মেয়েদের জন্য বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর ইসলামী অনুষ্ঠানমালা (১ম পর্ব)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৪ অক্টোবর, ২০১৫, ০৭:২৪:২৮ সন্ধ্যা



বাংলাদেশে বর্তমানে ৪২ টা টিভি চ্যানেল আছে । এসব টিভি চ্যানেল মেয়েদের জন্য ইসলামী অনুষ্ঠান প্রচার করে থাকে । কোন কোন টিভি চ্যানেল সপ্তাহে ৪ ঘন্টা মেয়েদের জন্য ইসলামী অনুষ্ঠানের জন্য সময় বরাদ্ধ রেখেছে ।

আমি মূলত এই ধারাবাহিক ভিডিও পোস্টে অনুষ্ঠানগুলোর কিছু ভিডিও ও ছবি প্রদর্শণ করবো এবং কিছু অনুষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিবো ।

আজ পরিচয় করিয়ে দিচ্ছি, এসএ টিভি-র অমিয় বাণী অনুষ্ঠানটার সাথে ।

অনুষ্ঠানটা ৩ বছর ধরে প্রতি শুক্রবার দুপুর ১২ টায় প্রচারিত হয় । এই অনুষ্ঠানে ইসলাম সম্পর্কিত ও জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা থাকে এবং সরাসরি প্রশ্ন করে উত্তর জানার ব্যবস্হা রয়েছে । অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মেধাবী ছাত্রী সাইনা ইসলাম ।



আলোচক হিসেবে থাকেন ড. সৈয়দা সুলতানা রাজিয়া,কামরুন্নাহার সীমা, ড. নাসিমা হাসান , কানিজ ফাতেমা, ড. সালমা আইনী, ………….. প্রমুখ শিক্ষাবিদ ও ইসলামী চিন্তকবৃন্দা ।







অনুষ্ঠানটিতে কুরআন তেলোয়াত, তরজমা ও তাফসীরও হযে থাকে ।



অনুষ্ঠানটিতে কুইজের ব্যবস্হা আছে । কুইজ বিজয়ী মেয়েদের পুরস্কৃত করা হয় ।



অনুষ্ঠানটির কয়েকটি পর্বের ভিডিও প্রদর্শণ করা হলো :

ইসলামে হালাল হারাম : আলোচক - কামরুন্নাহার সীমা




https://www.youtube.com/watch?v=xvJNPZcp4Bc




https://www.youtube.com/watch?v=0t6toWhgMzQ




https://www.youtube.com/watch?v=BYkpwCTFzeM

স্বামী-স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য : আলোচক - ড. সৈয়দা সুলতানা রাজিয়া




https://www.youtube.com/watch?v=U1CCaBAPtZE




https://www.youtube.com/watch?v=k3mPbR4m3gA




https://www.youtube.com/watch?v=LHoxQLrOPxw

ইসলামে শিশু কিশোরদের পরিচর্যা : আলোচক - ড. সৈয়দা সুলতানা রাজিয়া

OMIO BANI EP 123 PART 1




https://www.youtube.com/watch?v=bfyTebvMQ60

আদর্শ পরিবার গঠণে ইসলাম : আলোচক - ড. সৈয়দা সুলতানা রাজিয়া




https://www.youtube.com/watch?v=6oz2xI4GOEc

ইসলামে ত্যাগের শিক্ষা : আলোচক -ড. সৈয়দা রাজিয়া সুলতানা




https://www.youtube.com/watch?v=cuNfpUhGzIk




https://www.youtube.com/watch?v=WCLUjjSj6xM



অনুষ্ঠানে উপস্হিত দর্শকদের অংশগ্রহণ প্রনবন্ত হয়ে থাকে। কারণ দর্শকরা আলোচনার সাথে সম্পর্কিত বিষয়ে সুন্দর সুন্দর প্রশ্ন করেন ।



সাইনা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্থকভাবে তিন বছর ধরে প্রচারিত হচ্ছে । অনুষ্ঠানের কলাকৌশলী ও কর্তৃপক্ষ অনুষ্ঠানটিরে সেট ডিজাইন ও সময় বরাদ্ধের ক্ষেত্রে যত্মবান ।

অনুষ্ঠানটির সাথে যুক্ত সবার প্রতি হৃদয় অন্তস্হল হতে শুভেচ্ছা ও শ্রদ্ধা । আশা করি তারা এই অনুষ্ঠানকে প্রচার অব্যহত রাখবেন ।

বিষয়: বিবিধ

২৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File