কার্যক্রম

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:১৬:১৬ রাত

( নাউজুবিল্লাহ ! আস্তাগফিরুল্লাহ ! )

বিষয়: বিবিধ

২৮৫৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357922
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০১:২০
দুষ্টু পোলা লিখেছেন : ঘটনা কি সত্য ?
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২৩
297013
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : এটা নিউজ পোস্ট ।
357930
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৪৩
কাহাফ লিখেছেন : ছবির সাথে লেখা কি মানানসই???
কোন পাগলেই এই কথা বিশ্বেস করবে না!
আর পুলিশি বয়ান ????
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২৬
297014
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ছবির সাথে লেখা মানানসই । কারণ ছবিতে বলা আছে "স্বাধীনতা এনেছি । স্বাধীনতা রাখবো ।" ছাত্র শিবির স্বাধীনতা এনেছে - এই কথা ক্লাস ফাইভের ছেলেও বিশ্বাস করে না । কারণ শিবিরের ৩ জন কেন্দ্রীয় সভাপতি আলবদর ও রাজাকার ছিল । মীর কাশেম আলী তো এজন্য জেলে ও তার ফাসির রায়ও পর্যন্ত হয়েছে ।

যারা এমন মিথ্যা কথা বলতে পারে বা স্বাধীনতাবিরোধী হয়েও স্বাধীনতা এনেছি বলতে পারে তাদের পক্ষে সব করার সম্ভব ।
357936
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৩৩
শেখের পোলা লিখেছেন : শিবিরের পাছায় কামড়ানো ছাড়া কাজ পান না? নিজেকে শুধরান৷ আপনাকে রিমাণ্ডে নিয়েও অনেক কিছু আবিষ্কার ক্ষমতা পুলিশের আছে৷ খোঁজ নিয়েন৷ শোনা কথা বলে মিথ্যাবাদী হতে হয়৷
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:২৮
297015
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি একটা নিউজ শেয়ার করেছি ।

শিবির কেমন তা আমি সামান্য হলেও জানি ও বুঝি ।

উইকিলিকস-সহ বিভিন্ন মিডিয়াতে শিবিরের কার্যক্রম প্রকাশ হয়েছে আর এদেশের লোকরা জামায়াত-শিবির কী জিনিস তা বোঝে ।


একটা ছবি দিয়েছি । তাতে লেখা " ছাত্র শিবির স্বাধীনতা এনেছে । এই কথা ক্লাস ফাইভের ছেলেও বিশ্বাস করে না । কারণ শিবিরের ৩ জন কেন্দ্রীয় সভাপতি আলবদর ও রাজাকার ছিল । মীর কাশেম আলী তো এজন্য জেলে ও তার ফাসির রায়ও পর্যন্ত হয়েছে ।

যারা এমন মিথ্যা কথা বলতে পারে বা স্বাধীনতাবিরোধী হয়েও স্বাধীনতা এনেছি বলতে পারে তাদের পক্ষে সব করার সম্ভব ।
২৯ জানুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
297042
শেখের পোলা লিখেছেন : আবারও তিন জনের বিরুদ্ধে শোনা কথায় রায় দিলেন৷আপনি নিশ্চিত না হলে মিথ্যাবাদী হবেন৷ আবারও বলি নিজেকে শুধরান৷ আমি জমাতের কেউ নই, আমি ইসলামের পক্ষে৷
357938
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৪৩
আনিসুর রহমান লিখেছেন : আপনার পোস্ট থেকে যে বার্তা পাওয়া গেল তা হল, বারতমান এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম থাকলে এই ধরনের হাজারো ঘটনাত জন্ম হতে থাকবে। তাতে কোন ভুল নাই। যারা হাজার হাজার আলেম- অলেমাদের হত্যা করেছে, জেলে ভরেছে, জুলম নির্যাতন করছে। মসজিদ গুলকে বন্ধ করার জন্য মনিটর সহ বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে। অথচ আপনি আপনি পোস্ট লিখছেন তাদের আজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য! আপনি BD Blogger ভাইদেরকে কী মনে করেন! রাম ছাগল না কী আবাল?
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ০৭:৩৩
297016
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি নিউজ শেয়ার করেছি ।
আমি মানুষকে সচেতন করার জন্য খবর শেয়ার করেছি ।

চলমান বিশ্ব পরিস্হিতিতে বিভিন্ন ধর্মীয় স্হাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারীর প্রয়োজন আছে বলে মনে করি । কারণ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সন্ত্রাস ও জনগণের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দমূলক মনোভাববিরোধী কর্মকান্ডে সম্পৃত্ত হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে ।

বাংলাদেশের ব্লগাররা সচেতন । তবে কিছু অসচেতন ও দলকানা ব্লগার থাকতেই পারে । ব্লগারদের উচিত জনগণকে সচেতন করা ।
৩০ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৩১
297053
আনিসুর রহমান লিখেছেন : আমি নিউজ শেয়ার করেছি ।
আমি মানুষকে সচেতন করার জন্য খবর শেয়ার করেছি
আমি কখনই বলিনি এটা অপনার লেখা বরং বলেছি, আপনি এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) প্রচার করছেন।
আর এ কাজটা কেন করছেন? জনতাকে সচেতন করার জন্য না বিভ্রান্ত করার জন্য? তা বুঝতে আমার মনে হয় না বেশী বুদ্ধী খরচের দরকার পরবে।
৩০ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৪০
297054
আনিসুর রহমান লিখেছেন : ব্লগারদের উচিত জনগণকে সচেতন করা।
এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) প্রচার করা যদি সচেনতা হয়!!!! তবে এরূপ সচেতন ব্লগারের জন্য আল্লহ() কাছে দোয়া একটাই, হে আল্লাহ () তাদের বুঝ দান কর।
৩০ জানুয়ারি ২০১৬ সকাল ০৫:৫৬
297055
আনিসুর রহমান লিখেছেন :
চলমান বিশ্ব পরিস্হিতিতে বিভিন্ন ধর্মীয় স্হাপনা ও শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারীর প্রয়োজন আছে বলে মনে করি । কারণ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান সন্ত্রাস ও জনগণের মধ্যকার সম্প্রীতি ও সৌহার্দমূলক মনোভাববিরোধী কর্মকান্ডে সম্পৃত্ত হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে ।

প্রমানের নমুনাতো আপনার পোস্ট থেকে দেখতেই পাচ্ছি।
আজকে যেটা আপনি প্রচার করছেন অর্থাৎ এন্টি-ইসলামিক ফ্যাসিস্ট রেজীম এর তৈরি “কিছছা-কাহিনী” (আপনার ভাষায় “নিউজ শেয়ার”) আগামীতে সেটা হবে আপনার মত আরেক জনের জন্য প্রমানের রেফারেস।

357947
২৯ জানুয়ারি ২০১৬ সকাল ১০:১৩
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : প্রচারণার একটা লিমিট থাকা উচিত্‍। শিবির বিতর্কে না যাওয়াই ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File