রাজতন্ত্র ইসলামে হালাল বিশেষ করে সৌদি আরবের জন্য (৯৯% কপি পেস্ট)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৬ এপ্রিল, ২০১৩, ০২:০১:৩৪ রাত



Prince Alwaleed Bin Talal (C) & his wife, Princess Amira, inaugurate opening of The Savoy hotel in London

রাজকন্যা আমিরা-র অপবিত্র পোষাক

http://www.alarabiya.net/articles/2011/03/10/140917.html

পটভুমি : কিছুক্ষণ আগে ফেসবুকে দেখলাম রাজতন্ত্র জায়েজ বলে একজন স্টাটাস দিয়েছেন । সেজন্য আমি এই লেখাটা কপিপেস্ট করলাম । দেখি সবাই কি বলেন ? আমি মূর্খ মানুষ । তাই আপনাদের সামনে উপস্হাপন করলাম বিষয়টা । আমাকে দয়া করে একটু ধারণা দিন তো আসলে কি রাজতন্ত্র জায়েজ বা হালাল বিষয় ।



The destination for abaya wearing fashionistas

http://underyourabaya.blogspot.com/2010/09/lookbook-saudi-rose-princess-amira-al.html

রাজকন্যা আমিরা-র অপবিত্র পোষাকের বহর ও অপবিত্র দেহ । সবাইকে দৃষ্টিনত রাখার অনুরোদ করছি ।

১ম লেখা :

কপিপেস্ট করা হলো : এই লিংক হতে

http://deenilhaq.com/archives/2165

রাজতন্ত্র বা গণতন্ত্র কি ইসলাম সমর্থন করে? রাজতন্ত্র বা গণতন্ত্রের দলীল কুরআনের বা হাদিসের কোথায় আছে?

উত্তর: সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র।

● কুরআনে আল্লাহ্‌ বলছেন:

মূসার পরে তুমি কি বনী ইসরাঈলের একটি দলকে দেখনি, যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে, আমাদের জন্য একজন বাদশাহ (রাজা) নির্ধারিত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারি। নবী বললেন, তোমাদের প্রতিও কি এমন ধারণা করা যায় যে, লড়াইর হুকুম যদি হয়, তাহলে তখন তোমরা লড়বে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে, আমরা আল্লাহর পথে লড়াই করব না। অথচ আমরা বিতাড়িত হয়েছি নিজেদের ঘর-বাড়ী ও সন্তান-সন্ততি থেকে। অতঃপর যখন লড়াইয়ের নির্দেশ হলো, তখন সামান্য কয়েকজন ছাড়া তাদের সবাই ঘুরে দাঁড়ালো। আর আল্লাহ তা’আলা জালেমদের ভাল করেই জানেন। আর তাদেরকে তাদের নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ তালূতকে তোমাদের জন্য বাদশাহ (রাজা) সাব্যস্ত করেছেন। তারা বলতে লাগল, তা কেমন করে হয় যে, তার শাসন চলবে আমাদের উপর। অথচ রাষ্ট্রক্ষমতা (রাজতন্ত্র) পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশী। আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয়। নবী বললেন, নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন। বস্তুতঃ আল্লাহ তাকেই রাজ্য (রাজতন্ত্র) দান করেন, যাকে ইচ্ছা। আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত…[সূরা বাকারাহ্‌, আয়াত: ২৪৬-২৪৭]



যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বললেনঃ হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত স্মরণ কর, যখন তিনি তোমাদের মধ্যে পয়গম্বর সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি (রাজা) করেছেন এবং তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন, যা বিশ্বজগতের কাউকে দেননি…[সূরা আল-মাইদা, আয়াত-২০]

নাকি যাকিছু আল্লাহ তাদেরকে স্বীয় অনুগ্রহে দান করেছেন সে বিষয়ের জন্য মানুষকে হিংসা করে। অবশ্যই আমি ইব্রাহীমের বংশধরদেরকে কিতাব ও হেকমত দান করেছিলাম আর তাদেরকে দান করেছিলাম বিশাল রাজ্য (রাজতন্ত্র)…[সূরা আন-নিসা, আয়াত-৫৪]

