নতুন পদ্ধতিটা কি হতে পারে, আমি চিন্তিত আপনি?

লিখেছেন লিখেছেন কামরুল ইসলাম ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২২:৪৭ রাত

বাঁচ্চাদের মধ্যে যে একটু বেশি গলাবাজি আর চেঁচামেচি করতে পারে ভাগের বড় অংশটা তারই প্রাপ্য হয়। অভিভাবকরা বাধ্য হয়ে বড় অংশটা তাকে দিলেও, সহানুভুতি থাকে অসহায় বাচ্চাটার প্রতি।

বর্তমান সরকার হচ্ছে একটা চেঁচামেচির সরকার, বন্দুকের জোরে পাবলিককে তারা বৎসোতা স্বীকার করাচ্ছে। জনগনের সহানুভুতি তাদের প্রতি এখন নেই বললেই চলে। জন্মলগ্ন থেকে এই দল গনতন্ত্র আর স্বাধীনতা নিয়ে চেঁচামেচি আর গলাবাজি করেছে। আজ মানুষ প্রকাশ্যে দেখছে গনতন্ত্রকে চাদরে মুড়িয়ে, স্বাধীনতাকে প্রতিবেশি রাষ্ট্রের কাছে বন্দক রেখেছে কারা।গনতন্ত্রের বুলি আওড়ালেই গনতান্ত্রিক হওয়া যায় না। মানুষের সতস্ফুর্ত উপস্থিতি এবং স্বাধীন মতামত প্রকাশের মাধ্যমেই কেবল কায়েম হতে পারে প্রকৃত গনতন্ত্র। ক্ষমতায় থাকতে জনগন যাদের জুতা দিয়ে বরণ করে তারা কি কখনো জনগনের সরকার হতে পারে?

স্বাধীন মতামতের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকারকে মানুষ ফুল দিয়ে বরণ করে আর বন্দুকের জোরে যা প্রতিষ্ঠিত হয় তাদেরকে কিভাবে বরণ করতে হয়, জুতা মেরে পাবলিক আমাদেরকে তা প্রথম শেখালো।এদিক দিয়ে জুতা বাবহারের এই পদ্ধতিটা আমাদের দেশে প্রথম অবিস্কার। ক্ষমতা চলে গেলে বরনের পদ্ধতিটা কি হয় সেটা একটা গভীর চিন্তার বিষয় বটে।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173101
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর বিশ্লেষণ
173119
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০১
নূর আল আমিন লিখেছেন : সুন্দর বিশ্লেষন
ভালো লাগলো আপনাকে
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File