আকিজ গ্রুপের ইসলাম অবমাননার বিরোদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য অনুরোদ করছি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৩:৪৪ রাত
কুরবানী ও কুরবানী ঈদ-কে উপহাস করেছে আকিজ গ্রুপ । তাদের পন্য ক্লেমন প্রচার করতে যেয়ে ইসলাম অবমাননা করে । আজিজ গ্রুপের সব পন্য বর্জন করা আমাদের ঈমানি দায়িত্ব ।
আসুন ! আমরা আমাদের যার যার এলাকায় আকিজ গ্রুপের ক্লেমন - সহ সব পণ্য নিষিদ্ধ ঘোষনা করি । আমাদের উচিত হবে, যত ক্ষণ না পর্যন্ত আকিজ গ্রুপের মালিক ও কর্মচারীরা কর জোড় করে মুসলিমদের কাছে ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত আকিজ গ্রুপের পন্যগুলোকে যার যার এলাকায় প্রবেশ করতে না দেওয়া ।
এই সেই ইসলাম অবমাননাকারী ভিডিও : https://www.facebook.com/video.php?v=836749236438589&set=vb.256348427812009&type=2&theater
বিজ্ঞাপনটার মধ্যে ইসলাম অবমাননা ও উপহাস বিদ্যমান । কুরবানী যারা দেন তাদের নাকে গন্ধ লাগে না । করবানীর মাংস কাটলেই আলাদা গন্ধ আসে । আর যে সব বর্জ্য তেরী হয়, সেগুলো দুর করার পরামর্শ দেওয়া যেতো বা বর্জ্য ব্যবস্হাপনার উপায় বলা যেতো । এই বিজ্ঞাপনে এসব বিষয় নেই ।
উল্লেখ্য, আকিজ পরিবার বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবার । এই পরিবারের কার্যক্রম ইসলামবিরোধী হোক - আমরা মুসলিমরা অবশ্যই চাইবো না ।
আমরা যদি এসব ইসলাম অবমাননাকারী প্রতিষ্ঠানের ব্যাপারে সোচ্চার না হই, অদুর ভবি্ষ্যতে এসব প্রতিষ্ঠানের টাকা দিয়ে ইসলাম অবমাননা ও ইসলামবিদ্বেষ প্রচার হতে থাকবে ।
এর আগে প্রথম আলো ইসলাম অবমাননা করেছে এবং এখনও করে যাচ্ছে ।
দরবেশ বাবার প্রতিষ্ঠান তার জিএমজি এয়ার লাইন্সে কুরআন ও হাদিসের দুয়া পড়া নিষিদ্ধ করেছিলেন এবং দুয়া পড়ার জন্য দুই জন কর্মচারীকে অপমান করা হয় ।
মুসলিম ভাই - বোনদের বলছি , ত্যাগের মাসে আত্মত্যাগ করার জন্য নিজেকে তেরী করুন ।
বিষয়: বিবিধ
১৪৫২ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেভাবেই হোক আকিজের পরিচালক ও আঁন্ধা মানুষ নয় যে, এসব বুঝেন না। তাই এই দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। সবাই প্রতিবাদ করুন বিজ্ঞাপনের নামে এই ধরনের তামাশা-মশকরা যাতে বন্ধ হয়। আপনাকে অনেক ধন্যবাদ
আকিজ গ্রুপের যে পরিমাণ টাকা আছে এবং যে পরিমাণ টেক্স সরকারকে দেয়, তার দশ ভাগের এক ভাগও মসজিদ মাদ্রাসায় দান করে না । আকিজ পরিবারের দুই - এক জন সদস্য রাজনৈতিক কারণে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক । তারা কি করলো কি করলো না বা কাদের পৃষ্ঠপোষকতা করলো কি করলো না তা আমার বিবেচ্য নয় ।
আমার কথা হলো, তাদের প্রতিষ্ঠান ইসলাম অবমাননা ও ইসলামবিরোধী কাজ করছে ।
আওয়ামী লীগ খারাপ কাজ করে যাচ্ছে ও ইসলামের বিরোদ্ধে অবস্হান নিয়েছে তা আমি আমার অনেক লেখা ও স্যাটাসে বলেছি ও এই ব্যাপারে লিখে যাচ্ছি ।
ইদানিং জঙ্গি আর শিবির বলে গাল দেওয়া লোক মারা গেলে তাদের জানাজা ও দুয়া অনুষ্ঠানের সাধারণ লোকরা যাওয়া প্ররিত্যাগ করছে । তার একটা প্রমাণ মৌলভীবাজার হতে নির্বাচিত এক জনপ্রতিনিধির জানাজার নামাজের লোক সমাগম ।
নিজে ভালো হউন।
১. আপনি বলেছেন : আপনি কি কম ইসলাম বিদ্দেশী?? সেটার আগে প্রতিবাদের ঝড় ওঠা উচিত।
উত্তর : আমি ইসলামবিরোধী কাজ করলে অবশ্যই আমাকে সংশোধন হওয়ার জন্য আগে উপদেশ আদেশ দিতে পারেন কোমল ভাষায় । তারপর যদি ইসলামবিরোধী কাজ অব্যহত রাখলে শক্তি প্রয়োগসহ যে কোন ধরনের কাজ করতে পারেন । এটাই ইসলামী নিয়ম ।
২. আপনি বলেছেন : আপনি নিকাবকে বলেন পতিতাবৃত্তি।
উত্তর : আমি এধরনের কোন কথা বলিনি ।
৩. আপনি বলেছেন : ি। আপনার কাছে ইসলাম খেলনা সম।
উত্তরে বলছি : ইসলাম আমার জীবন চলার পথ । ইসলামী জীবন-দর্শণ প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমি কাজ করে যাচ্ছি ।
পরিশেষে বলছি, আমার মধ্যে ভাল-মন্দ অনেক কিছুই থাকতে পারে । কারণ ভাল-মন্দ মিলেই মানুষ । মানুষ ফেরেস্তা নয় ।
কথায় আছে, কুকুরের লেজ সোজা হয় না।
আপনার লেখাপড়ে মুখে থুথু আসে।
আমার লেখা ভাল না লাগলে পড়বেন না ।
মন্তব্য করতে লগইন করুন