প্লীজ লতীফ সিদ্দীকি নামক কোন কুলাংগার কে কিছুই বলবেন না, কারন সে 'যেমনে নাচাও তেমনি নাচি' কাঠের পুতুল।

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ০১ অক্টোবর, ২০১৪, ০৩:০৩:৫৫ দুপুর



বিশ্বাস না হলে তার সাক্ষাৎকার টা পড়েই দেখুন:

Click this link

লতিফ সিদ্দিকী: আমি সাধারণত প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করি না। কারণ তিনি আমাকে একটা সুনির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্বটা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করি।

তাহলে এই হতভাগা সুনির্দিষ্ট দ্বায়িত্ব পালন করছেন। এবং তা নিষ্ঠার সাথে ও সততার সাথেই। বক্তব্য ও প্রত্যাহার করবেন না এই নাস্তিক। তবে, তার ভাষায়, নেত্রী বললে নাকি তা ব্যক্তি স্বাধীনতার বাইরে গেলেও করবেন।

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270521
০১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২২
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : লতিফ প্রধান মন্ত্রীর ছেলের বিরুদ্ধে বলার কারণে আওয়ামীলীগের রোসানলে পড়েছেন, রাসুল (সাঃ) বিরুদ্ধে বলার কারণে নয়
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৯
214516
পারভেজ লিখেছেন : হতেও পারে।
270537
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৫
ফেরারী মন লিখেছেন : উনি যে এটা উপর মহলের ইচ্ছেই করেছেন ব্যাপারটা এখন খোলাসা হলো। এটা তো আওয়ামলীগের বংশগত আচরণ।
270551
০১ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সঠিক কথা।
কোন বিশেষ উদ্দেশ্য নি্য়েই এই সময় এই ঘটনা। দুর্গাপুজা চলছে। সামনে ঈদ উল আযহা। দেশে কি কোন বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় তারা।
271203
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
বিদ্রোহী কবি লিখেছেন : দায়িত্বটা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের চেষ্টা করেছে মাত্র লাতিফ্যা
271635
০৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১২
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : বাংলাদেশ নামক এই ভূখণ্ডটির জন্য মাঝে মাঝে খুব আফসোস হয়।
272653
০৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৯
সত্যলিখন লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File