আফ্রিকার দেশ এঙ্গোলায় ইসলাম ধর্ম নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৬ নভেম্বর, ২০১৩, ০৬:৫৫:৪৭ সন্ধ্যা
অনেক লোক ফেসবুকে এঙ্গোলায় ইসলাম নিষিদ্ধ হয়েছে - এই খবরটি অস্বীকার করে যাচ্ছে । কারণ তাদের প্রধান পৃষ্ঠপোষক ওহাবী ও রাজতান্ত্রিক সৌদি আরব চুপ করে আছে ।
অপর দিকে মিশরের আল আযহার প্রথম নিরব থাকে । আজ তারা মিন মিন করে এবিষয়ে কথা বলছে ।
উল্লেখ্য সৌদি আরবের সংগঠণ ওয়াল্ড এসেম্বলী অব মুসলিম উয়থ এবং রাবেতা আলম আল ইসলামীর শাখা কার্যালয় রয়েছে । এই দুই সংগঠণের মাধ্যমেও তারা কোন খবর প্রচার করছে না । কারণ সৌদি আরবে অন্য ধর্ম প্রকাশ্যে পালন করা নিষিদ্ধ । এই দেশে গীর্জা ও মন্দির বানানো অবৈধ । এদেশের ধর্ম মতের নাম ওহাবীবাদ । ওহাবীবাদের প্রচারক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব ।
এঙ্গোলায় ইসলাম নিষিদ্ধ সম্পর্কে এঙ্গোলায় অবস্হানরত টিটু বলেন :
titu said.. I am Muslim live and work in Angola 10 years now let me share what i know. In Angola Islam never be legalized we used to build our masque by giving bribe for officials this issue every one knows who lived in Angola as Muslim.what is new about this law only they said they will close all religious activities that is not proved my government includes Islam on the list 198 christian temples also included.But in Africa law to effective take more
10 years.
http:/ /www.answeringmuslims.com/2013/11/angola-bans-islam.html
আরো জানতে দেখতে পারেন :
http://www.answeringmuslims.com/2013/11/angola-bans-islam.html
http://www.ibtimes.co.uk/articles/524955/20131125/angola-islam-ban-muslim-allah-mohammed-africa.htm
http://www.dailymail.co.uk/news/article-2513388/Angola-bans-Islam-shuts-mosques.html
http://www.jihadwatch.org/2013/11/angola-reportedly-bans-islam-destroys-mosques.html
http://www.israelnationalnews.com/News/News.aspx/174445
চাপের মুখে পড়ে এই দেশের সরকার এই খবর অস্বীকার করছে অথচ এই দেশের পত্রিকা ইসলাম নিষিদ্ধের খবর ছেপেছে :
http://tribune.com.pk/story/637133/just-media-rumours-angola-denies-it-banned-islam/
এই দেশে ধর্মীয় স্বাধীনতার অবস্হা খারাপ তা বলা হয়েছে এই লিংকে : http://www.thearda.com/internationalData/countries/Country_7_3.asp
আফ্রিকার অন্যান্য দেশ যেমন : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রেও ইসলামের অবস্হা ভাল না । আফ্রিায় এই পাচ বছরে ৩ কোটি মুসলিম খৃষ্টান হয়েছে। নাইজেরিয়ায় মুসলিম হার ছিল ৫০ % । এই পাচ বছরে কমে হয়েছে ৪০ %
http://www.theguardian.com/world/2013/nov/22/central-african-republic-verge-of-genocide
উল্লেখ্য : এই দেশে অনেক বাংলাদেশি চাকুরী সূত্রে অবস্হান করছেন এবং এদেশের কাছাকাছি দেশ দক্ষিণ আফ্রিকা , বতসোয়ানা এবং জিম্বাবুয়ে-তে বিপুল সংখ্যক বাংলাদেশি বাস করে । দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বাংলাদেশের দুতাবাস ও কনসুলেট আছে । তাদের মাধ্যমেও খবরটি সত্যতা যাচাই করা সম্ভব । আমার পরিচিত অনেকেই দক্ষিণ আফ্রিকায় বাস করেন । তাদের মোবাইল নম্বর ও মেল এড্রেস এই মুহুর্তে নেই । থাকলে আমি নিজেই তাদের মাধ্যমে এই খবরের সত্যতা যাচাই করতাম । আফ্রিকার আরেক দেশ মালাউই - এর মুসলিমদের অনেকে এই খবরকে সত্য বলেছেন । ফেসবুকে তাদের গ্রুপ ও পেজ আছে এবং তাদের নিজস্ব সাইট আছে । https://www.facebook.com/malawimuslims
http://www.malawimuslims.com/
পরিশেষে বলছি :
আমি অসুস্হ । এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি : আপনারা আমার জন্য আল্লাহর কাছে দুয়া করুন যাতে খুব শিগ্র নেটে ফিরে এসে
১। আফ্রিকায় মুসলিমদের সংখ্যা কমে যাচ্ছে আর সৌদি আরব ইসরাইল প্রতিষ্ঠায় প্রধান ভুমিকা রেখেছে - এই শিরোনামে লেখা লিখতে পারি ।
২। খুব শিগ্রই যাতে কুরআনের এই আয়াতটাকে " রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া জুর্রিয়াতিনা কুর্রাতাইআইনি ওয়াআজয়ালনা লিল মু্ত্তাকিনা ইমামা ।সুরা ফুরকান:৭৪ "
বাস্তবে রূপ দিতে পারি ।
৩। যে বা যারা আমার লেখার কোন বিষয়বস্তু ও মন্তব্যে মনক্ষুন্ন হয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে ক্ষমাপার্থী । আশা করি, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
৪। আর আমি যেন ইসলাম ও মুসলিমদের জন্য একটা সম্পদ হতে পারি আর ভাল মুসলিম হতে পারি - এজন্য আপনারা আমার জন্য দুয়া করবেন ।
বিষয়: বিবিধ
৩৮১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন