কামাল আতাতূর্কের তার্কিশ আযান, মুসলিম নামের কলংক

লিখেছেন লিখেছেন সালাম আজাদী ১১ মার্চ, ২০১৪, ০১:০৬:১৭ দুপুর



আপনারা হয়ত জানেন কামাল আতাতূর্ক তুরস্ককে সেক্যুলার করতে করতে যেয়ে ইসলামের সবকিছু ধ্বংশ করে দিয়েছিলো। এমনকি আযান টাকেও আরবী ভাষায় দেয়া নিষিদ্ধ করে দেয়। প্রায় ২০টা বছর তুরস্কে আরবী ভাষায় আযান চলতো না।

জেনে নিন সেই আযানের শব্দগুলো, শুনে নিন সেই অবমৃশ্যকারি তথাকথিত 'আযানের' সুর:

Tanrı uludur الله أكبر

Şüphesiz bilirim, bildiririm

Tanrı'dan başka yoktur tapacak. أشهد أن لا إله إلا الله

Şüphesiz bilirim, bildiririm;

Tanrı'nın elçisidir Muhammed. أشهد أن محمدا رسول الله

Haydin namaza, حي على الصلاة

haydin felaha,حي على الفلاح

Namaz uykudan hayırlıdır. الصلاة خير من النوم

Tanrı uludur الله أكبر

Tanrı'dan başka yoktur tapacak.لا إله إلا الله


বাংলায় প্রতিবর্ণায়ন:

