সবাই “লা ইলাহা ইল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ “ বলুন ( ১ম পর্ব )
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:২৩:৩৫ রাত
ঘুম আসছে না । ভাবলাম, কিছু লিখি ।
যখন আমার ঘুম আসে না, তখন আমি যে সব গানে “লা ইলাহা ইল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ “ - আছে তার মধ্য হতে একটা গান এক বার শুনলেই আমার ঘুম এসে যায় এবং ঘুমটাও ভাল হয় ।
আমি বিভিন্ন ভাষায় “লা ইলাহা ইল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ “ - এর উপর গান সংগ্রহ করেছি আর এগুলো আমি এমপিসিক্স প্লেয়ার দিয়ে শুনে থাকি । তার মধ্যে আমার কাছে এই গান দুইটা প্রিয় :
১. http://www.youtube.com/watch?v=N1vx0DDzDKM ( উর্দু ভাষায় )
২. http://www.youtube.com/watch?v=Adq5YIz4rpE ( বসনিয়ান ভাষায় )
সবাই “লা ইলাহা ইল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ “ বলুন ।
কোন লোক অন্য ধর্ম হতে ইসলাম গ্রহণ করার সময় তাকে প্রকাশ্যে বলতে হয় : আল্লাহ ছাড়া কোন ইলাহ (সৃষ্টিকর্তা, বিধানদাতা, ইবাদতের যোগ্য, রিজিকদাতা ইত্যাদি ) নেই , মুহাম্মদ তার বার্তাবাহক ।
এই কথাটাই আরবী ব্যকরণ অনুযায়ী হয় :
১. লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ ।
২. লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুন রাসুলুল্লাহ্ ।
৩. লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদ রাসুলুল্লাহ্ ।
আরবী ভাষায় কথা বলা লোকরা এই তিনভাবে এই কথাটা বলে থাকে ।
কিন্তু বাংলাদেশের বেশীর ভাগ মুসলিম এবং বাংলা ভাষা-ভাষীরা বলে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" ।
আমি বেশ কিছু ভিডিও-এর লিংক দিলাম যেগুলোতে কম করে হলেও সাতটা ভাষায় কথা বলা এবং ১০ টা দেশের মুসলিমরা গানের মধ্যে বলছে : লা ইলাহা ইল্লাল্লাহ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ । আর এখানে কোন মুসলিমই "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" - বলছেন না ।
উপরন্তু আরব দেশের লোকদের আরবীতে পড়তে বল্লেও তারা "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" বলবে না ।
তারা বলবে :
১. লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ ।
অথবা ২. লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুন রাসুলুল্লাহ্ ।
অথবা ৩. লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদ রাসুলুল্লাহ্ ।
আপনারা ফেসবুকেও ২২ টা আরব দেশের লোক পাবেন । আমি মরক্কো হতে শুরু করে ইরাক পর্যন্ত আরব দেশের লোকদের সাথে ফেসবুকে অনেক আগে কথা বলেছিলাম । তারা বল্লেন :
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" বলা আরবী ব্যকরণ অনুযায়ী অশুদ্ধ । বলুন : “লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ ” । জেনে শুনে অশুদ্ধভাবে আরবী পড়লে বা কুরআনের আয়াত পড়লে গুনাহ হবে । কারণ :
১. লা ইলাহা ইল্লাল্লাহ্ – কুরআনের সুরা মুহাম্মদ – এর ১৯ নং আয়াতের অংশ ।
২. মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ - কুরআনের সুরা ফাতাহ – এর ২৯ নং আয়াতের অংশ ।
আপনারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে শুনুন । ভাল লাগবে :
1.La Ilaha Illallah Muhammad Rasool Allah salalaho alyhi wasalam) Arabic Nasheed ( আরবী ভাষায় )
http://www.youtube.com/watch?v=v_cEQ9BLfP4
2. la ilaha illallah muhammadur rasulullah HAMD BY TAYYABA & UMAIR aplus atv ( উর্দু ভাষায় )
http://www.youtube.com/watch?v=N1vx0DDzDKM
3.english nasheed - la ilaha illallah muhammad rasulullah ( ইংরেজী )
http://www.youtube.com/watch?v=_p7uFVrcS9Y
4. Labbayk-La ilaha illallah Muhammadur Rasulullah ( ইংরেজী ভাষায় )
http://www.youtube.com/watch?v=WMv_q8oF6tU
5.La İLahe İLLaLLah Muhammed Resulullah tövbe estağfurullah... ( তুরস্কের তুর্কি ভাষায় )
http://www.youtube.com/watch?v=vczq7m8zG_k
6. Lailaha Illallah - Hafiz Hamidun ( Zikir Terapi Diri ) Official @HAFIZHAMIDUN @ArteffectsInt (ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ান ভাষায় )
http://www.youtube.com/watch?v=4PiTfPMv6qQ
7.La Ilaha Illallah Muhammadur Rasulullah New Tamil Song- 2013 ( ভারতের তামিল ভাষায়)
http://www.youtube.com/watch?v=fW0wzu8ZPKs
8.Laa Ilaha Illallah _ Wafiq Azizah ( মালয়েশিয়ার মালয় ভাষায় )
http://www.youtube.com/watch?v=rBvqRBdMQfA
9. Hor Mošus - Srcem zbori - Official HD 2014 ( বসনিয়ার বসনিয়ান ভাষায় )
http://www.youtube.com/watch?v=Adq5YIz4rpE
10. la ilaha illallah malayalam song ( ভারতের মালায়ালাম ভাষায় )
http://www.youtube.com/watch?v=eTDtlSqNEA8
জেনে রাখুন : "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" বলা আরবী ব্যকরণ অনুযায়ী অশুদ্ধ । বলুন : “লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ ” । জেনে শুনে অশুদ্ধভাবে আরবী পড়লে বা কুরআনের আয়াত পড়লে গুনাহ হবে । কারণ :
১. লা ইলাহা ইল্লাল্লাহ্ – কুরআনের সুরা মুহাম্মদ – এর ১৯ নং আয়াতের অংশ ।
২. মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ - কুরআনের সুরা ফাতাহ – এর ২৯ নং আয়াতের অংশ ।
আশা করি, মনযোগ দিয়ে গানগুলো শুনবেন এবং প্রয়োজনে আরব দেশের লোকদের সাথে কথা বলতে পারেন বা আপনারা নিজেরা আরবী ব্যকরণে দক্ষতা অর্জন করতে পারেন ।
আরো তথ্য :
আমার প্রিয় বসনিয়ান ভাষার গানটার লিরিক ও বাংলা অনুবাদ নিচে দিলাম :
গানটির লিরিক ও অনুবাদ :
Ente-l-hadi, ente-l-hakk, lejse-l-hadi illa Hu
Kad u halku sjedaju,
Svom se Rabbu predaju.
Srca svoja smiruju,
Dok dva harfa gledaju.
তুমি সত্যপথ প্রদর্শনকারী, তুমি সত্য,
সত্যপথ প্রদর্শনকারী ছাড়া আর কেহ নেই ।
প্রতিপালক ! তুমি যদি দাও সত্যপথ,
তাহলে তোমার কাছে লোকেরা করে আত্মসমর্পন,
সত্য-মিথ্যা এই দুইয়ের দন্দ্বে
তাদের হৃদয় হয় শান্ত ।
Ya Hannanu, Ya Mennanu, Ya Deyyanu
Hej, iskreni derviši,
Što po Suncu i kiši.
Dragog Rabba zovete.
Ime Mu veličate.
La ilahe illallah Muhammedu-r-resulullah 2x
Allah Allah Ya Allah
হে উদার । হে পরপোকারী । হে রাজাধিরাজ ।
ইস্ক্রানী দরবেশ বলেছেন,
সূর্যের আলো, বৃষ্টি ধারা পর্যন্ত
তোমার মূল্যবান নাম নেয় ।
তারা বলে :
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ ।
Harfovi se svijaju,
Tajnu im otkrivaju.
Duša veli derviše,
Zar ti treba šta više?
Sav je svijet u meni.
Pogledaj se, okreni!
Kad zatrebaš utjehu,
Zbori srcem Allah, Hu!
দুশা ভেলী দরবেশ বলেছেন ,
কষ্টের জায়গায় দু:খের সময়
সুখ আর আরমের জন্য
তোমার কথা যদি মনে পড়ে
তাহলে দুনিয়ার চারপাশে তাকিয়ে
লোকেরা সান্তনা খুজে পায় ।
KerimAllah, RahimAllah
KebirAllah, BesirAllah,
Ya Subhan, Ya Burhan
Ya Sultan, Ya Rahman
La ilahe illallah, Muhammedu-r-resulullah 2x
VadžidAllah, MadžidAllah
VahidAllah, HafidAllah
ZahirAllah, KadirAllah
HadiAllah, BakiAllah
তারা শুধু বলে :
আল্লাহ অনুগ্রহকারী । আল্লাহ দয়াময় ।
আল্লাহ গৌরবান্বিত । আল্লাহ পথপ্রদর্শনকারী ।
হে পবিত্রতম । হে আলোকময় ।
হে দুই জগতের মালিক । হে দয়াময় ।
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আল্লাহ অসীম ক্ষমতাবান । আল্লাহ মহিমান্বিত ।
আল্লাহ অদ্বিতীয় । আল্লাহ রক্ষাকর্তা ।
আল্লাহ প্রকাশ্য । আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী ।
আল্লাহ সৎপথ প্রদর্শক । আল্লাহ অনন্ত ।
বিষয়: বিবিধ
৫০৫৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি যখনই আরবী ভাষা বুঝতে শুরু করলাম । তখনই বুঝতে পারলাম আরবী ভাষায় এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে খুবই ছোট ব্যাপার মনে হলেও কিন্তু সেগুলো মারাত্মক ব্যাপার । সামান্য একটা আলীফের জন্য অর্থ বদলে যায় । যেমন : নুরানিউন রাওয়াহু । এই শব্দে একটা আলিফ বাদ দিলে হয় :" তিনি নুর । তাকে আমি দেখেছি । " আর আলিফ একটা বাড়তি দিলে হয় :" তিনি নুর । তাকে কি আমি দেখতে পারি ?
বাংলাদেশের হুজুররা নামাজ শেষে সম্মিলিতভাবে মুনাজাত পরিচালনা করার শেষের দিকে এক সাথে বলেন : "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এবং তারপর মুনাজাত শেষ করেন ।
মুনাজাত করার বিষয়টা দোষনীয় নয় । সোয়াবের কাজ । কিন্তু সোয়াবের কাজ করার মধ্য একটা অশুদ্ধ কাজ করে আমরা মসজিদ হতে বিদায় হই । এই বিষয়টা আমাকে ভীষণ দু:খ দিতো ।
তারও আগে আমি একবার স্বপ্নে দেখেছি আর আমি বার বার বলছি : " লা ইলাহা ইল্লাল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ " । তখন আরবী এত ভাল বুঝতাম না । এই স্বপ্ন দেখার বিষয়টা এর পরের পর্বে বলবো ।
আশা করি সাথেই থাকবেন ।
গতানুগতিকতার বাইরে খু-উ-ব সুন্দর একটা পোস্ট
সংশোধন প্রয়োজন
সবাই “লা ইলাহা ইল্লাহ্ , মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ “ বলুন ।
[কষ্ট লাগে যখন দেখি কুড়ালে পেঁয়াজ কাটা হয়!}
কুরআন কীভাবে তিলাওয়াত করতে হবে - তার উপরই আলাদা নিয়ম আছে । বলা হয়, সাত ধরনের ক্বিরায়াত পদ্ধতি বহুল প্রচলিত ।
শিয়া-রাও পর্যন্ত এমন ভুল করে না ।
বাংলাদেশে এভাবে পড়ার নিয়ম কখন হতে চালু হলো তা আমাদের অনুসন্ধান করা উচিত । এব্যাপারে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে ।
[ইল্লাহ > ইল্লাল্লাহ]
ইসলামী বই পড়ে সারা রাত কাটিয়ে দিতে পারি । কিন্তু রাতে তো ঘুম প্রয়োজন । কারণ রাত তো ঘুমের জন্য । তাই না ?
ভালো ঘুম-পাড়ানি বউ হলে রাতে আল্লাহর রহমতে ঘুমানো যাবে আশা করা যায়!
ভালো সচেতন মূলক পোস্ট, প্রীত হলাম।
মন্তব্য করতে লগইন করুন