ভারত থাকতে আমদের দেশে সেনা বাহিনীর দরকার নেই
লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১৮ জানুয়ারি, ২০১৫, ০৯:১৮:৫১ রাত
আমরা ছোট বেলায় একটা কথা শুনতাম, বাংলাদেশে অগাধ পয়সা ঢেলে সেনাবাহিনী পোষার দরকার নেই। কারণ অনেক: ভারত আমাদের স্বাধীনতায় সাহায্য কারী দেশ। আর আমরা তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। কাজেই ভারত আমাদের আক্রমন করবে, এই ভয় কিয়ামত পর্যন্ত নেই। শুধু দেশ চালনার জন্য পুলিশ বাহিনী, একটা আধা সামরিক বাহিনী, কিংবা চাইলে মুজিব বা রক্ষি বাহিনীর লাল ঘোড়ার কিছু থাকলে চলবে। আজ আমার বয়স চল্লিশ ছেড়ে পঞ্চাশ ছুঁইতে যাচ্ছে। গত সপ্তাহে র্যাব, পুলিশ ও বিজেবির প্রধান দের বক্তব্য শুনে ছোট বেলার সেই সব কথার কনোটেশান আবার শুনতে পাচ্ছি।Click this link
ঐ সব বাহিনীর প্রধান রা যা বলেছেন, মোফাজ্জেল হোসেন মায়া নামক এক সন্ত্রাসী রাজনীতিক যা বলেছেন, কামরুল ইসলাম নামক এক প্রো-রাজাকার সে খিস্তি খেওড়ালেন তাতে সেই ছোট বেলাকার কোরাস যেন শুনলাম। এর সাথে মাহফুয আনাম নামক এক বিশ্ববুদ্ধির একমাত্র পরজীবির সাক্ষাতকার ও দেখলাম। আমার আর এখন সন্দেহ নেই যে ছোটবেলাকার সেই সব কথার যে প্রতিধ্বনি জনগন করেছিল সেই গুলোই এখন ঘটতে যাচ্ছে, ঘটছে, এবং ঘটবেই।ইনশাআল্লাহ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ।
এখন কি ঘটবে? ১৯৬৯? ১৯৭৫? ১৯৮২? ১৯৯০
আল্লাহ জানেন। কিন্তু বাঙালির মানস চেতনায় যে ঝামেলা, তাতে রক্তের হলি খেলা দেখছি, চল চল চলের কোরাস শুনছি, পালাও পালাও এর আর্ত স্বর শুনতে পাচ্ছি। আওয়ামিলীগ যে এত দূর্বল হয়ে গেছে ভাবতেও তরঙ্গায়িত হচ্ছি।
বিষয়: বিবিধ
৬৪৭৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের প্রতিরক্ষার দ্রকার না থাকলে দেশের কি দরকার। এই পুরান কথা তারাই শুনান যাদের আসলে কোন দেশ ই নাই। টাকাই তাদের ভগবান টাকাই তাদের দেশ!
ঐক্য মোদের অটুট তাই ৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিস না ।
Click this link
মন্তব্য করতে লগইন করুন