তানরে উলুদুর ৪বার

সপেসিয বিলিরিম, বিলদিরিরিম

তানরে দান বাসকা ইয়্যুকতুর তাপাচাক ২বার

সপেসিয বিলিরিম, বিলদিরিরিম

তানরে’নিন এলচিসিদির মুহাম্মাদ ২বার

হায়দিন নামাযা ২বার

হায়দিন ফেলাহা ২বার

নামায ইয়্যুকুদান হায়িরলিদির ২বার

তানরে উলুদুর ২বার

তানরে দান বাসকা ইয়্যুকুতুর তাপাচাক ১বার

Click this link to listen to kamalian AZAN

বিষয়: বিবিধ

২৩৭৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190463
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৬
প্যারিস থেকে আমি লিখেছেন : সব ফেরাউনরাতো একই প্রকৃতির।
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৩
141451
সালাম আজাদী লিখেছেন : আসলে তাই
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:৪৩
142423
ভিশু লিখেছেন : ইয়েস...Loser
যেমন আকবরও ছিলেন একজন! Frustrated
190470
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৭
তাজুল লিখেছেন : আসসালামু আলাইকুম, স্যার, একটা প্রশ্নের উত্তর খুজছি অনেক দিন থেকে। এমন সর্বনাশা মুসলমানের জন্য আমাদের জাতীয় কবি কামাল ভাই কামাল ভাই করে নেচেছেন কেন? নজরুলের প্রবন্ধ,কবিতা,গানে ব্যক্তি হিসাবে আতাতুর্কের মত মনে হয় আর কেউ স্থান পাননি। অবাক হয়েছি যখন উনি আতাতুর্ককে খাটি মুসলমান হিসাবে আখ্যায়িত করেছেন।
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
141450
সালাম আজাদী লিখেছেন : জাযাকাল্লাহ খায়র, আসলে কাজি নজরুলের কবিতায় ফুটে উঠেছে ঐ কামালের বন্দনা যে বৃটিশ, ফ্রান্স হলান্ড সহ সবাইকে পরাজিত করে তরস্ক কে স্বাধীন করে ছিলেন। সে সময়ের ঈমানী জযবাহ আর কামালের বাহু বল তো কম উজ্জীবিত করেনি মুসলমান দের। কামাল চেইন্জ হয়েছেন, যেমন ভাবে জামাল আবদুল নাসের ও চেইন্জ হয়েছিলেন
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৫
141469
শফিউর রহমান লিখেছেন : ধন্যবাদ জনাব আজাদী। ঐ প্রশ্নটা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছিলাম। আজ আপনার থেকে জবাবটা পেয়ে ভাল লাগলো।
আমি ধারণা করতাম, নজরুলতো অনেক সময় অনেকের দ্বারা প্রভাবিত হয়েছেন। এক সময় কম্যুনিষ্টরাও তার খুব কাছাকাছি ছিল। তখনকার রুচীই হয়তো নজরুলের ঐ লেখনীগুলোতে চলে এসেছে। কিন্তু আজকে আপনার জবাবটা অধিক যৌক্তিক মনে করি। ধন্যবাদ আবারো।
১১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৩
141530
আহমদ মুসা লিখেছেন : জামাল আব্দুল নাসের এবং কামাল আতাতুর্কের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে জামাল ছিলেন একজন ইসলামের ঘরে, মুসলিম পিতা মাথার অওরসে জন্ম নেয়া ননপ্রেক্টিসিং মুসলিম। আর কামাল আতাতুর্ক হচ্ছেন একজন ছদ্মবেশী (ক্ষমতারোহনের আগে)মুসলিম। সে প্রকৃত পক্ষে একজন ইয়াহুদী ধর্মের অনুসারী ছিলো বলে শুনা যায়। ইদানিং তার ধর্ম বিশ্বাস নিয়ে দেশী বিদেশী বিভিন্ন পত্রিকা ও মিডিয়াতে গবেষণাধর্মী অনেক ডকুমেন্টারী পাওয়া যায়।
সন্দেহ নেই জামাল আব্দুল নাসের ইসলাম ও মুসলমানদের অনেক ক্ষতি করেছেন। তবে তিনি কিছু কিছু ভাল কাজও করেছিলেন বলে শুনা যায়। তার ভাল কাজগুলোর মধ্যে একটি হচ্ছে- তৎকালীন সময়ে ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে ইসলামের শত্রুরা পবিত্র কোরআনের বিভিন্ন সুরার মধ্যে বিছু শাব্দিব ভুল ভ্রান্তি ঢুকিয়ে, বিভিন্ন আয়াতের মধ্যে সংযোজন বিযোজন করে খ্রীস্টানদের একটি গোষ্টী মুদ্রণ চাপিয়ে প্রচার করতে থাকে। জামাল আব্দুল নাসের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন। তিনি মিশর সহ গোটা আফ্রিকা মহাদেশে ”রেডিও কোরআন” নামে একটি মিডিয়া সৃষ্টির মাধ্যমে ২৪ ঘন্টাই শুধু পবিত্র কোরআনের তেলওয়াতের প্রচলন করেছিলেন।
