জামায়াতে ইসলামীর ইরাক ও সিরিয়ার শাখা কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে যৌনদাসী প্রদানের ঘোষনা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৭ জুন, ২০১৫, ১১:৩৩:৩৬ রাত
জামায়াতে ইসলামীর প্রদান হেডকোয়াটার পাকিস্তানের লাহোর । জামায়াতে ইসলামী বাংলাদেশেরই ৪১ টা দেশে শাখা আছে । তার বাহিরে জামায়াতের আদর্শে বিশ্বাস করে এমন দল অনেক । নীতি ও আদর্শের ক্ষেত্রে একই নীতি ও কর্মসূচী গ্রহণ করায় ইরাক ও সিরিয়ার সন্ত্রাসী সংগঠণ আই এস আই এল বা ইসলামিক স্টেটও সাধারণ লোকদের কাছে জামায়াতী সংগঠণ বলে পরিচিত ।
জামায়াত-শিবির, আহলে হাদিস, ওহাবী , সৌদি আরবের রাজার পাচাটা গোলাম-দের খলিফা বাদদাদী ও আইএস-এর পালের গোদা
জামায়াতী বা আহলে হাদিস বা ওহাবীদের সাথে সাধারণ মুসলিমদের অনেক পার্থক্য আছে ।
কারণ জামায়াতীদের কালিমা আর তাদের কালিমা একই । সাধারণ মুসলিমদের কালিমা হলো : লা ইলাহা ইল্লাল্লাহ্, মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ । অপর দিকে জামায়াত ও এই সন্ত্রাসীদের কালিমা : লা ইলাহা ইল্লাল্লাহ্ । তবে তাদের পতাকায় লা ইলাহা ইল্লাহ্ - এর নিচে আল্লাহ রাসুল মুহাম্মদ লোকা থাকে । ইতিহাদবিদদের মতে এটা মূলত, আরবের বানু হাসিম গোত্রের এক দল সন্ত্রাসীদের পতাকা ।
জামায়াতীদের পোষাক ও তাদের পোষাকও একই । জামায়াতী মেয়েদের পোষাকও যেমন এই সন্ত্রাসী সংগঠণের মেয়েদের পোষাকও একই ।
জামায়াতী বা বা আহলে হাদিস বা ওহাবীদের দয়া-মায়া-মহব্বত-ভালবাসা খুবই কম থাকে । এরা অতিশয় নির্দয় ও গোঁড়া এবং কামুক ও যৌনবিকারগ্রস্হ ।
এসব কারণে সাধারণ মুসলিমদের অনেকেই জামায়াতী বা আহলে হাদিস বা ওহাবীদের মুসলিম মনে করে না ।
মালয়েশিয়ার একটা খবর দেখে আমি আতকে উঠলাম । তাতে বলা আছে : আইএস আয়োজিত ক্কেরাত প্রতিযোগিতায় পুরস্কার যৌনদাসী
জামায়াতী পোষাক । এই পোষাক জামায়াত-শিবির তাদের প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক করেছে । তাদের কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে জনরোষের কারণে এই পোষাককে ঐচ্ছিক করেছে । যেমন : আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও মানারাত বিশ্ববিদ্যালয় ।
জামায়াতী পোষাক পড়া (পোষাক নিকাব ও কালো বোরকা )কথিত জামায়াতী জনপ্রতিনিধি ।
খলিফা বাগদাদীর যৌনদাসী
আমি দু:ক্ষিত । আমি বলতে বাধ্য হচ্ছি, এই মেয়ে জামায়াত করে । তার বাবাও লক্ষীপুর জেলার জামায়াত নেতা । তার বাবাকে তার প্রতিপক্ষ ও তার মতে র্যাবের সদস্যরা তার সামনে হত্যা করেছে । কিন্তু তাকে যৌনদাসী বানায়নি । বাস্তবতা তার কাছে এতটাই নির্মম যে সে তার শোক প্রকাশ করার জন্য যৌনদাসিদের পোষাকের অংশ বিশেষ নিকাব খুলে মুখ প্রদর্শণ করতে বাধ্য হয়েছে ।
