"ভেবে দেখি" - কথাটা অনেক সময় অনেক উদ্যোগকে অগ্রসর হতে দেয় না ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৫ অক্টোবর, ২০১৪, ১২:০৬:১১ রাত





ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে লাক্স সাবান, শ্যাম্পু ও প্রশাধনী সাবানের বিজ্ঞাপনগুলো সুন্দর ও ব্যতিক্রমধর্মী । আমি দুইটা লেখায় বিভিন্ন দেশের সাবানের বিজ্ঞাপন নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম :

১. বাংলাদেশে বিজ্ঞাপনে উপেক্ষিত ইসলামী মূল্যবোধ ( ১ম পর্ব )

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/16181

২. আমরা একটি ব্যতিক্রমধর্মী টিভি বিজ্ঞাপন বানিয়েছিলাম

http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/15367

আমি সাবানের বিজ্ঞাপন করার জন্য কয়েকটা মেয়েকে মডেল হতে অনুরোদ করেছিলাম ।

আমি বলেছিলাম,”ইরানের লাক্স সাবানের বিজ্ঞাপনের মতো বিজ্ঞাপন বানাবো । এধরনের কাজ হাতে আছে । মডেল হওয়ার মতো কাউকে পাচ্ছি না । তোমরা রাজি হবে তো ।”

তারা আমার বিজ্ঞাপন করার ধরন শুনে বলে : ” ভাইয়া ! আমার ক্যারিয়ারের ক্ষতি হবে । আমাকে মৌলবাদি বলে গাল দিবে । আমি মিডিয়াতে কাজ করার সুযোগ হারাব । আর হাসির পাত্র হবো ।”





পরিশেষে আমি বলেছিলাম : “আমি বেশ কয়েকটা ব্যতিক্রমর্ধী ইকমার্স সাইট বানাবো । তাতে মডেল দরকার । আমি একটা ব্যতিক্রমর্ধী ফ্যাশন ম্যাগাজিন বানাবো । একটা ব্যতিক্রমর্ধী ফ্যাশন হাউজ বানাবো । তোমরা আমার সাথে থাকবে কি ?”

উত্তরে তারা বল্লো : ” ভেবে দেখি । “

কিন্তু তাদের ভেবে দেখা এখনও শেষ হলো না ।

যদি কেহ আমার এসব কাজের সাথে একাত্ম হতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ।

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277936
২৫ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো Love Struck Love Struck Love Struck
277965
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৯
মামুন লিখেছেন : লেখাটি খুব লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
277974
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪০
বুড়া মিয়া লিখেছেন : উলঙ্গপনায় যাহারা বিনিয়োগ করিয়াছেন, এই শিল্পে তাহাদের চাইতে বেশী বিনিয়োগ নিয়ে এগিয়ে আসুন; পাইবেন সব উলঙ্গকেও যেভাবে চান সেভাবেই।
278026
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৭
আফরা লিখেছেন : মডেলিং কোনটাই ভাল নয় হোক সেটা হিজাব পড়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File