আমার কিছু লেখা ও আমার বর্তমান দৃষ্টিভঙ্গি
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ০৩ জুলাই, ২০১৫, ০৮:৪৭:৪৯ রাত
নেটে লেখালেখি শুরুর সময় হতে কিছু লোক আমাকে অবজ্ঞামূলক কথা বলতো । তারা বিভিন্ন মত-পথ-ধর্মের । বর্তমানে এই ব্যাপারটা বৃদ্ধি পেয়েছে ।
অনেকেই আমার রাজনৈতিক দর্শন সম্পর্কে কম বেশি জানেন । সুতরাং আমার মতের সাথে বা দর্শনের সাথে অনেকের মিল থাকবে না ।
কুটসা রটনা আর রম্য ও সেটায়ারের মধ্যেও তো পার্থক্য আছে ।
আমার কোন লেখায় কুৎসা নেই । অসত্য ও বানোয়াট তথ্য নেই ।
যারা আমার লেখা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের আমি বিনীতভাবে বলছি, লেখার জবাব লেখা দিয়েই দেওয়া উচিত ।
হুমকি - ধমকি ও বাস্তব জীবনে হত্যার হুমকি দিয়ে নির্মম সত্যকে চাঁপা দিয়ে রাখা যায় না ।
আমি বরাবরই সত্য ও ন্যায়ের পথে থাকার চেষ্টা করি । আমি সত্য প্রকাশে আপোষহীন ।
জামায়াত-শিবির সম্পর্কে আমি ৬ বছর ধরে লিখছি । প্রথমে জামায়াত-শিবিরের লোকরা যাতে পরিশুদ্ধ হয় ও তার সংস্কারাচ্ছন্ন-পরিমার্জিত-সভ্য-আধুনিক হোক, সেই লক্ষ নিয়ে তাদের সম্পর্কে লেখা লিখতাম । তারা কোন ভাবে আমার কোন কথা বা তথ্যকে গুরুত্ব দিতো না । কারণ লোকেরা বলে -তারা মগজ দোলাইয়ের স্বীকার হয়ে গেছে ।
এখন জামায়াত-শিবির বাংলাদেশ হতে বিলীন হোক - তা চাই । সুতরাং আমি আমার অভিমত লেখার মাধ্যমে ব্যক্ত করতেই পারি ।
যদি আমার এই অভিমত কারো পছন্দ না হয় বা আমার নির্মম সত্য কথাগুলো কারো ভাল না লাগলেও আমার আসে যায় না । কারণ ইতিহাসের নির্মম বাস্তবতাকে লুকিয়ে রাখা যায় না ।
উপরন্তু অনেক মানুষের বা ব্যক্তির দৃষ্টিভঙ্গি এক থাকে না । তাহলে জগতে ইতিবাচক পরিবর্তন হতো না । বেশির ভাগ লোক চায় জগতটা যেভাবে চলছে চলুক । পুরাতন নিয়ম বহাল থাকুক । আমি বেশির ভাগ লোকের এই নীতি অনুসরণ করে চলি না ।
একটা সময় আমি মওদুদীর বই পড়তাম । ওহাবী মতবাদনির্ভর আহলে হাদিসদের বই পড়তাম । কিন্তু পড়ার ক্ষেত্রে আমি আল্লামা ইকবালের এই নীতিটা অনুসরণ করে থাকি :
It is impossible for you to have a leisure from a book,
For you are merely a book reader not the author
আর আমি এজন্যই এই দুই পশ্চাৎপদ গোষ্ঠীর মগজ দোলাইয়ের স্বীকার হইনি । অথচ আমি তাদের প্রতিটা বই-ই নয় তাদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল ।
বই পড়ে কেহ ভক্ত হয় । কেহ হয় গবেষক । কেহ হয় হয় লেখক ও কথিত মতাদর্শ বা মতবাদের প্রতি বিরক্ত ।
আমি এই ক্ষেত্রে শেষ দুই দলের লোক ।
অনেকে বলেন : .... লেখাগুলো কুৎসা এবং ভিন্ন মতের হ্যারাজম্যান্ট।
আমি বিনীতভাবে বলছি : নেটে অনেক কিছু আছে । নেটে পর্নমুভি আছে । নেটে জুয়া আছে । নেটে প্রতারণা আছে । তাই লোকেরা নেট ব্যবহার করা বাদ দিয়ে দিয়েছে ।
আমি মনে করি, আমার লেখাতে যদি ভুল থাকে, তাহলে কুরআনের এই আয়াতের আলোকে আপনাদের খন্ডনো উচিত :
ادْعُ إِلِى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ
আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। সুরা নহল : ১২৫ ।
পরিশেষে বলছি : ইসলামীবিদ্বেষী নাস্তিকদের আমি পছন্দ করি না । তবে আমি তাদের কথাকে গুরুত্ব দেই না । তাদের কথাগুলোর জবাব দেওয়াও প্রয়োজন মনে করি না । এর প্রধান কারণ আমি ক্রিয়াশীল লোক । আমি প্রতিক্রিয়াশীল লোক নই । ইসলামবিদ্বেষ, ইসলাম অবমাননা ও ইসলামবিদ্বেষী নাস্তিকতার প্রচারই প্রমাণ করে ইসলাম ও মুসলিমরা এগিয়ে যাচ্ছে । কারণ যে গাছে ফল থাকে সে গাছেই বেশি টিল ছুড়ে মারা হয় ।
আরেকটি কথা না বল্লেই নয় :
আমি জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ওহাবী মতবাদ - মওদুদী মতবাদ - আহলে হাদিস মতবাদ - সালাফী মতবাদ - সৌদি আরবের রাজতন্ত্র ও সৌদি আরবের অশুভ-কুসংস্কারাচ্ছন্ন-কুপন্ডুকতাপূর্ণ কাজের বিরোদ্ধে লেখালেখি করে যাবে । আজ আমি এই ক্ষেত্রে একা হলেও এই দেশে মুক্তিকামী ও প্রগতিশীল-উন্নায়ন-অগ্রগতি-প্রগতি-শান্তির পক্ষে থাকা মুসলিমদের বড় অংশ তাদের বিরোদ্ধে সোচ্চার হবে ইনশাল্লাহ ।
বিষয়: বিবিধ
২১৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ নিজেও ওহাবী।..
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
01
বলুন, তিনি আল্লাহ, এক,
اللَّهُ الصَّمَدُ
02
আল্লাহ অমুখাপেক্ষী,
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
03
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
04
এবং তার সমতুল্য কেউ নেই।
( সুরা ইখলাস )
এখন ভেল্কিবাজির ইজ্জত রাখার নেংটা ঢাকার বাতুলতা।
ধুতিচাটাদের গোলাম।
http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/66771
আপনার মতামত আপনি প্রকাশ করতেই থাকুন। যেহেতু বাধাহীন লেখার অঙ্গিকার।
তবে শেষ বিচারের কথা মাথায় রেখে লিখবেন। ধন্যবাদ
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
মন্তব্য করতে লগইন করুন