আমি আবারও দু:ক্ষিত । আমি নির্যাতিতের প্রতি সহানুবতীশীল ও সহমর্মি । তিনি যদি তার বাবার আদর্শ ও নীতি ত্যাগ করেন, তাহলে আমি তার বাবার হত্যাকারী যদি র্যাব হয়ে থাকে , তবে আমি তাকে এই ব্যাপারে সহায়তা করতে প্রস্তুত আছি । তাকে জামায়াত-শিবিরের লোকরা ভালভাবে চিনেন । তার বাবাকে তো অবশ্যই ।
মুসলিমদের আতকে উঠার মতো খবর :
পবিত্র রমযান উদযাপন উপলক্ষ্যে আইএস পবিত্র কোর’আনের ক্কেরাত ও হাফেজী প্রতিযোগিতা অয়োজন করেছে। আর প্রতিযোগিতার প্রধান আকর্ষণীয় পুরস্কার একজন “যৌন দাসী”।
ইয়াজিদী, কুর্দি এবং সকল মজহাবের সিরিয় কন্যা-শিশু ও তরুণীদের উপর মাসের পর মাস ধরে তাদের নারকীয় নির্যাতনের পরও কোন থামার লক্ষন দেখা যাচ্ছে না।
মানবতার মুখে আরও একবার কষে থাপ্পড় মেরে দিল সিরিয়ার আল-বারাকা প্রদেশের আইএস দা’ওয়া ও মসজিদ বিভাগের এই অভিনব নারকীয় পুরস্কার প্রদানের ভাবনা।
IS Kor'an contest notice আইএস এর মিডিল ইষ্ট মিডিয়া রিসার্চ ইনষ্টিটিউট এং দ্য ক্লারিয়ন প্রজেক্ট জানিয়েছে, রমযান উদযাপন উপলক্ষ্যে ১৯ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
দ্য ক্লারিয়ন প্রজেক্ট এ সংক্রান্ত বিজ্ঞপ্তির একটি অনুবাদ অনলাইনে আপ করেছে, আপাতঃ দৃষ্টিতে নোটিশটি আর পাঁচটা নোটিশের মত মনে হলেও, একটু পরেই আপনি চমকে উঠবেন।
প্রতিযোগিতার প্রথম পুরস্কার একজন কুমারী দাসী। রানার আপের জন্য ১০০,০০০ (এক লক্ষ) সিরিয়ান লিরা (প্রায় ৪৬২ আমেরিকান ডলার)। এভাবে উপর থেকে নিচ পর্যন্ত মোট ১০টি পুরস্কার দেয়া হবে।
নোটিশে চারটি মসজিদের উল্লেখ আছে, তার যে কোনটিতে নাম নিবন্ধন করা যাবে। পুরস্কার বিতরণ করা হবে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন।
আরবদের কোন কোন গোত্রে যৌন দাসী উপঢৌকন দেয়ার প্রথা আছে, এরূপ যৌণ দাসীকে বলা হয়- “সিবিয়া”।
ধারণা করা হচ্ছে ইরাক থেকে অপহৃত ৩০০ ইয়াজিদী কিশোরী ও তরুণীদের ভিতর থেকেই কোন মেয়েকে দাসী হিসেবে পুরস্কার দেয়া হবে। এদের মধ্যে অনেককে ইতোমধ্যে জনপ্রতি ১০০০ সিরিয়ান লিরা মূল্যে বিক্রি করে দেয়া হয়েছে।
খবরের সূত্র :
http://www.malaysia-chronicle.com/index.php?option=com_k2&view=item&id=540462:islamic-shocker-sex-slaves-offered-as-top-prizes-for-is-quran-contest&Itemid=4#axzz3eHcur3gt
http://www.deccanchronicle.com/150624/world-neighbours/article/isis-offers-female-slave-rewards-quran-recitation-competition
http://www.ibtimes.co.in/isis-ramadan-competition-memorise-quran-get-yazidi-sex-slaves-prize-636749
http://www.answeringmuslims.com/2015/06/islamic-state-offering-sex-slaves-as.html
বিষয়: বিবিধ
৩২১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বভাব, কুকুরের মত।
মন্তব্য করতে লগইন করুন