ছাগু লাল (কুরবানীর ঈদ উপলক্ষ্যে বিশেষ রম্য গল্প )
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩২:৩৮ রাত
অবশেষে খবরটা তাহাদের কানে পৌছাইয়া গেল । ছাগুলাল নামের ছাগুটি খবরটা পাওয়ার সাথে সাথেই তাহাদের রাজা "গো.আ." এর কাছে সেটা পৌছাইতে কোনরকম বিলম্ব করিল না । ছাগু সম্প্রদায়ের রাজা খবরটা শুনিয়া কিছুটা উত্তজনার সহিত উনি উনার উজির নাজিরদের নিয়া সভায় বসিলেন । সভায় সিদ্ধান্ত নেওয়া হইল যে শুধুমাত্র ছাগুলাল নামের একটা সাধারন ছাগুর কথায় কোনরকম পদক্ষেপ নেয়াটা বুদ্ধিমানের কাজ হইবে না । তাই সচক্ষে দেখার ব্যবস্হা করার ঘোষনা করা হইল ।
ছাগুলালের প্রোফাইল পিক
ফুল স্পিড ইন্টারনেট কানেকশনসহ ছাগুদের রাজদরবারে দশটি কম্পিউটার স্হাপন করা হইল । রাজা তাহার সব উজির নাজিরদের নিয়া কম্পিউটারের সামনে বসিলেন । বিভিন্ন বাংলা ব্লগে সাইন ইন করা হইল । সাইন ইন করার সাথে সাথে এক এক করিয়া পোষ্ট আসিতে লাগিল । পোষ্টের মাধ্যমে একজন আরেজনকে ছাগু বলিয়া গালি গালাজ করছিল,অনেকে বিভিন্ন জনের ব্লগে ব্লগে যাইয়া কাঁঠাল পাতা ফ্রিতে সরবরাহ করছিল,অনেকে আবার কাঁঠালের কুয়াও ফ্রিতে বন্টন করছিল । এসব দেখিয়া ছাগু সম্প্রদায়ের রাজা খুবই আপমানিত বোধ করিলেন এবং সবার সম্মতিক্রমে মানব সম্প্রদায়ের রাজার কাছে একখানা চিঠি লিখিলেন ।
ছাগুলালের আসল রূপ
শ্রদ্ধেয় রাজামশাই,
আমরা শুনিয়াছিলাম মহান আল্লাহতায়ালা মানব জাতিকে নাকি সৃষ্টির শ্রেষ্ট জীব হিসাবে পৃথিবীতে পাঠাইয়াছেন । তাই আমাদের ছাগু সম্প্রদায়ের মাঝে মানব জাতির প্রতি অন্যরকম শ্রদ্ধা বিরাজমান ।কিন্তু ইদানিং আপনার সম্প্রদায়ের কিছুসংখ্যক প্রানী কেন যে আমাদের মত নিরীহ প্রানীর পিছনে লাগিয়াছে তাহা আমাদের বোধগম্য হইতেছে না । তাহাদের কারনে আমাদের জাতীয় খাবারের কাটতি দেখা দিয়াছে ।
পৃথিবীতে এত খাবার থাকিতে আমাদের খাবার নিয়া তাহাদের টানা হেছড়া এবং খাওয়া শুরু করার বিষয়টা আমাদেরকে খুবই চিন্তায় ফালাইয়া দিয়াছে । আমরা তাও শুনিয়াছি যে অনেকে কাঁঠালপাতা শুধু সাবাড় করিয়া থামিয়া নাই,আগামী সিজনের জন্যেও ব্যক্তিগত গোডায়ুনে লোড করিয়া রাখিতেছেন ।
আমরা যখন দেখিলাম আমাদের জাতীয় খাবার ফ্রীতে সরবরাহ হইতেছে অথচ আমরা তা খাইতে পারিতেছি না,তা দেখিয়া মনটা দুঃখ কষ্টে ভাঙ্গিয়া গেল ।তাহারা একে অপরকে ছাগু বলিয়া গালি গালাজ করিয়া থাকেন তাহাতে আমরা খুব অপমান বোধ করিতেছি । উনারা যদি মানুষ হইয়া খুশি না থাকেন তাহলে উনাদের আরও দুইটি পা সংযোজন এবং কানদ্বয় একটু লম্বা করিয়া আমাদের সমাজে পাঠাইয়া দেবার অনুরোধ জানাইলাম । আমরা উনাদের প্রকৃত শিক্ষা দান করিয়া আবারও আপনাদের কাছে পাঠাইয়া দিব ইনশাআল্লাহ ।
শ্রদ্ধেয় রাজামশাই আপনি যদি উনাদের ব্যাপারে কোনরকম ব্যবস্হা গ্রহন না করেন,তাহলে আমরা রাজপথে আন্দোলনে নামিতে বাধ্য হইব । আশা করি আপনি এর একটা সুস্হ সমাধান করিয়া আমাদের রাজপথে নামা হইতে বিরত রাখিবেন ।
আপনি সর্বদা সহি সালামত থাকুন । আপনার মানব জাতীর মঙ্গল কামনা করতেছি ।
ইতি
ছাগু সম্প্রদায়ের পক্ষ হইতে
ছাগু সম্প্রদায়ের রাজা "গো.আ."