● উপরের এই আয়াত গুলি থেকে স্পষ্ট হয় যে, রাজতন্ত্র ইসলামে বৈধ, কারন কুরআনে আল্লাহ্‌ বলছেন: “আল্লাহ তালূতকে তোমাদের জন্য বাদশাহ (রাজা) সাব্যস্ত করেছেন”… [সূরা বাকারাহ্‌, আয়াত: ২৪৭]

তাই এ নিয়ে দ্বিমত থাকতে পারে না যে রাজতন্ত্র ইসলামে বৈধ কিনা। যেহেতু কুরআনে স্বয়ং আল্লাহ্‌ একজনকে রাজা বানিয়েছেন, বলে উল্লেখ করেছেন। তাই অবশ্যই আমাদের বিশ্বাস করা ফরয যে ইসলামে রাজতন্ত্র বৈধ।

তাই প্রশ্ন হতে পারে, বর্তমানে অনেক দেশ রাজতন্ত্র উঠিয়ে দিয়ে গণতন্ত্র শুরু করছে, এটা কতটুকু বৈধ?

● গণতন্ত্র ইসলামে বৈধ নয়, এবং কুরআন এবং হাদিসে এর কোন উল্লেখ নেই। রাসূলুল্লাহ্‌ আমাদের গণতন্ত্র শিখিয়ে জাননি। আর লিংকনের আগে কোন ইতিহাসে গণতন্ত্র পাওয়া যায় না। অর্থাৎ লিংকনের আগে কোন মুসলিম দেশ গণতন্ত্র মেনেছে এমন পাওয়া যাবে না, এমন কি অমুসলিম দেশও পাওয়া যাবে না।



Saudi Arabia's Princess Sara claims asylum in the UK

ভিন্ন মতাবলম্বী রাজকন্যা সারার অপবিত্র পোষাক

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/saudiarabia/9383601/Saudi-Arabias-Princess-Sara-claims-asylum-in-the-UK.html

গণতন্ত্র খৃষ্টানদের থেকে আবিষ্কৃত হয়েছে, তাই এটা মানা হবে তাদের অনুকরণ করা, যা রাসূলুল্লাহ্‌ (সা) করতে নিষেধ করেছেন। আর যারা তাদের অনুসরণ করবে তারা তাদের দলভুক্ত বলে পরিগণিত হবে। তাই প্রশ্ন হতে পারে এখন তাদের বিরুদ্ধে কি জিহাদ করতে হবে?

● রাষ্ট্র প্রধান যদি মুসলিম হয়, নামায পড়তে বাঁধা সৃষ্টি না করে, শির্‌ক করতে বাধ্য না করে এবং তাদের দ্বারা স্পষ্ট কুফুরি কাজ হচ্ছে যদি প্রমান না হয়, তবে সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না বরং তাদেরই মানতে হবে। তবে তাদেরকে ইসলামের জ্ঞান দিতে হবে। বিরোধী দল হয়ে, সত্য-মিথ্যা বলে, তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না।

তবুও অবশ্যই মনে রাখতে হবে যে ইসলামে গণতন্ত্র হারাম।

এসম্পর্কে আরো তথ্য পেলাম: এই লিংক হতে

http://www.facebook.com/photo.php?fbid=519891881404088&set=a.494105023982774.115201.493995070660436&type=1&theater

ফেসবুকের মিশন তাওহিদ পেজ হতে আরো তথ্য পেলাম যা আপনারা দেখতে পারেন: এই লিংক হতে

: http://www.facebook.com/missiontawheedislam





সৌদি আরব -এর প্রবর্তিত ইসলাম হলো ওহাবী মতবাদ (১ম পর্ব )



উল্লেখ্য আমার দেওয়া লিংকগুলোতে অনেক মূল্যবান তথ্য রয়েছে । আশা করি দেখবেন । পছন্দ না হলে অনেকে আমাকে গালিগালাজ করতে পারেন এবং কাফের ফাতওয়া দিতে পারেন । কারণ আমি রাজতন্ত্র কুফরী মনে করি । আর গণতন্ত্রকে দাবি আদায়ের গ্রহণযোগ্য রাস্তা মনে করি ।

বিষয়: বিবিধ

৮০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File