190516
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৪
আহমদ মুসা লিখেছেন : আমি সর্বপ্রথম নব্বই দশকের মাঝামাঝি সময়ে সম্ভবত দৈনিক ইনকিলাব পত্রিকায় কোন একজন কলামিষ্টের লেখাতে পড়েছিলাম কামাল আতাতুর্ক মুসলিম ছিলেন না। সে ছিল একজন ছদ্মবেশী। সে ইয়াহুদী ধর্মের অনুসারী ছিল বলে শুনা যায়। প্রকৃত সত্য আল্লাহই ভাল জানেন। তবে তার কার্যক্রম ও ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনের ক্ষেত্রে তুরুস্কের মত একটি পূরনো সাম্রাজ্যকে ধ্বংশ করার পেচনে প্রকাশ্যে ইয়াহুদী বা খ্রিস্টান ধর্মের অনুসারী কোনো শত্রুর পক্ষে সম্ভব ছিল না। একজন ছদ্মবেশী অথবা নামধারী মুসলমান না হলে কোন কালে, পৃথিবীর কোন অঞ্চলে বা দেশে মুসলমানদের বড় ধরনের ধ্বংশলীলা চালানো সম্ভব নয়। মুসলমানদের ক্ষতি করার জন্য স্বজাতীর পক্ষ থেকেই মোনাফিক চরিত্রের নাফরমানকেই বেচে নেয়া হয়। নতুবা কোন ছদ্মবেশী ইয়াহুদী-খ্রীস্টান।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪২
141565
সালাম আজাদী লিখেছেন : মুসলমানরা ইসলামের যে ক্ষতি করেছে, তাতে আমি ছদ্মবেশীদের খুঁজে বের করিনা। কামাল কখনো ছদ্মবেশীছিলো বলে আমি কোথাও পাইনি, আহমাদ মূসা। তবে দুইতিনজন গবেষক বলেছন তার মা ছিলো তুর্কি এক ইয়াহুদী।
কামাল পাশা যে ক্ষতি করেছে মুসলমানদের একই ক্ষতি জামাল ও করেছে, তুয়াংকু আব্দুর রহমান, সুকার্ণ ও করেছেন। আবার উপকার ও তারা কম করেননি। সব মিলিয়ে তারা ছিলো আমাদের মুসলিম রক্তমাংশের, চিন্তা চেতনা ও আক্বীদা বিশ্বাশে তারা ছিলেন আমাদের সাম্রাজ্য বাদীদের খুব কাছাকাছি।
আমি মূলত: আমাদের সমস্যায় দোষ গুলো অমুসলিমদের দিতে চাই না। ওরা ওদের কাজ করে যাবে, কিন্তু আমরা কোথায়। আমরা কেন তাদের মত হই।
িনকিলাবে মাওলানা রুহুল আমীন সাহেব একবার কলাম লিখেছিলেন, প্রমান করতে চেয়েছিলেন যে, কামাল মুসলিম ছিলেন না। আমি এর বিরোধিতা করি। আমি এটাও বিশ্বাশ করিনা। এটা প্রমান করে লাভ কি। তারা মুসলিম হয়ে ইসলাম ও মুসলিমের কি করেছে এটাই আমি দেখতে চাই।
অনেক ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রান
190636
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
চোথাবাজ লিখেছেন : বলেন কি
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
141637
সালাম আজাদী লিখেছেন : হুমম
190732
১১ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য। অনেক আগে এই তুর্কি ভাষায় আযান এর কথা পড়েছিলাম ইনকিলাবে। কামাল আতাতুর্ক এর ব্যক্তিগত জীবন ছিল যথেষ্ট অশালিন। হলিউড এর তারকা সাসা গ্যাবর তার সাথে সম্পর্কের কথা নিজের আত্মজীবনিতে উ্লেলখ করেছেন। নজরুলের কামাল পাশা কবিতাটি লিখা ১৯২০-২১ সালের দিকে। তখন কিন্তু কামাল পাশা ছিলেন তুরুস্কের সেনাপতি। তুরুস্কের অন্যতম শ্রেষ্ঠ মুজাহিদ শহিদ আনোয়ার পাশা যিনি রুশ কম্যুনিষ্ট দের হাত থেকে মধ্য এশিয়া মুক্ত করতে গিয়ে শহিদ হন তিনি তার স্ত্রীর কাছে শেষ চিঠিতে কামাল পাশার প্রতি অনুগত থাকার নির্দেশ দিয়েছিলেন। উল্লেখযোগ্য তুরুস্কের ইসলামি আন্দোলনের প্রতিষ্ঠাতা বদিউজ্জামান সাঈদ নুরসী ও তখন কামাল পাশার সমর্থক ছিলেন। আর নজরুল লিখেছেন তুরুস্কের সন্মান উদ্ধারকারি কামাল পাশার কথা। তুরুস্কের রাষ্ট্রপতি কামাল আতাতুর্ক এর কথা নয়। তবে নজরুল তাকে শ্রদ্ধা করতেন। তার নিজের প্রথম পুত্রের নাম রেখেছিলেন আযাদ কামাল এবং তার সুহৃদ গায়ক আব্বাসউদ্দিন এর প্রথম পুত্রের নাম রেখেছিলেন মোস্তফা কামাল।
কামাল আতাতুর্ক ফ্রিম্যাসন এর সদস্য ছিলেন বলে এখন প্রমানিত। এছাড়াও আধুনিকায়ন এর নামে তার অনেক কর্মই তার জিবিতকালেই বন্ধ হয়ে যায়। সৈয়দ আলি আহসান এর লিখায় পড়েছি তার বন্ধু সাবরি উলগেনার একবার তাকে নিয়ে তার মায়ের কবর জিয়ারতে জান। এসময় তাকে বলেন যে আইনত কবরজিয়ারত নিষিদ্ধ কিন্তু এখন কেউ মানেনা।
কামাল আতাতুর্ক কখনই সফল হননি। তিনি ইসলামকে উচ্ছেদ করে ইউরোপিয় তুরুস্ক গড়তে চেয়েছিলেন কিন্তু এটা জানতেনা মনেহয় শ্বেতাঙ্গ ইউরোপ কখনই তাদের জাত্যভিমান বিসর্জন দিয়ো মিশে যাবেনা তুরুস্কের সাথে। সবদিক থেকে ইউরোপিও হয়ের ইউরোপিয় ইউনিয়ন এর সদস্য এখনও হতে পারেনি তুরুস্ক।
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
141704
সালাম আজাদী লিখেছেন : হা, আমিও ইনকিলাব থেকে মুখস্ত করেছিলাম। পরে দেখলাম অনেক ভুল ছিলো ঐ লেখায়। আপনার মন্তব্য টাকে একটা আলাদা পোস্ট দিন। অনেক গুরুত্ব পূর্ণ এটা।
আসলে ফ্রী ম্যাসনের সদস্য ছিলো অনেকেই, এমনকি ইমাম মুহাম্মাদ আব্দুহু, জামালুদ্দীন আফগানি, সুকার্ণ সহ অনেক মুসলিম লীডার। পরে ফ্রী ম্যাসনের ভেতরে যেয়ে উনারা বুঝতে পারেন
190778
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
বশর সিদ্দিকী লিখেছেন : কামাল আতাতুর্ক তার প্রভুদের নির্দেশ পালন করেছেন মাত্র। এই দোষ তার যতটা তার চেয়ে বেশি অটোমান সম্রাটদের। এই হাসামজাদারা কোথায় খিলাফত শক্ত হাতে কন্ট্রোল করে মুসলিম বিশ্বকে এক প্লাটফর্মে নিয়ে আসবে উল্টা শ খানেক বিবি নিয়া হারেমে লিলায় মত্ত ছিল। তাদের জন্যই আজকে আতাতুর্কের মত ফেরাউনের জন্ম প্রত্যেকটা দেশে হচ্ছে।
১২ মার্চ ২০১৪ রাত ০৩:১৪
141947
সালাম আজাদী লিখেছেন : ওরে বাবা আপনি দেখি অনেক জানেন। আমার আবার জানার চৌহদদি খুব ছোট। হারেমে ঢু মারার সুযোগ আপনার মত কোনদিন হয়নি আমার
তার পরেও অনেক শুকরিয়া
190810
১১ মার্চ ২০১৪ রাত ০৯:২০
সজল আহমেদ লিখেছেন : প্যারিস থেকে আমি ভাইর সাথে একমত।
১২ মার্চ ২০১৪ রাত ০৩:১৪
141948
সালাম আজাদী লিখেছেন : একমত আমিও
191651
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
ইবনে আহমাদ লিখেছেন : যে ক্ষতিটা শুরু করেছিল কামাল। আমি আতাতুর্ক বলি না। কারন তুর্কি ভাষায় আতাতুর্ক হল জাতির পিতা। কামাল পাশা যে ক্ষতিটা মুসলিম উম্মার করেছিল।তার দ্বায়টা এখনো মুসলিম উম্মাহ বহন করছে।
আমাদের সমাজে কামাল পাশা নিয়ে যা সাহিত্য রচনা হয়েছে তা সবগুলো সঠিক নয়।আমাদের সকলের প্রয়োজন এই ইতিহাসের এই চরিত্রগুলো নিয়ে আরো বিস্তারিত লিখা।
আজাদ ভাইকে বলবো - কামাল পাশা - জামাল আব্দুন নাসের - সাদ্দাম - হাফিজ আল বাসার -মোয়াম্মার আল গাদ্দাফী - শেখ মুজিব - বাদশা হোসেনের - নিয়ে লিখুন ধারাবাহিক। অবশ্য একাডেমিক হতে হবে। আমরা আপনার সাথে আছি।
191671
১৩ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
সায়িদ মাহমুদ লিখেছেন : আপনার পোষ্ট দেখে আগ্রহ নিয়ে ক্লিক করেছিলাম কিন্তু ছোট্র পোষ্ট দেখে কিছুটা হতাশও হয়েছিলাম। কিন্তু তাজুল ভাইয়ের প্রশ্ন আপনার উত্তার তারপর "সবুজ" ভাইয়ের বিশাল কমেন্ট, সর্বশেষ "ইবনে আহমদ" ভাইয়ের পরমর্শদেখে হতাশাটা আনন্দে পরিণত হল। যথবারই ব্লগে ডুকি ততবারই আপনার কোন পোষ্ট এসেছে কিনা চেক করে দেখি। অতএব বুজতেই পারছেন আপনার কাছে আমাদের এক্সসেপ্টেশনের পরিমাণটা কত?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File