ছাগুরাজা গো.আ. ও তার সভাকবি আ.মা.
বি: দ্র: -গল্পটা অপাতত এখানে শেষ করিতে হইল । কারন চিঠিটা আদৌ মানব সম্প্রদায়ের রাজার কাছে পৌছেছিল কিনা,পৌছাইলে রাজা মশাই এর উত্তরে কি পদক্ষেপ নিয়াছিলেন তা এখনও জানা যায়নি । জানা গেলে আপনাদের জানানো হইবে ।
[ নেট হতে সংগৃহিত ও কিছুটা পরিমার্জিত । ]
বিষয়: বিবিধ
২১৬৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি ব্লগ সাইট চালুর সময় হতে ব্লগ পড়ি ।
আমি আপনাকে বলছি, প্রিয় নবী রাসুল সা-কে ব্যাঙ্গকারীকে ছাগুরা ক্ষমা করে দেয় । সাধারণ লোকরা ক্ষমা করে না । যেমন : জামায়াত-শিবিরের লোকরা প্রথম আলো রাসুল সা-কে ব্যাঙ করে কার্টুন লেখার পর ক্ষমা করে দেয় । এই কাজে অংশ নেয় মাওলানা জয়নুল আবেদীন (তামিরুল মিল্লাত মাদ্রাসা), জামায়াতী বুদ্ধিজীবি শাহ আব্দুল হান্নান, জামায়াত সমর্থক বায়তুল মোকার্মের খতিব ও ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য মাওলানা ওবায়দুল হক এবং বাচ্চু রাজাকার নামে পরিচিত এক মাওলানা যিনি এনটিভিতে ওয়াজ করতেন (তার নামটা ভুলে গেছি ।) ।
ছাগু শব্দটা আমি ব্যবহার করে যাবো । কারণ এটা ব্যবহার করার অপরিহার্যতা আছে । যেমন :
আমি লক্ষ্য করেছি আমার লেখা না পড়েই বা লেখাটা না বুঝেই আমার লেখাতে অনেকে মন্তব্য করে । ভাল করে অনুসন্ধান করে দেখলাম - এরা ছাগু সম্প্রদায়ের লোক ।
তারা বিন্দু মাত্র পড়াশোনা করে না। অনেকে এডুকেশনার ব্যাকগাউন্ড নেই । যে বিষয় জানে না ও বোঝে না - সেই বিষয়ে পন্ডিতের মতো মন্তব্য করে । অসংখ্য নিক ব্যবহার করে লেখালেখি করে ও গালি গালাজ করে ।
সুতরাং ছাগু শব্দ ব্যবহার করা যৌক্তিক ।
ছাগুদের বাজে নিক নির্ভর নামও আছে । যেমন : গ্যাঞ্জাম খান, বেআক্কেল, অপরিচিত, চেতনাধারী , কাজের বেটি অভাগি, বুকটা ফাইট্টা যায়, খাট্টাস, দস্য বনহুর, অভাগা, হতভাগা ...ইত্যাদি । এদের বেশির ভাগই জামায়াত-শিবিরের লোক ।
আমি ব্লগ সাইট চালুর সময় হতে ব্লগ পড়ি ।
আমি আপনাকে বলছি, প্রিয় নবী রাসুল সা-কে ব্যাঙ্গকারীকে ছাগুরা ক্ষমা করে দেয় । সাধারণ লোকরা ক্ষমা করে না । যেমন : জামায়াত-শিবিরের লোকরা প্রথম আলো রাসুল সা-কে ব্যাঙ করে কার্টুন লেখার পর ক্ষমা করে দেয় । এই কাজে অংশ নেয় মাওলানা জয়নুল আবেদীন (তামিরুল মিল্লাত মাদ্রাসা), জামায়াতী বুদ্ধিজীবি শাহ আব্দুল হান্নান, জামায়াত সমর্থক বায়তুল মোকার্মের খতিব ও ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের সদস্য মাওলানা ওবায়দুল হক এবং বাচ্চু রাজাকার নামে পরিচিত এক মাওলানা যিনি এনটিভিতে ওয়াজ করতেন (তার নামটা ভুলে গেছি ।) ।
ছাগু শব্দটা আমি ব্যবহার করে যাবো । কারণ এটা ব্যবহার করার অপরিহার্যতা আছে । যেমন :
আমি লক্ষ্য করেছি আমার লেখা না পড়েই বা লেখাটা না বুঝেই আমার লেখাতে অনেকে মন্তব্য করে । ভাল করে অনুসন্ধান করে দেখলাম - এরা ছাগু সম্প্রদায়ের লোক ।
তারা বিন্দু মাত্র পড়াশোনা করে না। অনেকে এডুকেশনার ব্যাকগাউন্ড নেই । যে বিষয় জানে না ও বোঝে না - সেই বিষয়ে পন্ডিতের মতো মন্তব্য করে । অসংখ্য নিক ব্যবহার করে লেখালেখি করে ও গালি গালাজ করে ।
সুতরাং ছাগু শব্দ ব্যবহার করা যৌক্তিক ।
ছাগুদের বাজে নিক নির্ভর নামও আছে । যেমন : গ্যাঞ্জাম খান, বেআক্কেল, অপরিচিত, চেতনাধারী , কাজের বেটি অভাগি, বুকটা ফাইট্টা যায়, খাট্টাস, দস্য বনহুর, অভাগা, হতভাগা ...ইত্যাদি । এদের বেশির ভাগই জামায়াত-শিবিরের লোক ।
ছাগু শব্দ প্রথম কারা ব্যাবহার করেছে এ ব্যাপারে আপনার বিন্দুমাত্র জ্ঞান নেই, আপনার মতের বিপরীত কিছু শুনলেই আপনি আবলামী মার্কা অপ্রাসঙ্গিক আবোল তাবল বকতে থাকেন। এনিওয়ে তারছিড়াদের সাথে আজাইরা প্যাচালের টাইম নেই, যারা মরনপন প্রতিজ্ঞা করে বসেই আছে নাস্তিকদের পদলেহন করেই যাব, তাদের ঘিলু কোন দিনও খুলবেনা।
জ্ঞান নাই । ভাল কথা, জ্ঞান দিন । কয়েকটা লিংক দিন যেখানে ছাগু শব্দটার উৎপত্তি কীভাবে হয়েছে আলোচনা করা হয়েছে ।
আপনি রেগে যাচ্ছেন কেন ? আমি তো রেগে যাইনি ।
আপনিও তো আমার এই পোস্টে এসে রেগে যেয়ে মন্তব্য করছেন । আর আমাকে তারছিড়া বলছেন । আমি তো আপনাকে এমন কোন কথা বলি নাই ।
আজাইরা প্যাচাল আমি করি নাই । আপনিই তো মন্তব্য করতে এসে আপনার ও আমার সময় নষ্ট করছেন ।
আপনার উচিত ছিল মন্তব্য করার সময় কয়েকটা লিংক দেওয়া ।
আমি আপনার প্রমাণ ছাড়া কোন কথা মানতে যাবে কেন ?
