ভারত থাকতে আমদের দেশে সেনা বাহিনীর দরকার নেই

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১৮ জানুয়ারি, ২০১৫, ০৯:১৮:৫১ রাত

আমরা ছোট বেলায় একটা কথা শুনতাম, বাংলাদেশে অগাধ পয়সা ঢেলে সেনাবাহিনী পোষার দরকার নেই। কারণ অনেক: ভারত আমাদের স্বাধীনতায় সাহায্য কারী দেশ। আর আমরা তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত। কাজেই ভারত আমাদের আক্রমন করবে, এই ভয় কিয়ামত পর্যন্ত নেই। শুধু দেশ চালনার জন্য পুলিশ বাহিনী, একটা আধা সামরিক বাহিনী, কিংবা চাইলে মুজিব বা রক্ষি বাহিনীর লাল ঘোড়ার কিছু থাকলে চলবে। আজ আমার বয়স চল্লিশ ছেড়ে পঞ্চাশ ছুঁইতে যাচ্ছে। গত সপ্তাহে র‍্যাব, পুলিশ ও বিজেবির প্রধান দের বক্তব্য শুনে ছোট বেলার সেই সব কথার কনোটেশান আবার শুনতে পাচ্ছি।Click this link

ঐ সব বাহিনীর প্রধান রা যা বলেছেন, মোফাজ্জেল হোসেন মায়া নামক এক সন্ত্রাসী রাজনীতিক যা বলেছেন, কামরুল ইসলাম নামক এক প্রো-রাজাকার সে খিস্তি খেওড়ালেন তাতে সেই ছোট বেলাকার কোরাস যেন শুনলাম। এর সাথে মাহফুয আনাম নামক এক বিশ্ববুদ্ধির একমাত্র পরজীবির সাক্ষাতকার ও দেখলাম। আমার আর এখন সন্দেহ নেই যে ছোটবেলাকার সেই সব কথার যে প্রতিধ্বনি জনগন করেছিল সেই গুলোই এখন ঘটতে যাচ্ছে, ঘটছে, এবং ঘটবেই।ইনশাআল্লাহ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ।

এখন কি ঘটবে? ১৯৬৯? ১৯৭৫? ১৯৮২? ১৯৯০







আল্লাহ জানেন। কিন্তু বাঙালির মানস চেতনায় যে ঝামেলা, তাতে রক্তের হলি খেলা দেখছি, চল চল চলের কোরাস শুনছি, পালাও পালাও এর আর্ত স্বর শুনতে পাচ্ছি। আওয়ামিলীগ যে এত দূর্বল হয়ে গেছে ভাবতেও তরঙ্গায়িত হচ্ছি।

বিষয়: বিবিধ

৬৪৮৮ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300688
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : যে যেমন কাজ করে, তার পরিণতি তেমনই হয়।
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৭
243416
সালাম আজাদী লিখেছেন : ঠিক ই বলেছেন প্রিয় ভাই। জাযাকাল্লাহু খায়রান
300689
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শিয়াল কে পাহারায় রেখে মুরগি পালা!!!

দেশের প্রতিরক্ষার দ্রকার না থাকলে দেশের কি দরকার। এই পুরান কথা তারাই শুনান যাদের আসলে কোন দেশ ই নাই। টাকাই তাদের ভগবান টাকাই তাদের দেশ!
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১১
243417
সালাম আজাদী লিখেছেন : কেন জানি আমাদের রাজনীতিক দের মাথার ঘিলু এমন ভাবে পঁচেছে,ওখানে কোন দেশপ্রেম কাজ করেনা। ক্যান্সারে আক্রান্ত এই রোগির দেশ এখন প্যারালাইজড হতে যাচ্ছে
300695
১৮ জানুয়ারি ২০১৫ রাত ১০:৪৯
শেখের পোলা লিখেছেন : কিযে বলেন, পুলিশ, রাব। বিজিবী, সেনা বাহিনী, ছাড়াও মেথর লীগ পর্যন্ত আওয়ামীলীগের ক্ষমতার উৎস৷ এ ছাড়া তেত্রীশ কোটি অশরিরী দেবতা,শরিরী মোদীও তার সকল বাহিনী৷ দূর্বল কেমন করে?
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৩
243418
সালাম আজাদী লিখেছেন : মুখ আর হাত যাদের এমন চলে, এর সাথে লাল বাহিনি দাবড়ানোর প্রত্যয় যারা এমন ভাবে বলে তাদের দুর্বলতা ধরা পড়ে মরণের পর।
300726
১৯ জানুয়ারি ২০১৫ রাত ০১:২২
দ্য স্লেভ লিখেছেন : ভারত চাইছে বাংলাদেশ তার পায়ে থকুক। আমলীগ সে ব্যবস্থাই পাকা করছে
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৩
243419
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহু খায়রান, মাই ডিয়ার ব্রাদার
300792
১৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৪
243420
সালাম আজাদী লিখেছেন : আপনাকে ওনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান
300886
২০ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:০৫
sarkar লিখেছেন : দেশের বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাদের বিবেক কে হাসিনা সরকারের কাছে নিলামে বিক্রি করে দিয়েছে।আর যারা বিক্রি করেনি তাদের কে লাল দালানে আটকে রেখে দেশের সার্বিক সর্বনাশের ষোল কলা পূর্ণ করেছে।
২০ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৫
243421
সালাম আজাদী লিখেছেন : লাল দালানের লোক গুলো যেমন ভারি, তেমন শক্তিশালী। দেয়াল একদিন ভাংবেই
300984
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১৬
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনি যথার্থ লিখিয়াছেন..............
২০ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩৭
243466
সালাম আজাদী লিখেছেন : জনাব ব্লগার সাহেব, অনেক শুকরিয়া
301179
২১ জানুয়ারি ২০১৫ রাত ১১:৩৯
সত্যলিখন লিখেছেন : নিজের দেশে মোরা আজ বনের পশু পাখির চেয়েও অরক্ষিত আর প্রতিবেশি দাদাবাবুরা কত সুন্দরে সুরক্ষিত হয়ে বাংলার সোনার গাও হোটেলে থাকে আরাম আয়েশে।
ঐক্য মোদের অটুট তাই ৭৫এর ১৫ই আগস্টে ফিরে যেতে বাধ্য করিস না ।
Click this link
২২ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
243686
সালাম আজাদী লিখেছেন : জাযাকিল্লাহ খায়রান।
301346
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০১:২৫
দ্বীপ জনতার ডাক লিখেছেন : চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু বলার নাই ।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৪:১২
243781
সালাম আজাদী লিখেছেন : রক্তেই মূলত শক্তি.......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File