লাভ এন্ড রিলেশনশীপ

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫২:৫৪ রাত



পটভুমি :

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এডিটরিয়ামে Introduction to Love কোর্স চালুর দাবীতে ১১ ফ্রেব্রুয়ারী ২০১৩ তারিখ বিকাল ৫ টা ৩০ মিনিটে ছাত্র-শিক্ষক বিতর্ক অনুষ্ঠিত হবে । এই বিষয়ের পক্ষে বিশিষ্ট শিশুতোষ লেখক, সিনেমা প্রযোজক, নাট্যকার ডঃ মুহাম্মদ জাফর ইকবাল, ডঃ ফারজানা সিদ্দিকা, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ; মোঃ মাহমুদ হাসান, প্রভাষক, লোক প্রশাসন বিভাগ বক্তব্য উপস্থাপন করবেন ।

বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় আজ আমি এই পোস্ট লিখছি ।



সুচনা:

আমাদেরকে মনে রাখতে হবে বিবাহ পরবর্তি প্রেম-ভালবাসা অপরিহার্য । আর তাড়াতাড়ি বিয়ে করাই হলো ইসলামের শিক্ষা । কিন্তু আমাদের পিতা-মাতা-রা আমাদের তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন না । এজন্য আমরা বিয়েপূর্ব প্রেম-ভালবাসা ও নোংড়ামির মায়া-জালে আটকে যাচ্ছি ।

আমাদের করণীয় :

আমরা যাতে বিয়েপূর্ব প্রেম-ভালবাসা ও নোংড়ামির মায়া-জালে আটকে না যাই, এজন্য আমাদের তাড়াতাড়ি বিয়ে করতে হবে ।

আর বিয়ে করার জন্য আগে আমাদের জানতে হবে আমরা কীভাবে বিয়ে করবো এবং আমাদের মানবিক সম্পর্কগুলোকে কীভাবে সুদৃঢ় করবো আর এর মাধ্যমে আমরা কীভাবে আল্লাহর সন্তুোষ অর্জন করবো।







কিন্তু এসম্পর্কিত কোন কোর্স কারিকুলাম আমাদের সম্মুখে নেই ।

তবে জাফর ইকবাল Introduction to Love কোর্সচালু করার উদ্যোগ নিতে যাচ্ছেন । কিন্তু আমরা এই কোর্সের বিষয়বস্তু জানি না । উপরন্তু অনেকেরই হয়তো জাফর ইকবালের Introduction to Love কোর্স ভাল লাগতে নাও পারে ।



অনেকেই ডঃ মুহাম্মদ জাফর ইকবালকে অপছন্দ করে থাকতে পারেন । তাছাড়া অনেকেই এই কোর্স করার ইচ্ছা থাকলেও করার সুযোগ পাচ্ছেন না ।

এসব দিক বিবেচনা করে কয়েক জন Love Specialists, ইসলাম ধর্মতাত্ত্বিক এবং আন্তজার্তিক ক্ষ্যাতিসম্পন্ন চিন্তাবিদ তরুণ-তরুণীদের জন্য Love and relationship coaching চালু করতে যাচ্ছেন ।

তরুণ-তরুণীদের সুবিধার্থে Love and relationship coaching এর কোর্স কারিকুলাম সহজবোধ্যভাবে তৈরী করা হয়েছে ।

যৎসামান্য ডেলিগেট ফি-র বিনিময়ে তরুণ-তরুণীরা এই কোর্সে অংশ নিতে পারবে ।

Love and relationship coaching-এ যেসব বিষয়ে আলোচনা করা হবে -

১.কেন আমরা তাড়াতাড়ি বিয়ে করবো?

২.লাভ ক্রেজ ও লাভ করাপশন কি?



৩.লাভ জিহাদ ও প্রেমরণ কি?

৪.হিডেন বিয়ে, ইডেন বিয়ে ও ধর্ষণ সেঞ্চুরী কি ?

৫.বাড়ি হতে পালিয়ে বিয়ে করলে মেয়েরা কেন ক্ষতিগ্রস্হ হয় ?

৬.আপনি বয়ফ্রেন্ড, প্রেমিক, নাগর, ল্যাবপার্টনার ও স্টাডি পাটনার হতে কেন দুরে থাকবেন ? বা সতর্কতা অবলম্বন করবেন ।

৭.আপনি কেন গার্লফ্রেন্ড নামক অপবিত্র মেয়ে ( মুতাবার্রিবা ) হতে দুরে থাকবেন ?

৮.দেরীতে বিয়ে করার ক্ষতিকর দিকসমূহ ।

৯.আজব হলেও সত্যি, ইসলামী মতে বিয়ে করতে মাত্র ৩০০০ টাকা খরচ হয় ।(যখন ১ ডলার = ৭৫ টাকা ছিল সে হিসেবে) ।



১০.যৌনতা অপরিহার্য কেন ?

১১.ইসলামের দৃষ্টিতে যৌনতা । অন্যান্য ধর্মে যৌনতাকে কীভাবে দেখা হয় ।

১২.ইসলামের দৃষ্টিতে বৈবাহিক জীবন ।

১৩. মুহাম্মদ (সা.)-এর ভালবাসা এবং মানবতার মুক্তির জন্য মেয়েদের ভূমিকা ।

১৪. ইসলামের দৃষ্টিতে প্রেম ভালবাসা ।





১৫. হিন্দু মেয়েদের কেন মুসলিম বর বেছে নিতে হবে ?



১৬. আপনি কেন আপনার বোনকে তাড়াতাড়ি বিয়ে দিবেন ?

১৭. আপনি কেন আপনার মা-বোন আর স্ত্রীদের হিজাবের মধ্যে রাখবেন ?

১৮. আপনি কি দাউয়ুস ? আপনি কি অপবিত্র ? যদি দাউয়ুস হয়ে থাকেন বা অপবিত্র হয়ে থাকেন, তাহলে আপনি কীভাবে পবিত্র হবেন ?

১৯. কীভাবে সুখ-শান্তি-সৌহার্দের মাধ্যমে বসবাস করবেন ?

২০. আপনি কি জানেন আপনার শেষ ঠিকানা ? আপনি কি পথহারা ও দ্বিধাগ্রস্হ ? কেন আপনি আপনার শেষ ঠিকানাকে চিনে নিবেন ?

এই কোর্স পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়েছেন বাংলাদেশের প্রক্ষ্যাত ইসলাম ধর্মতাত্ত্বিক, আন্তজার্তিক ক্ষ্যাতিসম্পন্ন চিন্তাবিদ ড. মাওলানা মুফতি মুহাদ্দিস আব্দুল্লাহ আল মারুফ আল মাদানি আল আজহারি আর রেফাই ।



আমি মনে করি, তরুণ-তরুণীবৃন্দ Love and relationship coaching হতে নৈতিকতাবোধসম্পন্ন হতে পারবেন এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবেনই না, বরং মানবিক সম্পর্কগুলোকে সুন্দর ও সাবলীল করার জন্য নতুনভাবে উজ্জিবীত হতে পারবেন ।

উপসংহার :

Every relationship is unique as a fingerprint. If you are youth aged, Marriage is your destiny.

This coaching will help you discover how to improve your life and your closest relationships ….

Are you ready to find your love print?

এই কোর্সের কিছু অংশ রয়েছে ফেসবুকের এই পেজে :

আমরা প্রেম করবো না, বিয়ে করবো তাড়াতাড়ি

http://www.facebook.com/WeWillMarryEarly

সবাইকে এই পেজে স্বাগতম ।



বিষয়: বিবিধ

১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File