শরৎ এলো কাশের বনে নদীর কিনারায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৬ আগস্ট, ২০১৫, ০১:১০:০৬ রাত



”শরৎ এলো কাশের বনে নদীর কিনারায়,

সাদা মেঘের ভেলায় চড়ে নীল আকাশের গায়।"




আজ ১ ভাদ্র রবিবার ১৪২২ বঙ্গাব্দ। প্রিয় ঋতু শরতের প্রথম দিন শুরু। আশ্বিনের শেষ দিনটি পর্যন্ত শরতের কাল । শিউলি মালা আর কাশ ফুলের দোলায় মন মাতানোর সময় বলে বিবেচিত ।







ষড়ঋতুর বাংলাদেশে প্রতিটি ঋতুই ভিন্ন ভিন্ন রূপবৈচিত্র্য নিয়ে হাজির হয়। শরতেও নতুন করে সাজে প্রকৃতি। গ্রামে যেমন, শহরেও তাই। এখন গ্রামের বিস্তীর্ণ মাঠজুড়ে কাশফুলের দোলা আর শহরের নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। একটু খেয়াল করলে চোখে পড়বে।





আজি ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা-

নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা...।

রবীন্দ্রনাথ









এসো শারদপ্রাতের পথিক এসো শিউলি-বিছানো পথে।

এসো ধুইয়া চরণ শিশিরে এসো অরুণ-কিরণ-রথে...।

নজরুল






https://www.youtube.com/watch?v=tKihKmUwbgs

শিউলিতলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী-বালা।

শেফালি ফুলকে ঝরে পড়ে মুখে খোঁপাতে চিবুকে আবেশ-উতলা...।

নজরুল

সবাইকে শুভ্র শরতের স্নিগ্ধ শুভেচ্ছা...




https://www.youtube.com/watch?v=GPBTaJNfIcs

Aaj shorotey kasher bone-Manna Dey




https://www.youtube.com/watch?v=r9GtM5jbEpI

Shoroter natun bhor




https://www.youtube.com/watch?v=QmW4C9qQ3ZM

Azi Shoroter Rupdeepali (1932) -- Abbas Uddin Ahmed




https://www.youtube.com/watch?v=Px_8UB3vJXk

তোমার মোহন রূপে




https://www.youtube.com/watch?v=s2RpNqW46vI

শরৎকালের মধ্যেই যেনো বাংলাদেশের হৃদয়ের স্পর্শ পাওয়া যায়। তাই শরৎ যখন চলে যায়, তখন আমাদের হৃদয় সম্পূর্ণ শূন্য করে দিয়ে চলে যায়। তার বিদায়ী পথে পড়ে থাকে অশ্রুসিক্ত শিউলি ফুলের মালা, এবং বিগত আনন্দের বর্ণ-বিলসিত অজস্র স্মৃতি। সাদা সাদা মেঘগুলো যেনো নীলাকাশে পেঁজা তুলোর ন্যায় ইতস্তত ঘুরে বেড়ায়।

নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাসির প্লাবন। মাঠে মাঠে সবুজের মেলা। মোট কথা, এতো সবুজ, এতো নীল আর এতো সাদার একত্র সমাবেশ, এমনটা অন্য কোনো ঋতুতে দেখা যায় না।




shiuli fotar din

https://www.youtube.com/watch?v=SAZy-kRS--E



"শরত এলো কাশের বনে

নদীর কিনারায়

সাদা মেঘের ভেলায় চড়ে

নীল আকাশের গায় "


রূপসী বাংলার রূপ বিচিত্র, ঋতুচক্রে নানা বর্ণে-গন্ধে গানের সমারোহে নিত্য আবর্তিত হয়ে চলে।

সব মিলিয়ে একটু ভিন্নতরই হয় শরত। প্রতিবারের মতো এবারও নানা আয়োজনে প্রিয় ঋতুকে বরণ করে নেবে প্রকৃতিপ্রেমীরা । বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করবে। এর মাধ্যমে চমৎকার ফুটিয়ে তোলা হবে শরতের রং রূপ।

প্রিয় ঋতুকে গানে কবিতায় নৃত্যের ছন্দে বরণ করে নেয়া হবে।

এই উপলক্ষ্যে উৎসব হবে । উৎসব হবে বাংলার ঋতুবৈচিত্র্য সম্পর্কে ধারণা দিতে ।




https://www.youtube.com/watch?v=-hjPWWPkBj0

ঢাকার কাশবন




https://www.youtube.com/watch?v=qCmDx1dRIP8

Kash Ful at river Padma




https://www.youtube.com/watch?v=to6fs6OHZpw

Kashful PKG




https://www.youtube.com/watch?v=_482BescAQM

Valolage Kashful By Mahmud Sunny & Raisa Popi




https://www.youtube.com/watch?v=b8K1jxjkf3c

kashphool




https://www.youtube.com/watch?v=Y23FObPKjNM

The Beautiful Kash Flower(Kans grass)

বিষয়: বিবিধ

২২৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336112
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:০৩
বেআক্কেল লিখেছেন : আগে কাশফুলের ছোয়া লাগাইয়া আঙ্গো দেশের টিভিতে রাজা খন্ডমের বিজ্ঞাপন দিত। এখন কাশফুল ইসলামিষ্টদের হাতে পইড়া দিন বদলাইছে। হে হে হে
336186
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩২
নারী লিখেছেন : কাশফুল শুধু দূর থেকেই দেখেছি
336206
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :

ভালো লাগলো, ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File