আমি নাস্তিকদের পদলেহন করি না । ঠিক তেমনি ছাগুদেরও পদলেহন করি না । পদলেহন শব্দটা আপনিই ব্যবহার করেছেন ।
আমার ঘিলু ঠিক আছে । ছাগুদের ঘিলু কম আছে । কম আছে বলেই তাদের নেতাদের ও তাদের এত বাজে অবস্হা ।
ছাগুদের যে কবে বোধোদয় হবে আল্লাহই ভাল জানেন । তবে আমাদের মতো কিছু অধম ছাগুদের ঘিলুর যাতে ভাল অবস্হা হয় - এই চেষ্টা করে যাচ্ছি ।
আপনাকে ধন্যবাদ আমার এই পোস্ট দেখার জন্য ।
বাংলাদেশের মানুষ যদি জীবনী লিখে মনে হবে ফেরেস্তাদের জীবনী ।
ভাই । আমি মানুষ । ফেরেস্তা না । আমি যদি আমার আত্মজীবনী লিখি, তাহলে আমি তের বছর ছাগু ছিলাম । তার মধ্যে ছাগু সর্দার গোলাম আজম-এর পদলেহন করতাম ১১ বছর ।
আল্লাহর হাজার শোকর যে আমি এখন ছাগু না । ছাগু না হওয়ার জন্য আমাকে আল্লাহ সে ধরনের জ্ঞান-গম্যি দান করার জন্য আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি নামাজ শেষে ।
আমি সব সময় অশুভ শক্তির ভয়াল কাল অন্ধকার দিকগুলো তুলে ধরে জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করে যাই ।
পোস্টটা দেখার জন্য ধন্যবাদ ।
জগতে কত হাসির কহিনী আছে
আমি কলা খাই না !
পোস্টটা দেখার জন্য ধন্যবাদ ।
এদের এক পক্ষের গুরু গো.আ এবং মৌদুধী । আরেক পক্ষের গুরু হুমায়ুন আজাদ ও তসলিমারা ।
আপনি কোন পক্ষের ।
মনে হয় তো বেজন্মা ছাগু ।
আমার মনে হয়, আপনি এসব বেজন্মা ও জারজদের অন্তর্ভুক্ত নন ।
আর যদি হয়ে থাকেন, তাহলে আপনার মা-কে আমার সালাম দিবেন । হাজার হোক- তিনি আমার মায়ের মতো এক জন বাংলাদেশি মুসলিম মা ।
ভাদা (ভারতীয় দালাল), ভাকু (ভারতীয় কুত্তা), মালু, মালাউন, শাহবাগী, বাল ........ ইত্যাদি শব্দ যেমন ব্যবহার করার যুক্তি সংঘত কারণ আছে, ঠিক তেমনি ছাগু শব্দ ব্যবহার করার প্রয়োজন আছে ।
আমি জামায়াত-শিবিরই নয় কুসংস্কারাচ্ছন্ন-কুপমন্ডুক-ধর্মান্ধ-সন্ত্রাসী ধরনের লোকদের ছাগু নামে অভিহিত করে যাবো, যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা ও চেতনার ক্ষেত্র পরিবর্তিত হয় এবং তাদের অশুভ তৎপড়তা বন্ধ হয় ।
আমি তের বছর ছাগু ছিলাম । তার মধ্যে ছাগু সর্দার গোলাম আজম-এর পদলেহন করতাম ১১ বছর । প্রথমে ১৩ বছর ছাগু হওয়ার জন্য বেত মারা হবে। এটাই আপনার কাফ্ফারা।
আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য ।
মারবে বাম ধারার লোকরা।
বাংলাদেশে তিনটা সম্প্রদায় দেশ-জাতি-ধর্ম-সংস্কৃতির জন্য ক্ষতিকর । তারা হলো : ১. ইসলামবিরোধী নাস্তিক ।
২. স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির ও ধর্মান্ধ গোষ্ঠী বা ছাগু ।
৩. বাংলিশ গোষ্ঠী ।
আমি মূলত এই তিন শক্তির বিরোদ্ধে সংগ্রাম করছি ।
এই তিনটাই সমান ক্ষতিকর ।
জামায়াত-শিবিরের লোকরা ছাগু । তারা ফেসবুক ও ব্লগগুলোতে ছাগলের মতো ম্যা ম্যা বা মেতকার করে । তাই আমি আমি তাদের নিয়মিত বেত মেরে যাচ্ছি ।
মন্তব্য করতে লগইন করুন