লোকমান বিন ইউসুপ - এর দৃষ্টি আকর্ষণ করছি ।

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ০৪ ডিসেম্বর, ২০১৩, ১১:২১:৩৫ রাত











হে গুরু । এ কি । আপনি আমাদের ছেড়ে অসিরূপী তোমার মসি ছেড়ে ফেসবুক রণক্ষেত্র হতে পৃষ্ঠ প্রদর্শন করছেন কেন ?

গুরু ভুলে যাবেন না এই অজেয় বাণী -



উদয়ের পথে শুনি কার বাণী ,

ভয় নাই , ওরে ভয় নাই

নিঃশেষে প্রাণ যে করিবে দান

ক্ষয় নাই তার ক্ষয় নাই । '

হে রুদ্র, তব সংগীত আমি

কেমনে গাহিব কহি দাও স্বামী--

মরণনৃত্যে ছন্দ মিলায়ে

হৃদয়ডমরু বাজাব,

ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে

তোমার অর্ঘ্য সাজাব।

এসেছে প্রভাত এসেছে।

তিমিরান্তক শিবশঙ্কর

কী অট্টহাস হেসেছে!

যে জাগিল তার চিত্ত আজিকে

ভীম আনন্দে ভেসেছে।

জীবন সঁপিয়া, জীবনেশ্বর,

পেতে হবে তব পরিচয়;

তোমার ডঙ্কা হবে যে বাজাতে

সকল শঙ্কা করি জয়।

ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে

প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে,

ভালোই হয়েছে প্রভাত এসেছে

মেঘের সিংহবাহনে--

মিলনযজ্ঞে অগ্নি জ্বালাবে

বজ্রশিখার দাহনে।

তিমির রাত্রি পোহায়ে

মহাসম্পদ তোমারে লভিব

সব সম্পদ খোয়ায়ে--

মৃত্যুর লব অমৃত করিয়া

তোমার চরণে ছোঁয়ায়ে।

"



হে গুরু ! আপনি এগিয়ে যান । আমরা আছি আপনার সাথে ।

আপনি সংগ্রামী স্যাটাস দেওয়া হতে বিরত থাকবে না ।

আজই আপনার কালজয়ী স্যাটাসটা পরিমার্জিতভাবে দিন ।

হে গুরু ! অশ্লীল ভাষায় গালাগালি ও শারীরিক আক্রমনের হুমকীকে ভয় পাবেন না । কারণ যত গর্জে তত বর্ষে না ।

যারা আপনাকে হুমকি দিচ্ছে তারা মাণষিকভাবে দুর্বল ।

হে গুরু ! আমি আপনার কাছে ঋণী । আপনারই উৎসাহ অণুপ্রেরণায় আমি আমার আসল পরিচয় প্রকাশ করে এই সংগ্রামী পোস্ট লিখেছিলাম :

মিশরের বিপ্লবে আসমা মাহফুজ ও বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্হার নিকাবী মহিলাদের ভূমিকা

http://alokitopoth.blogspot.com/2013/05/blog-post_5467.html

হে গুরু ! আমরা যদি একে একে ফেসবুক ও ব্লগ সাইট হতে প্রয়াত হতে থাকি, তাহলে কুসংস্কার-কুপমন্ডুকতা-গোড়ামী মতাদর্শ প্রবলতর হতে থাকবে ।

হে গুরু ! আপনি কি ভুলে গেছেন । আমরা তো মুসলিম বিশ্বে প্রগতিশীলতার বিস্তারের জন্য অজেয় ও নিবেদিত প্রাণ ।

আমরা দীক্ষা নিয়েছি এই বাণীর উপরই :

انما

النساء

شقاء ق

الرجل

নিশ্চয়ই নারীরা পুরুষের মতোই পরস্পর ভাতৃসুলভ মর্যাদার অধিকারী ।

নিশ্চয়ই নারী হলো পুরুষের সহোদরা ।

নিশ্চয়ই নারী পুরুষের সম অংশীদার ।

( সহী জামে আসসগীর : হাদিস নং ২৩২ ,

সহী জামে আসসগীর : ২৩২৯ )

হে গুরু ! আপনি কি ভুলে গেছেন । আমরা তো মুসলিম বিশ্বে অত্যাচারী-নির্যাতক রাজতান্ত্রিক শক্তির বিরোদ্ধে অজেয় ও নিবেদিত প্রাণ ।

http://www.bdtomorrow.com/blog/blogdetail/detail/1864/fakhrul/32530

হে গুরু ! আপনি সব মান - অভিমান ভুলে আজই সংগ্রামী স্যাটাস প্রসব করুন । আর আমরাও প্রতিবাদী কমেন্ট নিয়ে কুসংস্কার-কুপমন্ডুক-গোড়াদের গায়েল করবো ।





হে গুরু ! ফিরে আসুন ।

গর্জে উঠুন আবারো, পেছনে ফেলে সামনে বাড়ুন, বিসমিল্লাহ বলে আগে বাড়ুন ।

কারণ :

http://www.youtube.com/watch?v=mcvlTkOLMHY

http://www.youtube.com/watch?v=lq2NxMBJD8w

everything starts with it(Bismillah)

and grows (to age) with it

wolfs, birds, trees

mountains and stones mentions it

what an endless plentiness

what an inexhaustable power

hidden in "Bismillah"

we find halvet it

we also say that evermore

what a big greatness (other meaning "happiness") it(Bismillah) is

start with Bismillah

stone your-self(nefs) and devil

everytime and in every age(time of life)

say it(Bismillah) with love by your heart

It(Bismillah) is the beginning of every goodness

the sultan of all words

the ensign of Islam

the glory of universe

the sultan of all words

হে গুরু ! বিসমিল্লাহ বিসমিল্লাহ জিকির করুন । কারণ এটাই আমাদের আধ্যাত্মিকতায় শক্তি যোগাবে । http://www.youtube.com/watch?v=vMYyYZn1hVY

হে গুরু ! আপনি আপনার কালজয়ী স্যাটাস প্রদর্শন করুন ।

কৃতজ্ঞতা স্বীকার :

১. ছাত্রী সংস্হার নিকাব মহিলাবৃন্দ : http://alokitopoth.blogspot.com/2013/05/blog-post_5467.html মিশরের বিপ্লবে আসমা মাহফুজ ও বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্হার নিকাবী মহিলাদের ভূমিকা

২. আমরা বিসমিল্লাহির রাহমানির রাহিম - এর জিকিরকারী : http://www.youtube.com/watch?v=vMYyYZn1hVY

বিষয়: বিবিধ

২৫৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File