টুডেব্লগ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোদ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ১৮ জুলাই, ২০১৫, ০৪:০৬:৩১ বিকাল
আমি সাত বছর ধরে ব্লগ সাইটগুলো দেখছি । যতগুলো ব্লগ আছে তার মধ্যে টুডে ব্লগে মোটামুটি ভদ্র ও অমায়িক ব্লগার তুলনামূলকভাবে বেশি ।ইদানিং ব্লগ সাইটটার ভিজিটর কমে যাচ্ছে ও ভালমানের লেখা আসছে না ।
কারণ :
১. বার বার ডোমেন নেম বদল হওয়া ।
২. চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের মাল্টি নিক ব্যবহার করে গালি গালাজ মূলক পরিস্হিতির বিস্তার ।
৩. ব্লগ সাইটটা দেখতে দৃষ্টি নন্দন নয় ।
৪. বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে এই সাইটে কোন ব্যানার বা স্টিকি পোস্ট হয় না যা অত্যন্ত দৃষ্টিকটু ।
৫. সর্বোচ্চ মন্তব্যকারী ও সত্যিকার ভিজিটরের নাম ও সংখ্যা ভুলভাবে প্রদর্শন হওয়াও এই সাইটের বড় ধরনের ভুল ।
৬. ব্লগ সাইটটাতে বাবা, মা ও প্রিয় বই নিয়ে প্রতিযোগিতা হয় । খুবই হাস্যকর । এসব প্রতিযোগিতা ক্লাস ফাইভের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য । এই সাইটে বাংলাদেশের ভুরাজনৈতিক অবস্হায় পররাষ্ট্রনীতি কেমন হতে পারে – এমন ধরনের বিষয়ে প্রতিযোগিতা হতে পারে । এই দেশের গাছ-পালা-ফুল-ফল-লতা-পাতা নিয়ে এবং পরিবেশ সচেতনতা নিয়ে প্রতিযোগিতা হতে পারে ।
৭. এই সাইটে মুক্তমনা (নাস্তিকদের সাইট বলে পরিচিত),সদালাপ,নাগরিক ব্লট, ইস্টিশন, – সাইটের মতো কিছু নামকরা ব্লগার ও লেখক জন্ম দিতে পারেনি । কারণ এই সাইটে মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীনমত প্রকাশকে বাধাগ্রস্হ করা হচ্ছে । অপর দিকে দিনের পর দিন কিছু ব্লগার ধর্মবিদ্বেষী ও উস্কানীমূলক লেখা লিখেই যাচ্ছে । অনেক ব্লগার দলীয় ও ধর্মীয় মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে এই সাইটটাকে ব্যবহার করছে ।
৮. চরম পার্টিজান ও অমার্জিত কিছু লোক ব্লগ সাইটকে কুলষিত করছে । এর ফলে অনেক ব্লগার আগের মতো লেখালেখি করতে আগ্রহী হচ্ছে না ।
উপরোক্ত কারণগুলো বিবেচনা করে ব্লগ সাইটটিকে টিকিয়ে রাখার স্বার্থে আমার অভিমত ও পরামর্শ :
১. ব্লগ সাইটটির ডোমেন নেম যাতে বার বার বদল না হয় সেজন্য সচেষ্ট হতে হবে ।
২. চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের মাল্টি নিকগুলো ব্লক করত হবে ।
৩. ব্লগ সাইটটাকে দৃষ্টি নন্দন করতে হবে ।
৪. বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ মুহুর্তগুলোতে ব্যানার প্রদর্শন ও স্টিকি পোস্ট রাখতে হবে ।
৫. সর্বোচ্চ মন্তব্যকারী ও সত্যিকার ভিজিটরের নাম ও সংখ্যা সঠিকভাবে প্রদর্শন করতে হবে ।
৬. ব্লগ সাইটটাতে হাস্যকর বিষয় নিয়ে প্রতিযোগিতা বাদ দিতে হবে । বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবলার মতো বিষয় নিয়ে প্রতিযোগিতা হওয়া উচিত । এর ফলে লেখক-কবি-সাহিত্যিক তেরী হবে ।
৭. এই সাইট মুক্তমনা (নাস্তিকদের সাইট বলে পরিচিত),সদালাপ,নাগরিক ব্লট, ইস্টিশন, – সাইটের মতো নামকরা ব্লগার ও লেখক যাতে জন্ম দিতে পারে সেজন্য এই সাইটে মুক্তবুদ্ধির চর্চা ও স্বাধীনমত প্রকাশকে বাধাগ্রস্হ কারী ব্লগারদের ব্লক করতে হবে বা তাদের মন্তব্য করার অধিকার রহিত করতে হবে । দলীয় ও ধর্মীয় মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে এই সাইটটাকে যারা ব্যবহার করছে তাদের চুড়ান্তভাবে সতর্ক করতে হবে ।
৮. ব্লগ সাইটটাতে চরম পার্টিজান ও অমার্জিত ব্লগারদের তিরস্কার করতে হবে । এজন্য ব্লগে ব্লগারদের রেংকিং করতে হবে ।রেংক দেখেই ব্লগাররা বুঝতে পারবে এরা কোন ধরনের ব্লগার । এর ফলে মার্জিত ও রুচিশীল ব্লগাররা আগের মতো লেখালেখি করতে আগ্রহী হবে।
পরিশেষে সম্পাদক মহোদয়কে বলছি :
১.যদি এসব কাজ আপনারা করতে ব্যর্থ হোন তাহলে এই মহৎ কাজটার দায়িত্ব আমার উপর অর্পন করতে পারেন ।
২.যদি এসব কাজ করা আপনারা অপারগ হোন তাহলে এই সাইটটা আমার যথাযথ লোকের কাছে বিত্রিু করে দেন ।
৩. উপরের দুইটা কাজ যদি করতে না পারেন, তাহলে এই সাইট ঘোষনা দিয়ে বন্ধ করে দিন । ঘোষনাটা হতে পারে এমন :
”মান্যবর ব্লগারবৃন্দ । আমরা টুডে ব্লগের সম্পাদকবৃন্দ আমরা নিজের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না । এই সাইট আমরা আর চালাবো না । সুতরাং অমুক তারিখের মধ্যে আপনাদের লেখাগুলো সংগ্রহ করার জন্য অনুরোদ করা হলো । অন্যথায় ব্লগপোস্ট বা লেখাগুলো হারিয়ে গেলে সম্পাদকবৃন্দ দায়ী থাকবে না।”
বিনীত
মোহাম্মদ ফখরুল ইসলাম
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথাযথ সেই লোক গুলো কে?
আপনি নিজেই শুরু করলেইতো লেটা চুকে যায়!!
শুরু করুন আর ব্লগের নাম দিয়েন
"পাগলা ব্লগ"
যারা এই ব্লগ সাইটটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তারাই যথাযথ লোক । এধরনের লোক এই ব্লগে আছে । আমি বেশ কিছু পোস্টে তাদের আগ্রহের কথা দেখেলিাম ।
আর ব্লগ সাইট পরিচালনা করলে ব্লগটার সম্ভাব্য নাম দেওয়া যেতে পারে : জ্ঞানের কথা ।
আমার অভিজ্ঞতায় এই সাইটের ভিজিটর ও ব্লগার কম । মাল্টি নিক একটা বড় সমস্যা । এর ফলে মাল্টি নিকধারীও ভাল লেখক হওয়া তো দুরে থাক, ভাল পাঠকও হতে পারছেন না । তারা শুধুমাত্র মত-পথ-দলের অন্ধকর্মী ছাড়া কিছু নয় ।
আমি সোনার বাংলাব্লগে অবাক হয়েছিলাম যে নিকাব ও বোরকা পরা একটা মেয়ের অসংখ্য মাল্টি নিক, অসংখ্য ইমেইল ও ফেসবুকের কথা শুনে । আমি অবাক হলাম, এই মেয়ের ভবিষ্যত কি তা সে নিজেও কি জানে তা ভেবে । তবে এতটুকু বুঝেছি, নিজের নিকাব ও বোরকার আড়ালে চেহারাকে আড়াল করলে আর বিশেষ কোন ধর্মীয় দলের সদস্যা হলে দুনিয়ার সব খারাপ কাজ করেও বড় ধরনের আস্তিক হওয়া যায় যদিও সেগুলো ধর্মবিরোধী হোক না কেন ?
শুধু মাত্র পার্টিজান দৃষ্টিভঙ্গির কারণে এই ব্লগটা টিকে আছে ।
মন্তব্য করতে লগইন করুন