কার্যক্রম
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:১৬:১৬ রাত
( নাউজুবিল্লাহ ! আস্তাগফিরুল্লাহ ! )
বিষয়: বিবিধ
২৮৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:১৬:১৬ রাত
( নাউজুবিল্লাহ ! আস্তাগফিরুল্লাহ ! )
বিষয়: বিবিধ
২৮৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন পাগলেই এই কথা বিশ্বেস করবে না!
আর পুলিশি বয়ান ????
যারা এমন মিথ্যা কথা বলতে পারে বা স্বাধীনতাবিরোধী হয়েও স্বাধীনতা এনেছি বলতে পারে তাদের পক্ষে সব করার সম্ভব ।
শিবির কেমন তা আমি সামান্য হলেও জানি ও বুঝি ।
উইকিলিকস-সহ বিভিন্ন মিডিয়াতে শিবিরের কার্যক্রম প্রকাশ হয়েছে আর এদেশের লোকরা জামায়াত-শিবির কী জিনিস তা বোঝে ।
একটা ছবি দিয়েছি । তাতে লেখা " ছাত্র শিবির স্বাধীনতা এনেছে । এই কথা ক্লাস ফাইভের ছেলেও বিশ্বাস করে না । কারণ শিবিরের ৩ জন কেন্দ্রীয় সভাপতি আলবদর ও রাজাকার ছিল । মীর কাশেম আলী তো এজন্য জেলে ও তার ফাসির রায়ও পর্যন্ত হয়েছে ।
যারা এমন মিথ্যা কথা বলতে পারে বা স্বাধীনতাবিরোধী হয়েও স্বাধীনতা এনেছি বলতে পারে তাদের পক্ষে সব করার সম্ভব ।
আমি মানুষকে সচেতন করার জন্য খবর শেয়ার করেছি ।
চলমান বিশ্ব পরিস্হিতিতে বিভিন্ন ধর্মীয় স্হাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারীর প্রয়োজন আছে বলে মনে করি । কারণ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সন্ত্রাস ও জনগণের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দমূলক মনোভাববিরোধী কর্মকান্ডে সম্পৃত্ত হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে ।
বাংলাদেশের ব্লগাররা সচেতন । তবে কিছু অসচেতন ও দলকানা ব্লগার থাকতেই পারে । ব্লগারদের উচিত জনগণকে সচেতন করা ।
আমি মানুষকে সচেতন করার জন্য খবর শেয়ার করেছি
আমি কখনই বলিনি এটা অপনার লেখা বরং বলেছি, আপনি এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) প্রচার করছেন।
আর এ কাজটা কেন করছেন? জনতাকে সচেতন করার জন্য না বিভ্রান্ত করার জন্য? তা বুঝতে আমার মনে হয় না বেশী বুদ্ধী খরচের দরকার পরবে।
এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) প্রচার করা যদি সচেনতা হয়!!!! তবে এরূপ সচেতন ব্লগারের জন্য আল্লহ() কাছে দোয়া একটাই, হে আল্লাহ () তাদের বুঝ দান কর।
চলমান বিশ্ব পরিস্হিতিতে বিভিন্ন ধর্মীয় স্হাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারীর প্রয়োজন আছে বলে মনে করি । কারণ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সন্ত্রাস ও জনগণের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দমূলক মনোভাববিরোধী কর্মকান্ডে সম্পৃত্ত হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে ।
প্রমানের নমুনাতো আপনার পোস্ট থেকে দেখতেই পাচ্ছি।
আজকে যেটা আপনি প্রচার করছেন অর্থাৎ এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) আগামীতে সেটা হবে আপনার মত আরেক জনের জন্য প্রমানের রেফারেস।
মন্তব্য করতে লগইন করুন