্তাব্যক্তিরাও যেখানে এত নিচু, আমরা সেখানে কত উঁচু সম্মান পেতে পারি।
সকালে সালাত আদায় করার পর বসে ভাবছিলাম। সাগর পথে যে সব বাঙালিরা এখন ভাসছে, থাইল্যান্ডের বনে যাদের গণ কবর দেয়া হলো, ইতালী তে আসতে যেয়ে যারা নৌকার সাহায্য নেয় এবং মরে, মালয়েশিয়ার শাহ আলামে ও মেরুতে অবস্থানকারী আমার দেখা অসহায় যে বাংলাদেশীদের চোখের পানি আমি দেখে এসেছি, এমন কি ইউটিউবে দেখানো সৌদী হৃদয়হীনদের দেয়া মারাত্মক আঘাৎ খাওয়া বাংগালীদের ফ্যাকাশে মুখগুলো এত নিচু হয়ে গেলো কেন?
এরা কি একটু খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে নাকি উন্নত জীবনের হাতছানিতে পাগল হয়েগেছে। নাকি এদের সরকার এদেরকে পরিতাজ্য ঘোষণা করেছে? মনে রাখা দরকার যে দেশের জনগণের মাথার উপর থেকে নিরপত্তার ছাদ উঠিয়ে নেয়া হয়, সে দেশের জনগন সামান্য ঝড়ে কিংবা সামান্য বৃষ্টিতে অসহায় হয়ে যায়
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ সালসাবিল
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
পাঠিয়েছে তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগান।আর আমার দেশের নির্লজ্জ নেতা নেত্রিদের বিবেক বর্গা দিয়েছে ইন্ডিয়ার নিকট,যার কারনে এ অসহায় মোসলমানদের জন্য কিছু করতে পারেনি,ছি!!!
দুনিয়ার বিপদগ্রস্থ মোসলমানদেরকে যিনি আশ্রয় দিলেন, আল্লাহ যেন তাকে আখেরাতের বিপদ থেকে আশ্রয় দিয়ে দেন।
আপনি লিখেছেন একটু খানি কিন্তু কথাগুলোর মর্ম অনেক গভীর!আপনার আলোচনার মতোন পড়তেই ইচ্ছে হয় শুধু!
যোগ্যতা সম্পন্ন নাগরিক না হতে পারা আমাদের দেশের জনগনের একটা বিরাট বিকলাংগতা! আর মাথার উপর দেশের নিরাপত্তার ছাতা তো কবেই উড়ে গিয়েছে! কষ্ট হয় খুব আসলেই!
আল্লাহ আমাদের দেশের মানুষ ও দেশপ্রধানদের সঠিক বুঝ দিন। আমিন। এ বিষয়ে কলম ধরার জন্য অনেক শুকরিয়া আপনাকে!
ভাইয়া আপনার প্রিয় বই, ব্যক্তিত্ব, দেশ, খাবার লেখক যা কিছু হোক আশাকরি লিখা দিবেন। খুব জানতে ইচ্ছে হয়!
আপনার লিখার মূল স্পিরিট এর সাথে সহমত পোষন করছি এবং প্রায় সমরূপ সেন্টিমেন্ট অনুভব করেছি এবং করছি নিজের ভিতর।
ব্যাক্তিগতভাবে আমি মনে করি, আমি খুব করে প্রত্যাশা করিঃ মুসলিম সংশ্লিষ্ট এ জাতীয় মাইন্ড স্ট্রাইকিং করা যে কোন খবরাখবর - (তা সে সাগরভাসা বাংলাদেশী! মুসলমান হোক, হলিউডি ইউটিউব বেইজড ফিল্মীস্টাইলের আইসিস এর কোন শুটিং হোক, অধুনা ক্ষয়িষ্ঞু ক্যামোপ্লেজড আল কায়েদার কোন বিচিত্র নিউজ হোক, চার্লি হোবডো হোক কিংবা ব্যানার নাড়ানো সিডনীর সন্ত্রাসী নাটিকাংশ হোক) যদি অদৃশ্য নাড়ির বাঁধনে আবদ্ধ, সাত ভাই চম্পা রূপী বিবিসি, সিএনএন, আলজাজিরা, ফেইসবুক, টুইটার ইত্যাদি হতে জানাশোনা হয় - তবে তা ট্রু এলেমধারী মানুষ তথা আপনাদের কাছ হতে পুনঃপুনঃ স্ক্রুটিনি দাবী করে, বিচার বিশ্লেষন দাবি করে এবং সম্ভব হলে কোরান ও হাদীসের আলোকে দিক নির্দেশনা কিংবা সেন্স মেইক করার মত কিছু সম্বলিত হবার দাবী করে বলে আমার মনে হয় - যাতে আমাদের মত ভেড়ার পালের ন্যায় গন মুসলিমরা কিছু একটা বুঝতে পারি, খবর বানানেওয়ালাদের ইচ্ছানুযায়ী স্রোতের সাথে ভেসে না যাই, এবং এ জাতীয় খবরগুলোর পর ও কষ্ট দুঃখ গুলোকে টেস্ট হিসাবে গ্রহন করতে পারি, এবং আল্লাহর কাছে শোকর করতে পারি - চিৎকার করে বলতে পারি আল্লাহু আকবর, বুক ফাটলেও বলতে পারি ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন