আমার শততম পোস্টে সবাইকে শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ৩০ মে, ২০১৪, ০৬:৪৬:২৪ সন্ধ্যা
আমি ৮ বছর ধরে বিভিন্ন ব্লগ সাইট ভিজিট করি এবং সাড়ে চার বছর ধরে বিভিন্ন ব্লগ সাইটে লিখে থাকি ।
আজ একটা পোস্ট লিখতে যেয়ে আমার লেখার পরিসংখ্যান দেখলাম । তাতে লেখা আছে :
পোস্ট লিখেছেনঃ ৯৯ টি
মন্তব্য করেছেনঃ ৩৩৬ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৮৯৫ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৭১৬৯৭ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৪ মাস ২৭ দিন ।
এই পরিসংখ্যান দেখে আমি মোটেও সন্তুষ্ট নই । কারণ সোনার বাংলাদেশ ব্লগ সাইটটা থাকার সময় আমার লেখা যেভাবে পঠিত হতো এবং আমি অন্যদের লেখায় যেভাবে মন্তব্য করতাম - সে দিকটি বিবেচনা করে, আমি মনে করি আমার কার্যক্রম আশানুরূপ নয় ।
অপর দিকে আমার অনেক লেখার সাথে অনেক ব্লগারের দ্বিমত রয়েছে । এজন্য হয়ত আমার লেখা তারা আর আগের মতো পড়েন না । তাদের অনেকেই আমাকে অশোভন ভাষায় অনেক কথা বলেছেন । এতে আমি মোটেও মনক্ষুন্ন হইনি । আমি সবাইকেই ভালবাসি । আমি সবাইকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি । কারো ব্যাপারে আমার কোন অভিযোগ নেই ।
তবে আমি আমার কথাগুলো বলার জন্যই লিখে থাকি । আমার দৃষ্টিভঙ্গি আমি কখনোই বিসর্জন দিবো না । যা কিছু অন্যায় - অসত্য - অবৈজ্ঞানিক - কুসংস্কারাচ্ছন্ন - পঁচা - আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী - তাদের বিরোদ্ধে আমার সোচ্ছার অবস্হান অব্যহত থাকবে ।
এখন আমি একটা গান শুনছি । প্রচন্ড শ্রুতিমধুর গান । গানটি বসনিয়ার বসনিয়ান (সার্বো-ক্রোশিয়ান) ভাষায় এবং আরবীতে রচিত । গানটির মধ্যে প্রচন্ড আধ্যাত্মিকতা রয়েছে ।
আমি এই গানটির বাংলা অনুবাদ করেছি । আমি আপনাদের কাছে এই গানটি শোনার জন্য এবং আমার করা অনুবাদটি পড়ার জন্য অনুরোদ করছি ।
আশা করি সবাই আমার অনুরোদটুকু রাখবেন । এবং মন্তব্য করতে ভুলবেন না ।
গানটি শুনুন এই লিংক হতে :
https://www.youtube.com/watch?v=Adq5YIz4rpE&hd=1
গানটির লিরিক ও অনুবাদ :
Ente-l-hadi, ente-l-hakk, lejse-l-hadi illa Hu
Kad u halku sjedaju,
Svom se Rabbu predaju.
Srca svoja smiruju,
Dok dva harfa gledaju.
তুমি সত্যপথ প্রদর্শনকারী, তুমি সত্য,
সত্যপথ প্রদর্শনকারী ছাড়া আর কেহ নেই ।
প্রতিপালক ! তুমি যদি দাও সত্যপথ,
তাহলে তোমার কাছে লোকেরা করে আত্মসমর্পন,
সত্য-মিথ্যা এই দুইয়ের দন্দ্বে
তাদের হৃদয় হয় শান্ত ।
Ya Hannanu, Ya Mennanu, Ya Deyyanu
Hej, iskreni derviši,
Što po Suncu i kiši.
Dragog Rabba zovete.
Ime Mu veličate.
La ilahe illallah Muhammedu-r-resulullah 2x
Allah Allah Ya Allah
হে উদার । হে পরপোকারী । হে রাজাধিরাজ ।
ইস্ক্রানী দরবেশ বলেছেন,
সূর্যের আলো, বৃষ্টি ধারা পর্যন্ত
তোমার মূল্যবান নাম নেয় ।
তারা বলে :
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ ।
Harfovi se svijaju,
Tajnu im otkrivaju.
Duša veli derviše,
Zar ti treba šta više?
Sav je svijet u meni.
Pogledaj se, okreni!
Kad zatrebaš utjehu,
Zbori srcem Allah, Hu!
দুশা ভেলী দরবেশ বলেছেন ,
কষ্টের জায়গায় দু:খের সময়
সুখ আর আরমের জন্য
তোমার কথা যদি মনে পড়ে
তাহলে দুনিয়ার চারপাশে তাকিয়ে
লোকেরা সান্তনা খুজে পায় ।
KerimAllah, RahimAllah
KebirAllah, BesirAllah,
Ya Subhan, Ya Burhan
Ya Sultan, Ya Rahman
La ilahe illallah, Muhammedu-r-resulullah 2x
VadžidAllah, MadžidAllah
VahidAllah, HafidAllah
ZahirAllah, KadirAllah
HadiAllah, BakiAllah
তারা শুধু বলে :
আল্লাহ অনুগ্রহকারী । আল্লাহ দয়াময় ।
আল্লাহ গৌরবান্বিত । আল্লাহ পথপ্রদর্শনকারী ।
হে পবিত্রতম । হে আলোকময় ।
হে দুই জগতের মালিক । হে দয়াময় ।
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
লা ইলাহা ইল্লাহ, মুহাম্মাদুর রাসুলুল্লাহ
আল্লাহ অসীম ক্ষমতাবান । আল্লাহ মহিমান্বিত ।
আল্লাহ অদ্বিতীয় । আল্লাহ রক্ষাকর্তা ।
আল্লাহ প্রকাশ্য । আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী ।
আল্লাহ সৎপথ প্রদর্শক । আল্লাহ অনন্ত ।
Hor Mošus Srcem zbori Official HD 2014 NEW
Facebook Page: http://www.facebook.com/mosus.hor
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পরিসংখ্যান দেখে মনে হয়ে আপনি মন্তব্য করেন কম ।
এই এক বছরে অনেকে প্রায় সহস্রাধিক মন্তব্য পরিয়ে গেলেও আপনার মাত্র ৩৩৬ টি ।
আপনি নিজেও ব্যাপারটাতে খুব একটা সন্তুষ্ট হন নি ।
ব্যস্ততা সবারই থাকতে পারে । ব্লগে এই কয়টা মাস আমরা যতই কথা কাটাকাটি করি না কেন একটা ফ্যামিলির মতই হয়ে গেছি।
াআমার কথা যদি বলি , পোস্ট দেই খুবই কম । আবার কমেন্ট করি বেশী , তাও আবার লম্বা লম্বা যা পোস্টের চেয়েও বেশীর ভাগ সময়ই বড় হয়ে যায় । প্রায় সব মন্তব্যই ক্যাচাল মার্কা । কেউ কেউ পছন্দও করেন আবার বেশীর ভাগই পছন্দ করেন না ।
তবুও আমি পোস্টে ঢুকে কমেন্ট করার মত হলে করি ।
াআমার থিওরী হল , কমেন্ট করলে পোস্ট দাতা উতসাহিত হয় ।
চেষ্টা করি কমেন্ট করতে সব পোস্টে তবে নাস্তিকদের এড়িয়ে চলি ।
পোস্ট দিবেন , কমেন্ট আসবে ; আবার অন্যের পোস্টে কমেন্টও করবেন । তাহলে ব্লগের পরিবেশ প্রানবন্ত হয়ে উঠবে ।
তবে আমি নাস্তিক্যবাদী চিন্তা ধারার লেখকদের লেখাকে এড়িয়ে চলি না। আমি বুঝার চেষ্টা করি আসলে তাদের চিন্তার দূর্বলতা কোথায়? তবে হ্যাঁ যারা নাস্তিক্যবাদের আড়ালে মুলত ইসলাম বিদ্বেষীতায় আত্মনিয়োগ করে নিজের সমস্ত মেধা ও যোগ্যতাকে বন্ধক দিয়েছেন তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি।
আমিও চেষ্টা করি পোস্ট দেয়ার চেয়েও অন্যের পোস্ট পড়ে কিছু শিখার থাকলে খুব আনন্দের সাথে তা পাঠ করে নিজের অনুভূতিগুলো কমেন্টের মাধ্যমে প্রকাশ করি।
হ্যা । আমি অন্য ব্লগারদের পোস্টে কমেন্ট করার ক্ষেত্রে যত্মবান হবো ।
আশা করি আপনিও আমার পোস্টগুলো পড়বেন এবং মন্তব্য করবেন ।
আপনাকে ধন্যবাদ ।
আপনারা আমার জন্য দুয়া করবেন ।
আশা করি আপনিও আমার পোস্টগুলো পড়বেন এবং মন্তব্য করবেন ।
আপনাকে ধন্যবাদ ।
যা কিছু অন্যায় - অসত্য - অবৈজ্ঞানিক - কুসংস্কারাচ্ছন্ন - পঁচা - আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী - তাদের বিরোদ্ধে আমার সোচ্ছার অবস্হান
অন্যায়-অসত্য, অসভ্য, অবৈজ্ঞানিক,মূল্যবোধ ও নৈতিকতাবিরোধী ইত্যাদি বিষয়গুলো আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে এসব বিষয়ের অনেকগুলো ইলিমেন্ট হয়তো খারাপ লাগতে পারে। কিন্তু আবার অন্যের দৃষ্টিতে এসব বিষয়ের অনেকগুলো ইলিমেন্ট ভালও লাগতে পারে, প্রগতির সহায়ক ও সহযোগী হিসেবেও মনে হতে পারে। অথচ এসব পরস্পর বিপরীত অবস্থানের মধ্যে সঠিক পন্থা নির্বাচন করাই হচ্ছে আসল কাজ। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এ আসল কাজটাই করতে ব্যর্থতার পরিচয় দিয়ে থাকে।
এসব বিষয়ের ক্ষেত্রে কখনোই মধ্যমপন্হা অবলম্বনের সুযোগ নেই । আর এগুলোকে বিন্দুমাত্র নৈতিক ভাবারও সুযোগ নেই ।
যেমন : ধরুন, কেহ জিহাদের নাম করে ধর্মের নামে মেয়েদের পতিতাবৃত্তি করানো শুরু করলো এবং বলা শুরু করলো এসব হাদিসে আছে । তবে এর নাম মুতা বিয়ে । কিন্তু এটাকে যৌন জিহাদ বলা যাবে না ।
আমরা বিবেকবান মানুষ হিসেবে এসব বিষয়ে আমরা কখনোই মনে নিতে পারি না । কারণ বিবেক হলো মানুষের সবচেয়ে বড় আদালত ।
দিন দিন মানুষ সভ্য হচ্ছে । আলোকিত হচ্ছে । শাস্ত্রের দোহাই দিয়ে আমরা কোন অন্যায়-অসভ্যতা-বেহায়পনাকে মেনে নিতে পারি না ।
ঠিক তেমনি সন্ত্রাসী কাজকেও আমরা কখনোই সাহসের কাজ হিসেবে মেনে নিতে পারি না ।
ঠিক তেমনি আমরা বিয়ের আগে অনৈতিকতা এবং প্রেমকে কোনভাবেই মেনে নিতে পারি না ।
ঠিক তেমনি আদর্শ প্রচার ও প্রসারের স্বার্থে প্রতিপক্ষকে গালি গালাজ করাকে আমরা মেনে নিতি পারি না ।
যদি আমরা এসবকে সঠিক পন্হা বা আপেক্ষিক বিষয় হিসেবে মেনে নেই তাহলে আমাদের সমাজে নীতি-নৈতিকতাবোধ লোপ পাওয়ার সাথে সাথে লোকদের মধ্য হতে শ্রদ্ধা-সম্মান-স্নেহবোধ লোপ পাবে । এর ফলে সমাজ ভেঙ্গে পড়বে ।
আপনাকে ধন্যবাদ ।
পরিস্কার করবেন।
প্রিয়তে নিলাম, পরে শুনে নেবো।
যারা জানেন না তাদের জানার জন্য বলছি : আমি চালিয়ে নেওয়ার মতো করে আরবী, উর্দু, ফ্যান্স, মালয়েশিয়ান, রাশিয়ান ভাষা জানি ।
রাশিয়ান ভাষা শেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে কিছু দিন পড়েছিলাম । উপরন্তু এই ভাষার প্রতি আমার আলাদা একটা দুর্বলতা ছিল ।
রাশিয়ান ভাষা আর সার্বো-ক্রোশিয়ান ভাষার সাথে অনেক মিল রয়েছে । যারা রাশিয়ান জানে তারা ইউক্রেনিয়ান, বেলারুশিয়ান এবং সার্বো-ক্রোশিয়ান ভাষাও কম বেশি বুঝতে পারে । যুগেশ্লাভিয়া ভেঙ্গে সার্বিয়া, বসনিয়া ও ক্রোয়েশিয়া নামে তিনটা দেশ হলে ভাষাটাও বিভিন্ন নামে ভাগ হয়ে যায় । ব্যাপারটা অনেকটা হিন্দী ও উর্দুর মতো । বসিনিয়া মুসলিম প্রধান হওয়ায় এই বসনিয়ার বেশীর ভাগ লোকদের কথা বার্তায় আরবী-তুর্কি-ফারসী ভাষার প্রভাব বেশী । এই গানের ক্ষেত্রেও তাই ঘটেছে । এই কারণে এই ভাষাটা বসনিয়ান নাম ধারণ করেছে ।
ক্রোয়েশিয়া রোমান ক্যাথলিক খৃষ্টান হওয়ায় তাদের ভাষায় এই ধর্মের প্রভাব বেশী এবং এই ভাষা রোমান অক্ষরে লেখা হয় ।
সার্বিয়া ইস্টার্ন অর্থোডক্স খৃস্টান হওয়ায় এর সার্বিয়ার উপর রাশিয়ার প্রভাব বেশী । এই ভাষায় সার্বিয়ায় সার্বিয়ান ভাষা নামে পরিচিত । লেখা হয় রাশিয়ার মতো সেরেলিক বর্ণমালায় ।
হ্যা । দুই ভাষায় কেন অনেক ভাষাতেই একটা গান হতে পারে । যেমন : এবারের বিশ্বকাপ ফুটবলের থিম সংগটাও তো বেশ কয়েকটা ভাষায় করা ।
আমাদের আজের আলোচিত গানটা কীভাবে দুই ভাষায় হলো তার কিছু উদাহরণ তুলে ধরছি ।
যেমন :
গানটির লিরিক ও অনুবাদ :
////Ente-l-hadi, ente-l-hakk, lejse-l-hadi illa Hu /////
Kad u halku sjedaju,
Svom se Rabbu predaju.
Srca svoja smiruju,
Dok dva harfa gledaju.
প্রথম দিকের //// ....... /// ভিতরের শব্দগুলো আরবী ।
যার ভাবানুবাদ হলো :
"তুমি সত্যপথ প্রদর্শনকারী, তুমি সত্য,
সত্যপথ প্রদর্শনকারী ছাড়া আর কেহ নেই ।"
আর বাকী লাইনগুলো বসনিয়ান ভাষায় ।
তারপর দেখুন :
///Ya Hannanu, Ya Mennanu, Ya Deyyanu//////
Hej, iskreni derviši,
Što po Suncu i kiši.
Dragog Rabba zovete.
Ime Mu veličate.
//////La ilahe illallah Muhammedu-r-resulullah 2x
Allah Allah Ya Allah/////
/////......///// ভিতরের শব্দগুলো আরবী । যে বা যারা নিয়মিত কুরআন পড়ে তারা এগুলোর অর্থ অবশ্যই জেনে থাকবেন ।
তারপর শেষের দিকের সব কয়টা লাইন দেখুন :
KerimAllah, RahimAllah
KebirAllah, BesirAllah,
Ya Subhan, Ya Burhan
Ya Sultan, Ya Rahman
La ilahe illallah, Muhammedu-r-resulullah 2x
VadžidAllah, MadžidAllah
VahidAllah, HafidAllah
ZahirAllah, KadirAllah
HadiAllah, BakiAllah
এগুলো সব আরবী শব্দ । এখানে প্রায় এক ডজন আল্লাহর গুণবাচক নাম আছে ।
এতেই বোঝা গেলো গানটা আরবী ও বসনিয়ান ভাষায় রচিত ।
তাছাড়া আমি বিদেশী গান নিয়মিত শোনার চেষ্টা করি এবং গায়ক ও সুরকারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি ।
আর অনুবাদের ক্ষেত্রে প্রয়োজনে তাদের সহযোগিতা নেই ।
আমার এক বন্ধু গজল শিল্পী । টিভিতে গান গায় এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গায় । সে আমাকে প্রায়ই গান লিখার জন্য অনুরোদ করে । বিশেষ করে আধুনিক গান, গজল ও আধ্যত্মিক গান । কিন্তু আমি আধুনিক গান কোনভাবেই লিখতে পারি না । তবে বিদেশী ভাষার অনেক গান অনুবাদ করার চেষ্টা করি ।
তবে আমার বন্ধটি আমাকে এখন গান শেখার জন্য অনুরোদ করে যাচ্ছে । তার কথা হলো গান লিখতে হলে গান গাওয়া ও গানের সুর দেওয়া জানতে হবে । কিন্তু আমার হাতে সময় নেই । তবে আগে পরে আমি গান শিখবো ইনশাআল্লাহ । তবে এই ক্ষেত্রে বাধা হলো আমার রক্ষণশীল বাবা-মা এবং ইসলামী রাজনৈতিক দলের সাবেক পরিচিতিটা । তবে তারপরও আমি দমে যাবো না ।
কোন ভাষা অনুবাদের ক্ষেত্রে আগে যা জানা দরকার তা হলো :
১. গ্রামার ।
২. শব্দ ভান্ডার ।
৩. সেই দেশের সংস্কৃতি ।
৪. ভাষার সাথে যুক্ত কম্পিউটার প্রোগ্রাম । যেমন : ব্যবিলন, গুগল টান্সলেটর । প্রথম তিনটি বিষয় সম্পর্কে ভাল ধারণা থাকলে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে অনুবাদ দ্রুত করা যায় ।
৫. ফেসবুক ও বিভিন্ন নেটওয়ার্ক সাইটের সংশ্লিষ্ট ভাষা-ভাষীদের সাথে সম্পর্ক স্হাপন ও নিয়মিত চ্যাট করা । এই ক্ষেত্রে স্কাইপ ও ফেসবুক সহায়ক হতে পারে ।
বাংলাদেশে আধুনিক বিদেশী ভাষা শেখার ভাল স্হান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট । বর্তমানে এখানে ভর্তি কার্যক্রম চলছে ।
এগিয়ে যান অভিনন্দন রইলো
উপরন্তু আমরা কেহই ভুলের উর্ধ্বে নই । আমার অনেক কাজ ও দৃষ্টিভঙ্গিগত ভুল রয়েছে । আমাকে অবশ্যই এসব কাটিয়ে উঠতে হবে ।
আর এই ক্ষেত্রে আপনারাও আমার এসব দিক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার পাশাপাশি আমার লেখা ও দৃষ্টিভঙ্গির গঠণমূলক সমালোচনা করবেন । এর ফলে আমার লেখার মান উন্নায়ন হবে এবং আমার চিন্তার জগৎ ও লেখার ক্ষেত্র প্রসারিত হবে ।
আপনাকে আমার হৃদয়ের অন্তস্হল হতে শুভেচ্ছা ও সালাম ।
আশা করি আমার অন্য লেখাগুলোও পড়বেন ।
আপনাকে আমার হৃদয়ের অন্তস্হল হতে শুভেচ্ছা ও সালাম ।
গুরু ! এবার বলেন তো,
কোন কোন দেশের মুসলিমরা জামায়াত টাইপের মুসলিম ?
কোন দেশের মুসলিমরা চরমোনাই টাইপের মুসলিম ?
.........
আপনি তো এসব জানেন বলে মনে হলো । তাই আপনাকে প্রশ্ন করলাম ।
আমার পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ব্লগে নিয়মিত আসতে পাারিনা। আসলেও ডু মেরে সস্তা মন্তব্য দিয়ে চলে যেতে ভাল লাগেনা। এসব করতে গিয়ে পাঠক, লেখকের মাঝে ভূল বুঝাবুঝি হয়। যাই হোক, লিখা লিখাই। সেটা পক্ষের আর বিপক্ষের হোক। সব লিখার মাঝেই শিক্ষা থাকে। সে উদ্দেশ্য নিয়েই আমি সবার টা পড়তে চেস্টা করি। না পারাটা আমার সময়ের সীমাবদ্ধতা।
আজকের এ শততম পোষ্টে আপনাকে আবার ও স্বাগতম। আমাদের কলম হোক বন্ধূত্বের বন্ধন, সত্য সঠিক পথের জ্ঞান হোক চলার পথের পাথেয়। আপনার প্রতিবাদী কলম হোক মুক্তির কন্ঠস্বর, সে আশীবাদ এবং দোয়া দিয়ে আপনার সাথে মিছিলে থাকার জানান দিয়ে গেলাম। ধন্যবাদ।
আমার জন্য দুয়া করবেন যাতে আমি আপনাদের ভাল লেখা উপহার দিতে পারি এবং সত্য ও সুন্দর পথে অবিচল থাকতে পারি ।
মন্তব্য করতে লগইন করুন