সোমবারের হরতাল জামাত নেতাদের অবিবেচক সিদ্ধান্ত নয় কী !!
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৩৭:৩১ রাত
দশ ট্রাক অস্র মামলায় তৎকালিন বিএনপি-জামাত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, হাওয়া ভবন ও সরকারকে অভিযুক্ত করে ১৪ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে । আর এই রায়ে বিএনপি প্রতিবাদ মূলক বিবৃতি দিয়ে দায় সারলেন অথচ জামাত সোমবার এককভাবে পূর্ণ দিবস হরতাল দিলেন ।
হরতাল দিতে হলে জামাত বিএনপিকে সংশ্লিষ্ট করে হরতালটি দেয়া উচিত ছিল, যদিও হরতাল কাম্য নয় । হরতাল না দিয়ে অন্য কর্মসূচী দিলে হয়তঃ জনমত পক্ষে পেতেন । কারন হরতাল বর্তমানে জননিন্দিত রাজনৈতিক কর্মসূচী ।
আহুত হরতালটি কার্য্যকর করতে জামাত একক ভাবে মাঠে নামলে প্রকারান্তরে সরকারের জামাত-শিবির কব্জা করনে গৃহীত সামরিক পরিকল্পনা বাস্তবায়নে সহায়কই হবে । দ্বিতীয়তঃ পাকিস্তান সরকার ও জামায়েতে ইসলামী পাকিস্তান কর্তৃক বাংলাদেশ জামাতে ইসলামীর প্রতি- প্রীতি,ভালবাসা ও আন্তরিকতাপূর্ণ বিবৃতি গুলো প্রকারান্তরে আওয়ামীলীগ সরকারকে রাজনৈতিক সুবিধাই দিচ্ছে । কারন পাকিস্তান ৭১ এর কারনে আজও ঘৃণীত, এটা জামাতকে মাথায় রাখা উচিত । জামাতের জন্য পাকিস্তানের মায়াকান্না জামাতের জন্য হিতে বিপরীত । কারন এসব পেলে আওয়ামীলীগের রাজনীতির অস্রটা ধারালো ও শানিত হয় ।
প্রতিপক্ষের হাতে অস্র তুলে দেয়া আত্মহত্যার নামান্তর-এই মুহূর্তে জামাতের এককভাবে হরতাল আহ্বান ও পাকিস্তান সরকার ও পাকিস্তান জামায়েতের বিবৃতি, তারই পরিচায়ক নয় কী !!
বিষয়: রাজনীতি
৩৪৯২ বার পঠিত, ৫৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ কইন্যাকে, সরি গৃহস্থের কইন্যাকে।।
০ কেন যে বুঝেও এ কথা বলেন ভাই ?
আপনার সাথে অন্য একদিন মতবিনিময় করব। আজকে আপনার প্রতি শ্রদ্ধা রেখে ইতি টানছি।
সুন্দর বিশ্লেষনের জন্য ধন্যবাদ।।
সাঈদ ভাইকে ধন্যবাদ।
সব কিছুতেই চেতনা আছে ,যেমনঃ ধর্মীয় মূল্যবোধের চেতনা,মুক্তিযুদ্ধের চেতনা,সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের চেতনা ইত্যাদি ইত্যাদি।।
ধন্যবাদ।
বিএনপি যে মুসলিমের বাহিরে গিয়ে সুবিধাবাদী চরিত্র নিয়েছে - তাতে করে জয়নাল মার খেলে পর নেতারা কোর্টে আত্মসমর্পন করতে গিয়েছিল, আর সালাউদ্দীনকে ফাসী দিলে লুকিয়ে পড়েছিল আর বাবর সাহেবের ফাসী কিংবা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান দের ফাসীর প্রতিক্রিয়া ধরন দেখে নেতা কর্মী থাক দুরের কথা খালেদা জিয়ার প্রান ও বিএনপি হতে দুরে থাকবে।
জামাত সরকারের কোন অন্যায়কে চ্যালেন্জ মুক্ত অবস্থায় যেতে দিতে চায়না - আল্লাহে বিশ্বাসী জনগন (মোনাফেক নয়) বরং এ মেসেজ টাই পাবে এবং তারা জামাতকে বিএনপি অপেক্ষা বেশী ডিফেন্ডেবল ই মনে করবে।
