রাজনীতিতে ফরমালিন ।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১১ জুন, ২০১৪, ০১:১০:১৬ রাত



খাদ্য দ্রব্যে ফরমালিনের ব্যবহার খাদ্য দ্রব্যের পচন রোধ করে চকচকে ও সজীব দেখাতে সাহায্য করলেও খাওয়ার উপযোগীতা থাকে না । আর ঐ ফরমালিন যুক্ত খাবার গ্রহন করলে মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের রোগব্যাধির প্রার্দুভাব ঘটায় ।

কিন্তু রাজনীতিতে ফরমালিন ! এও কী সম্ভব ? এইতো সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়ার উক্তি-আওয়ামীলীগকে আরো একটু পচতে দিন, তাহলে আন্দোলন ছাড়াই বিদায় নিতে বাধ্য হবে । এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যরস করে বললেন-বিএনপিকে ফরমালিন দিয়ে টিকিয়ে রেখেছি ।

হয়তো ভাবছেন, শেখ হাসিনা কীভাবে বিএনপিকে ফরমালিন দিয়ে টিকিয়ে রেখেছেন ! শেখ হাসিনা মন্দ বলেননি, রূপক অর্থে ফরমালিন আর আন্দোলনের ইস্যুকে সমার্থক ধরলে ঠিকই বর্তমান সরকার একের পর এক আন্দোলনের ইস্যু(ফরমালিন) বিএনপির হাতে তুলে দিয়ে বিএনপির প্রয়োজনীয়তা ও অপরিহার্য্যতা বাড়িয়ে দিয়ে বিএনপিকে জনমনে বাঁচিয়ে রেখেছেন । ফরমালিন যুক্ত খাবারের ন্যায় বিএনপিও আন্দোলনের ইস্যুগুলোকে নাগরিকদের স্বার্থে ব্যবহার করতে পারছে না।

ফরমালিন যুক্ত খাবার যেমনি চকচকে লোভনীয় মনে হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে স্বাস্থ্যের জন্য কাজে লাগে না । বিএনপিও তেমনি বর্তমান সরকারের ব্যর্থতা থেকে প্রাপ্ত একের পর এক আন্দোলনের ইস্যুগুলোকে(ফরমালিন) নাগরিক স্বার্থ রক্ষায় কাজে লাগাতে পারছে না।

বিষয়: রাজনীতি

৩২৭০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

233495
১১ জুন ২০১৪ রাত ০১:২৭
Mujahid Billah লিখেছেন : জীবনের চলার পথে হয়ত বা মনের
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
১১ জুন ২০১৪ রাত ০২:০৪
180147
মহি১১মাসুম লিখেছেন : মুজাহিদ ভাই খাঁটি কথাই বলেছেন তবে আপনার কথায় বিচ্ছেদ বিভাজনের সুর ফুটে ওঠেছে। আপনার সেই ব্যাক্তিটি কে ?
স্মৃতি মধুর ও বেদনা-বিদুর,জানিনা কোনটার প্রভাবে প্রভাবিত আপনি।
ধন্যবাদ।
১১ জুন ২০১৪ সকাল ১০:১১
180215
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাই ব্যাপার কি? অনেক জায়গায় দেখলাম এই একই মন্তব্য!
233524
১১ জুন ২০১৪ রাত ০১:৪৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১১ জুন ২০১৪ রাত ০২:০৬
180148
মহি১১মাসুম লিখেছেন : দুষ্টু সাহেব ভালোর স্বীকৃতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
233530
১১ জুন ২০১৪ রাত ০৩:২০
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
১১ জুন ২০১৪ রাত ১০:০০
180536
মহি১১মাসুম লিখেছেন : ভালোর স্বীকৃতি দেয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
233534
১১ জুন ২০১৪ রাত ০৩:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার ফরমালিনীয় বিশ্লেষন।
১১ জুন ২০১৪ রাত ১০:০১
180537
মহি১১মাসুম লিখেছেন : প্যারিসী ভাই থ্যান্কস।
233555
১১ জুন ২০১৪ সকাল ০৮:৩১
হতভাগা লিখেছেন : ১৯৭৫ এর ২৫ শে জানুয়ারী আক্ষরিক অর্থেই যার মৃত্যু হয়েছিল তাকে বাঁচিয়ে রাখার জন্য আশির দশকের একেবারে শেষের দিকে ফর্মালিন ব্যবহার করা হয়েছিল। কালক্রমে সেই এখন সবার পছন্দের । দেখতে হৃষ্টপুষ্ট হলেও এবং জনগনের কাছে লোভনীয় হলেও এর আসল ইফেক্ট জনগন এখন হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে এবং কঠিনভাবে সাফার করছে ।
১৩ জুন ২০১৪ রাত ০২:৫৯
181100
মহি১১মাসুম লিখেছেন : হতভাগা ভাই বুঝলাম না, ১৯৭৫ এর ২৫ শে জানুয়ারী কী ঘটেছিল?
১৩ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
181217
আবু জারীর লিখেছেন : বাকশালী ফর্মালিন জাতীয় সংসদে স্বীকৃতি পেয়েছি।
233580
১১ জুন ২০১৪ সকাল ০৯:২৭
egypt12 লিখেছেন : বিএনপি মেরুদণ্ডহীন একটা ক্ষমতাকেন্দ্রিক দল এদের কাছ থেকে কিছুই আশা করা উচিত নয় Frustrated
১১ জুন ২০১৪ রাত ১০:০৪
180539
মহি১১মাসুম লিখেছেন : এতোটা হতাশ হলে হবে!শক্তিশালী বিরোধীদল না থাকলে দেশে গনতন্ত্রের মেরুদন্ডইতো গড়ে ওঠবে না।
ধন্যবাদ।
233702
১১ জুন ২০১৪ দুপুর ০২:১৫
ইবনে আহমাদ লিখেছেন : আমি ব্যক্তিগত ভাবে খু্বই ভক্ত হলাম শেখ হাসিনার। তিনি যা করেন তা স্পষ্ট করেন এবং করে দেখান।
বিএনপি এখন নং জিয়ার পর থেকেই ফরমালিনযুক্ত।
১১ জুন ২০১৪ রাত ১০:০৫
180541
মহি১১মাসুম লিখেছেন : তাই নাকি!
থ্যান্কস ভাই।
234043
১২ জুন ২০১৪ সকাল ০৬:৩১
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলতে কি। আদর্শহীন রাজনীতি বিদদের কাছে এখন ফরমালিনের মত কথা নিয়ে সমালোচনার ঝড় তুলতে দেখে বিস্মিত হই। ধন্যবাদ।
১৩ জুন ২০১৪ রাত ০২:৫৭
181099
মহি১১মাসুম লিখেছেন : এতেই এতোটা বিস্মিত হলেন! আরো কতো কী দেখার বাকী আছে। অপেক্ষা করুন আর দেখুন। প্রবাসী ধন্যবাদ।
234532
১৩ জুন ২০১৪ বিকাল ০৪:৫৩
আবু জারীর লিখেছেন : যে দেশে নুর হোসেন আর নীলারা ব্যাপক ভোটে জয়ি হয় সে দেশের রাজনীতিতে নজরুল সহ ৭ জন হত্যার ফর্মালিন যে কতটা জরুরী তা প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।
সুন্দর বিশ্লেষণ করেছেন।
ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ রাত ০৩:০৮
181595
মহি১১মাসুম লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File