কে ফোটাবে ফুল? রেজাউল হক হেলাল
লিখেছেন লিখেছেন কামরুল ইসলাম ০৩ জানুয়ারি, ২০১৩, ০১:১৬:১৭ রাত
যেই বাগানে পাথর ভরা, নেইযে মাটির ধুল
কে ফোটাবে সেই বাগানে একটি গোলাপ ফুল?
জাতির মাতম কে থামাবে? কারবালার এই মাঠ
কেউ আছে কি ভেঙ্গে দেবে সন্ত্রাসিদের হাট ?
কেউ আছে কি দুখির মাথায় বুলিয়ে দিবে হাত ?
কেউ আছে কি জালিম শাহির মারবে বুকে লাত?
ফুল ফোটাতে দেয়না যারা সবুজ শ্যামল বঙ্গে,
দাও গুড়িয়ে, আগুন জ্বালাও সেই শোষকের অঙ্গে।
গরিব দুঃখী কাঁদিয়ে যারা ভিলেন হাসি হাসে
স্বাধীনতার স্বপ্নগুলো গঙ্গা জলে ভাসে ।
বিভেদ ভুলে আয়রে ছুটে করতে কুপোকাত।
সরিয়ে দিতে বাগান হতে আজাজিলের জাত।
বিষয়: বিবিধ
১৬৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন