আমি আকাশ দেখি ( ১ম পর্ব )
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৮ মে, ২০১৩, ০২:৪৬:৫৫ রাত
অনেক দিন আগে একটা দুরবীন সংগ্রহ করেছিলাম । দুরবীনের প্রসঙ্গ আসলে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্র - এর প্রসঙ্গ আছে । এদুটার মধ্যে পার্থক্য আছে ।
জ্যোতির্বিজ্ঞান হলো আকাশের গ্রহ-নক্ষত্র সম্পর্কে জানার বিজ্ঞান। গ্রহ নক্ষত্রে রকেটে করে যাওয়াই হলো জ্যোতির্বিজ্ঞানের চুড়ান্ত ধাপ । জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী ।
আর জ্যোতিষশাস্ত্রবিশারদকে বলে জ্যোতিষী । তারা গ্রহ-নক্ষত্রের অবস্হান দেখে মানুষের ভাগ্য সম্পর্কে ধারণা দেন । জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নয় এবং এই বিষয় ধর্মবিরোধী ।
আমি আমার দুরবীন দিয়ে প্রায়ই আকাশ দেখি ।
আকাশে খালি চোখে আমরা কি পরিমান তারা দেখি ? :
আকাশে জ্বল জ্বল করা বস্তুগুলোকে আমরা তারা বলে থাকি । সন্ধ্যায় আকাশে ফুটে উঠতে থাকে অসংখ্য তারা । ধীরে ধীরে তারাগুলো আরও বেশি স্পষ্ট হতে থাকে । খালি চোখে বড়জোড় পাঁচ হাজার তারা দেখা যায় । জ্যোতির্বিজ্ঞানীরা দুরবীন দিয়ে দেখেন লক্ষ লক্ষ তারা । যারা তারাভরা আকাশের আলোকচিত্র নিয়ে কাজ করেন তারা বলেন তারার সংখ্যা কোটি কোটি ।
আকাশ পর্যবেক্ষণের জন্য তারা চিত্র যাতে এন্ডোমিডা গ্যালাক্সির অবস্হান দেখানো হয়েছে ।
নক্ষত্র আসলে কি ?
তারা আছে অনেক রকমের । কোনটির আলো আছে । কোনটির নেই । যাদের আলো আছে তাদের আমরা নক্ষত্র বলি । আমাদের সূর্য হলো নক্ষত্র । তার আলো আছে । তার আলোর হতে আমরা আলো পাই ।
গ্যালাক্সী কি ?
বিজ্ঞানীরা বলেন এক লিখে বারটা শূণ্য লিখলে যে সংখ্যা হয় তার সমপরিমান নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি হয় । নক্ষত্র হচ্ছে এমন তারা যার নিজের আলো আছে , যেমন : আমাদের সূর্য ।
গ্রহ :
এসব নক্ষত্রগুলোকে কেন্দ্র করে বেশ কিছু তারা ঘুরে, তাদের বলা হয় গ্রহ । আমাদের পৃথিবী সূর্যেরই একটি গ্রহ । কারণ পৃথিবী সূর্যের চার দিকে ঘুরে । আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কিওয়ে । কারণ সূর্য মিল্কিওয়ের অংশ ।
মিল্কিওয়ে গ্যালাক্সিতে আমাদের সূর্যের অবস্হান
মিল্কিওয়ে নাম করণের কারণ :
খালি চোখে গ্রামের আকাশ হতে মিল্কিওয়ে গ্যালাক্সি
This name derives from its appearance as a dim "milky" glowing band arching across the night sky, in which the naked eye cannot distinguish individual stars. The term "Milky Way" is a translation of the Classical Latin via lactea, from the Hellenistic Greek γαλαξίας κύκλος (pr. galaxías kýklos, "milky circle")
The Milky Way is a barred spiral galaxy 100,000–120,000 light-years in diameter containing 200–400 billion stars.
http://en.wikipedia.org/wiki/Milky_Way
মিল্কিওয়ে গ্যালাক্সি যা গ্রীক দেবী হেরা-র বুকের দুধ হতে সৃষ্টি হয়েছে । তার শিশু ছেলে দেবতা হারকিউলিস-কে দুধ খাওয়ানোর সময় তার দুধ আকাশে পড়ে যেয়ে এই গ্যালাক্সি সৃষ্টি হয়েছে । প্রাচীন গ্রীক পুরাণে এই কথাই লেখা আছে ।
One account[33] of the origin of the Milky Way is that Zeus had tricked Hera into nursing the infant Heracles: discovering who he was, she pulled him from her breast, and a spurt of her milk formed the smear across the sky that can be seen to this day. Unlike any Greeks, the Etruscans instead pictured a full-grown bearded Heracles at Hera's breast: this may refer to his adoption by her when he became an Immortal. He had previously wounded her severely in the breast.