পাকিস্থান ইস্যুতে যা যা বললেন - তা সাধারন মুসলিম জনমনে ভিন্ন ধারনা তৈরী করছে। পাকিস্থান যত কথা বলবে - মানুষ ততই ইন্ডিয়াকে ঘৃনা করবে। জামাত যেহেতু ক্ষমতার জন্য রাজনীতি করছে না (তা করলে জামাতের অনেক সুযোগ ছিল) সেহেতু তার হারানোর কিছু নেই - আওয়ামীলীগের আছে। আওয়ামীলীগের সাবধান হওয়া দরকার। আর সাবধান হওয়া দরকার ঐ সব মানুষের যারা বাংলাদেশকে ভালবাসে, বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।
আপনার মতে-জামাত যেহেতু ক্ষমতার জন্য রাজনীতি করছে না (তা করলে জামাতের অনেক সুযোগ ছিল)। এই কথার অর্থ বুঝলাম না। সুযোগ !!দয়া করে বুঝিয়ে দিবেন।
পাকিস্তান সম্পর্কে বললেন-পাকিস্থান যত কথা বলবে - মানুষ ততই ইন্ডিয়াকে ঘৃনা করবে।- বাস্তবতা হচ্ছে বিএনপি যতোটা জামাত ও পাকিস্তানকে সহজভাবে নেয়,অন্যদল গুলো ততোটা নয়। খেয়াল করবেন-বিএনপি এখন পারতপক্ষে পাকিস্তান প্রসঙ্গ এড়িয়ে কথা বলে । তাহলে আপনার কথিত জনগন কারা?
আপনার বক্তব্যের প্রথমাংশের সাথে ভীন্নমত পোষন করি,কিন্তু দশ ট্রাক অস্র মামলা ও বিচার নিয়ে পরবর্তীতে একটি পোষ্ট দিব। তাই এই পরিসরে আলোচনাটি করলাম না।
যাহোক,ভীন্নমত থাকলেও আপনাকে সর্বদা পাশে পাবার প্রত্যাশা রাখছি।
ধন্যবাদ।।
আজকের বিএনপি হল গিয়ে শেয়ার মার্কেটের মত। যখন ওখানে টাকা উড়ে মানুষ যায় আর মার্কেটের ভ্যালু বাড়ে। শেয়ার মার্কেট মানুষ না আসলে কিছু করতে পারেনা - বক্তৃতাবিবৃতি দিতে পারে, প্লান প্রোগ্রাম করতে পারে - যেমন করে বিএনপি করছে। এই আর কি?
দেখুন মুনাফিক, কাফের, ধর্মনিরপেক্ষ দের তুলনায় মুমিন মুসলমান রা যে কোন কিছুকে প্যারালালী দুটি দৃষ্টিতে দেখে। তাদের প্রথম দৃষ্টিটি আপনার আমার মত কপালের নিচে চোখ নামক অংগ টি। আর দ্বিতীয় দৃষ্টিটি কোরান হাদীস এর আলোকে সৃষ্ট অন্তর্দৃষ্টি। ঐ অন্তর্দৃষ্টির ব্যাখ্যা ও বিশ্লেষন ধর্মনিরপেক্ষ মানুষ এর কাছে বড় বেশী সেকেলে, রাবিশ, অযৌক্তিক, পাগলামী, মোহ ইত্যাদি মনে হয়। কারন বেশীরভাগ সময় ধর্মনিরপেক্ষ অবস্থানে থেকে বুঝা যায়না কেন ২৩/২৪ বছরের তাগড়া সাধারন কোন ছেলে বোম্বের কোন নায়িকার নাচ সাথে ফ্রী ড্রিংসকে উপেক্ষা করে না - কোথাকার কোন তেতুল হুজুরের বস্তাপচা কথা শুনছে সাথে মশার ফ্রী মশার কামড় - আর কি যে মজা সে পাচ্ছে যে অনবরত কাদছে।
আপনি আমি যদি এদের সাইকোলজী নিয়ে কোন রেশানাল খুজে পাই তবে দেখবো - পাকিস্থানের প্রতিটি কথায় সাধারন মানুষ ইন্ডিয়াকে জ্যামিতিক হারে ঘৃনা করতে উদ্ভুদ্ধ হচ্ছে। বাহিরের চোখে যদিও আমরা দেখছি পাকিদের প্রতিটি স্টেইটমেন্ট জামাতের বিপক্ষে যাচ্ছে এবং সম্ভবতঃ জামাত ও তা জানে - কিন্তু জামাতিদের একটা অন্তঃর্দৃষ্টি আছে যেমন করে গ্রামের ঐ সাধারন মানুষদের আছে।
ভীন্ন কারনে হলেও ইতিমধ্যে হরতালের দিন তারিখে পরিবর্তন এসেছে।
তারপরও বলছি হরতালের পরেই বুঝা যাবে,এই কর্মসূচী থেকে জামাত কতটুকু অর্জন বা বিসর্জন করল ? এবং আপনার মতামত না আমার মতামতটি ঠিক?
ওরা জামায়াতের মাথা হতে শুরু করে একে একে সব নেতাদের ধরে ধরে বিনা অপরাধে হত্যার পরিকল্পনা করছে আর জামায়াতের কর্মীরা মূখে আঙ্গুল পুরে বসে থাকবে, তাহলে তো তাদের এতোদিনার জামায়াতপ্রীতি সবই মোনাফেকী বলে প্রমাণিত হবে...
আমার এই লিখায় জামাতের ঘোষিত হরতালটির কৌশলগত সমালোচনা করেছি। হরতালে যেভাবে সাধারন মানুষ পুড়ে মরে, জনগন তা ভালো চোখে দেখে না।
তাই দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখালে জনগনের সহানুভূতি অর্জন সম্ভব। যেহেতু জনগনের জন্যই রাজনীতি।
আবার এই হরতালে সরকার পিছু হটলে আপনার সাথে সহমত পোষন করতাম।
ধন্যবাদ।।
জামাতকে কোন কর্মসূচী সরকার করতে দেবে না। এই না দেয়াটাকে আমি সমর্থন করছি না। তবে হরতালে যেভাবে সাধারন মানুষ পুড়ে মরে,তা জনগন ভালো চোখে দেখে না।
তাই দলীয় নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখালে জনগনের সহানুভূতি অর্জন সম্ভব। যেহেতু জনগনের জন্যই রাজনীতি।
ধন্যবাদ।
হাসিনার মত অর্বাচীন ও থাকবেনা।
মাহি এসব ধানাই পানাই আমরা বুঝি। ভুতের মুখে রাম-নাম। হাসিনার নাম-ই ছিল হরতাল। এখন আসছেন গণতন্ত্রের উকিল - ৫% গণতন্ত্রের!!
হরতাল নয়, বরং এরচেয়ে কঠিন কিছু করে হাসিনার পশ্চাৎদেশে আগুন দেয়া দরকার। আর হবেও তাই।
ধন্যবাদ,তবে শেখ হাসিনা রাজনীতিকে সহজ করে দিচ্ছে জামাতের রাজনীতি। ব্যাখ্যা বিশ্লেষন করে দেখুন।
যুদ্ধাপরাধ ও জামাত নিয়ে রাজনীতিটা আওয়ামীলীগের জন্য সুখকর রাজনীতি।। নিশ্চয়,আপনিও তা বুঝেন।
বাংলার মানুষও অস্ত্র ধরতে জানে।
পৈশাচিক উল্লাস যা করার করে ফেলেন।
৭১, ৭৫, ৯০, ২০০১ - এসব সংখ্যা বাড়ে। কখনো থেমে থাকেনি।
চমৎকার কমেন্টসের জন্য থ্যান্কস্।।
দাদারা স্বনির্বাচিত হাসিনার জন্য বড়ই পেরেসানী তেমনি এই ব্লগার ভাই জামাত এলার্জিতেও পেরেসানী। এরা মানুষ নামেরঅন্য এক জাত যার নাম আওয়ামী ।
তবে আপনিও কিন্তু এলার্জিমুক্ত নন।
ধন্যবাদ।।
যার নাম জঙ্গিবাদী--আওয়ামীলীগ ।
তবে এই কঠিনকে কঠিনভাবেই রুখতে হবে,আর না পারলে শেখ হাসিনাই শেষ কথা।
সরকারের স্টীমরোলারকে আপনাদের ব্যর্থতার জন্য দায়ী করলে-ব্যর্থতাই আপনাদের শেষ কথা হবে।
ধন্যবাদ।।
বর্তমানে আমাদের দেশে একটি বিভ্রান্তি সৃ্ষ্টি সফলভাবে কার্যকর রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় সেযব ভিনদেশী গোলাম দাসী জবরদল পাথরের ন্যায় জনগনের উপর চেপে বসে আসে তাকে বৈধ হোক বা অবৈধ হোক সরকার হিসেবে স্বীকার করে নেওয়াই হচ্ছে মারাত্মক এক বিভ্রান্তি।
বর্তমানে দেশে গনতন্ত্রের আকাল চলছে। গনতন্ত্র সরকারের মুখেও নাই আচরনেও নাই। আবার বিরোধী দলীয় জোটও অনুরুপ।
ধন্যবাদ।
সত্যিই বলেছেন আমি নিরপেক্ষ নই।
তবে এই লিখাটির উদ্দেশ্য ছিল হরতাল দিয়ে জামাত রাজনৈতিকভাবে কতটুকু ফায়দা অর্জন করবে? নাকী জামাতকে একা পেয়ে সরকার তার স্টীমরোলার চালানোর সুযোগটা বেশী পাবে ? আমার বিবেচনায় হরতাল নয়,অন্য কর্মসূচী দিলে ভাল হতো। ভীন্নমত থাকতেই পারে। যদিও সব কর্মসূচীকে সরকার হার্ড লাইনে থেকে রুখবে। তাছাড়া পাকিদের জামাত প্রীতি জামাতকে ইতিবাচক পরিণতি দেয়না।।
বিচারকে বিবেচনায় নিয়ে পরবর্তীতে আসব।
আশারাখি দেখা হবে।।
এদের আব্বাজানের কথা ছাড়া কিছুই বুঝতে চায় না/
সাথেই আছি
থ্যান্কস্ পাশে থেকে সাহস দেয়ায়।।
ক্লিয়ার করলে খুশি হবো।
রাজনীতি সচেতন মানুষ হিসেবে আপনারও জানার কথা- মওদূদী সাহেবের সৃষ্ট জামাত একই নামে পাকিস্থান ভারত বাংলাদেশে কার্য্যকর আর পাকিস্তান রাষ্ট্রের সাথে জামাত ৭১ থেকে ঐতিহাসিক সম্পর্কে আবদ্ধ।
ধন্যবাদ ডাক্তার রিফাতকে।।
আল্লাহ্ তাদেরকে ভালবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসাগালানো প্রাচীর। [৬১-৪].
-আর তাদেরকে হত্যাকর যেখানে পাও সেখানেই এবং তাদেরকে বের করে দাও সেখান থেকে যেখান থেকে তারা বের করেছে তোমাদেরকে। বস্তুত: ফেতনা ফ্যাসাদ বা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা হত্যার চেয়েও কঠিন অপরাধ। আর তাদের সাথে জিহাদ করো না মসজিদুল হারামের নিকটে যতক্ষণ না তারা তোমাদের সাথে সেখানে লড়াই করে। অবশ্য যদি তারা নিজেরাই তোমাদের সাথে লড়াই করে। তাহলে তাদেরকে হত্যা কর। এই হল কাফেরদের শাস্তি। [২-১৯১]
ধন্যবাদ।
যতই ভণ্ডামি করেন, সত্যকে কখনো মিথ্যা বানানো যায় না,
আসুন সমস্বরে ঘৃণা ও ধিক্কার জানাই।
ধন্যবাদ।।
***মহি১১মাসুম লিখেছেন : ভাইজান এই জেহাদী তত্ত্বানুসারেই কী চলছে হত্যাযজ্ঞ। এই তত্ত্বসূত্র কী পেট্রোল বোমা হামলায় নিরীহ যাত্রী হত্যাকে অনুমোদন করে।।***
ভাই, পেট্রোল-বোমা মেরে মানুষ মারছে জঙ্গিবাদী--আওয়ামীলীগের সক্রিয়-জঙ্গিরা,
আপনি কেন মুসলমানদের উপর দোষ দচ্ছেন ???
মন্তব্য করতে লগইন করুন