ফাঁসি (ইখওয়ান নিয়ে একটি আরবি গানের অনুবাদ)

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১৫ মার্চ, ২০১৫, ০৮:৫৪:৫৬ সকাল



নাশীদ টা শুনুন এখানে



ফাঁসির কাফেলা চলছে বেড়েই তোদের হাতে তোদেরই হাতে

তোদের নিঠুর আইনে কাফেলা মরছে পথে মরছে পথে

মারলে আমায় শেষ হবে নাকো হক্বের মিছিল ব্যার্থ তোরা

আল্লা’র পথে মরলে পাবো জীবন আবার মরবি তোরা

হীন বিচারক, আদালত তোর মরেই গেল তোর বিচারে

অত্যাচারের যে রশি আজ ফাঁসি হলো ডাকছে তোরে

ভালো কথার মঞ্জরি দেই, আল্লাহ আনুক তোরে সুপথেই

তাঁর বিচারে মরবি তোরা, তোদের বিচার শেষ না হতেই

তোদের ভয় আজ উবে গেছে, বাঁচবিনা আর জেল জুলুমে

ভাঁড়াটে শেইখের ফতোয়া মিছে, মরবিরে তুই লাজ শরমে

স্বপ্ন তোদের মরীচিকা হবে, আশা হবে দূর পরাহত

নিজের স্বার্থ ভাসিয়ে জলে, দিলি অঞ্জলি শত্রুরে কত

শত্রুর দাবী পূরনে চেষ্টা করেছিস যদি খাইবি ধরা

নিকৃষ্টতার পঙ্কে ভাগাড়ে ডুবিবি ভাসিবি মরিবি তোরা

স্বাধীন ধাবমান যুবকের মনে ভয় নেই দেখে রাখালের ছুরি

ফাঁসির কাষ্ঠ লজ্জায় মরে জুলুমের লাল রক্ত হেরি

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309025
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:০৮
দ্য স্লেভ লিখেছেন : যারা আল্লাহকে ভয় করেনা এবং মুসলিমদেরকে কষ্ট দেয়,হত্যা করে,তারা অপেক্ষা করুক তাদের শুভ সংবাদের। এব ভয়ঙ্কর শুভ সংবাদ মৃত্যুর ওপারে
309073
১৫ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
309076
১৫ মার্চ ২০১৫ বিকাল ০৪:১০
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় বড় ভাইয়া। আপনার লিখা চমৎকার কবিতায় দেশের চলমান ভয়াবহ চিত্র অত্যন্ত বেদনাবিঁধুরভাবে প্রস্ফুটিত হয়েছে। অনেক কষ্ট পেলাম মনে কবিতাটি পড়ে।

জাজাকাল্লাহু খাইর।
309096
১৫ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : ফাঁসি শব্দটাই ভয় মিশ্রিত শব্দ, কিন্তু ইমানদারের জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলে মরা পিঁপড়ার কামড়ের চাইতে কম কষ্টের। ইমানী শক্তিতে বলীয়ান ব্যক্তির নিকট ফাঁসির ভয় বড়ই তুচ্ছ মনে হয়।
309279
১৬ মার্চ ২০১৫ দুপুর ০২:১৪
আফরা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় চাচাজান ।ইমানী শক্তিতে বলীয়ান ব্যক্তির নিকট ফাঁসির ভয় বড়ই তুচ্ছ ।

ধন্যবাদ চাচাজান ।
309665
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪৯
শিক্ষানবিস লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
334984
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৫
মহুয়া লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File