http://en.wikipedia.org/wiki/Hera
এন্ড্রমিডা গ্যালাক্সি :
আমাদের মিল্কিওয়ের প্রতিবেশী গ্যালাক্সির নাম এন্ড্রমিডা । এটিতে মিল্কিওয়ের থেকে বেশী তারা থাকে ।
এন্ড্রমিডা গ্যালাক্সির ছবি
আমি আমার দুরবীন দিয়ে খুব ভালভাবেই এন্ড্রমিডা গ্যালাক্সিকে দেখে থাকি । আমার এই দুরবীন দিয়ে সবচেয়ে বেশী ভাল দেখা যায় আমাদের চাঁদ মামাকে । চাঁদ মামা হলেন উপগ্রহ । কারণ গ্রহের চার দিকে যেসব তারা ঘুরে তাদের উপগ্রহ বলা হয় । চাঁদ পৃথিবীর চার দিকে ঘুরে ।
জোছনা রাতে চাদের ছবি
আল্লাহ চাদ সূর্য ও মহাকাশের বস্তুর ঘুরা সম্পর্কে সুরা ইয়াসীনে বলেছেন :
"The sun must not catch up the moon, nor does the night outstrip the day. Each one is travelling in an orbit with its own motion." The Quran --sura 36, verse 40
চাদ হতে পৃথিবীর ছবি
চাঁদ মামাকে ইদানিং আমার ভাগ্নে- ভাগ্নি আর ভাইপো আমার এই দুরবীন দিয়ে দেখে । তাদের বয়স খুবই কম । তারা কোথায় যেনো শুনেছে মানুষ মরে গেলে নাকি মানুষ আকাশের তারা হয়ে যায় আর মৃত মানুষরা নাকি পৃথিবীর লোকদের এভাবেই নাকি দেখে । আর কাজের বুয়ার কাছে শুনেছে,পৃথিবী একটা মহিষের শিংয়ের উপর আছে । পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক শিং থেকে আরেক শিংয়ে যায়, তখন ভূমিকম্প হয় । আমার এক ভাই ভূতত্ববিদ । সে খুব সুন্দর ভাবে এসব বিষয় বুঝিয়ে বলে বুয়ার কথা ভুল । তারপরও তারা বলে মামা তোমার কথা ঠিক না । রুপকথার বইয়ের কথাগুলো আর বুয়ার কথাগুলো ঠিক । আমি মনে করি, তারা যখন বড় হবে, তখন তারা নিজেরাই তাদের অনুসন্ধিৎসু মন দিয়ে সব বিচার করবে । আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞানমনস্ক ও অনিসন্ধিসু মন নিয়ে বেড়ে উঠুক । কারণ আল্লাহ বলেছেন :
"Do they not look at the sky above them, how We have built it and adorned it, and there are no rifts in it."
The Quran --sura 50, verse 6.
আমার তোলা চাদের কিছু অংশের ছবি
প্রয়োজনীয় কিছু ভিডিও-র লিংক :
মিল্কিওয়ের উপর ভিডিও যা দেখে আপনারা মিল্কিওয়ে সম্পর্কে ধারণা পেতে পারেন :
https://www.youtube.com/watch?v=sm-ucbDVyRU
৬৫০ কোটি বছরের মধ্যে কীভাবে পৃথিবীর সব কিছু সৃষ্টি হলো বলা হয়েছে তা এই দুই মিনিটের ভিডিও দেখে ধারণা পাবেন :
https://www.youtube.com/watch?v=NYbTNFN3NBo
How big is the Universe? এই ভিডিও দেখে আমাদের মহাবিশ্বের বিশালতা সম্পর্কে ধারণা পাবেন :
https://www.youtube.com/watch?v=JvdL3R7fDL4
উপসংহার :
আশা করি আপনাদের আমার বিজ্ঞান বিষয়ক এই নতুন ধারাবাহিক পোস্ট ভাল লাগবে । আমি মনে করি আমার এসব লেখা পড়ে আপনারা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বর্তমান সময়ের সব তথ্য জানতে পারবেনই, বরং কীভাবে মানুষ আকাশকে জয় করেছে এবং আকাশের বিভিন্ন গ্রহে বসবাস করার প্রস্তুতি নিচ্ছে সে সম্পর্কে জানতে পারবেন ।
কৃতজ্ঞতা স্বীকার :
কুরআনে জোতির্বিজ্ঞান :
http://www.islam-guide.com/bqs/17astronomy.htm
যেভাবে আমি আমার দুরবীনটাকে আকাশ দেখার জন্য প্রস্তুত করি : http://www.veengle.com/s/Seben%20Telescope.html
http://www.martspics.com/Telescope%20Accessories.htm
আমি আকাশ দেখার জন্য যে সংগঠণ পরিচালনা করতাম :
Bangladesh Astronomical Union
http://bangladesh-astronomical-union.blogspot.com
মিল্কিওয়ের ছবির জন্য কৃতজ্ঞতা
http://en.wikipedia.org/wiki/Milky_Way
http://www.dailygalaxy.com/my_weblog/2009/03/mystery-of-the.html
http://scienceline.org/2011/03/galaxies-get-hungry-too/
এন্ড্রোমিডা গ্রালাক্সির ছবির জন্য কৃতজ্ঞতা :
http://www.wikihow.com/Find-the-Andromeda-Galaxy
চাদের ছবির জন্য কৃতজ্ঞতা :
http://www.stargazing.net/david/moon/moonrise20050917.html
চাদ হতে পৃথিবীর ছবির জন্য কৃতজ্ঞতা :
http://www.jaxa.jp/press/2008/10/20081009_kaguya_e.html
Girl Scout Ayah Syeed, 10, peers at the stars through George Mason University
http://articles.washingtonpost.com/2012-02-29/local/35443184_1_telescope-observatory-astronomy-students
বিষয়: বিবিধ
৬০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন