সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ২৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৭:২০ সকাল



আমাকে আমার ভাই বোনেরা বারণ করে দিয়েছে আমি যেনো আমার স্ট্যাটাসে রাজনীতি না নিয়ে আসি, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে কিছু না কই। আমি বলেছিঃ "ঠিক আছে"। কিন্তু ক'দিন আগে বেবি নাজনীন আর আজকে চঞ্চল খালেদা জিয়ার অফিসে যাওয়ায় ছোট একটা রাজনৈতিক স্ট্যাটাস দিতে মন চাচ্ছে। খোকা আর মান্নার ফোনালাপের পরেও ইচ্ছা হইছে ছোট একটা স্ট্যাটাস দেই।

বলিঃ "বর্তমান সরকারের দিন যেমন শেষ হয়েছে, বিরোধীদলের আন্দোলনে বেগবান করা ছাড়া আর কোন উপায় নেই। সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ"।

কিন্তু......... না, থাক, আম্মা বোধ হয় রাগ করবেন।



বিষয়: বিবিধ

১৫৩০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305707
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৩
হতভাগা লিখেছেন : ঢাকাতে বিএনপির লেজে গোবরে অবস্থার কারণ খোকা ও মির্জা আব্বাসের নিষ্ক্রিয়তা
305713
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাশ্মির এর গনভোট এর মতই এই দেশের গনতন্ত্র এর অবস্থা হবে মনে হয়!!!
305715
২৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২১
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ইউনিভার্সিটিতে মারামারিতে দুই তিনটা লাশ পরে গেলেই বাজিমাত- মান্না
305721
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:১৩
বাকপ্রবাস লিখেছেন : # চুটকি কাব্য (৯)
(আলু চনা)
সময় যখন ধাক্কা দেয়া
হাত বাড়ালেই সমূহ বিপদ
থাকবেনা আর ঘাটে খেয়া
বইতে হবে বোঝা আপদ।
305746
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
305846
২৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

"সংলাপ মানেই ফিলিস্তিনের শত বছরের রক্ত ক্ষরণ"।

রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কাশ্মির এর গনভোট এর মতই এই দেশের গনতন্ত্র এর অবস্থা হবে মনে হয়!!!

বাংলাদেশের জন্য ও দুটোর কোনটাই হবেনা মনে করি- ইনশাআল্লাহ!
306067
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
sadhin লিখেছেন : বেহায়া হাসিনা গোদি ছাড়া সংলাপ চাইনা...।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File