সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের !

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৮ জানুয়ারি, ২০১৪, ০৩:০১:১৪ দুপুর











রাজনীতির নামে, গনতন্ত্রের নামে, অধিকারের নামে, ভোটাধীকার প্রতিষ্ঠার নামে, যুদ্ধাপরাধীদের বিচারের নামে, জনগনের ক্ষমতায়নের নামে- মানুষ পুড়ছে, মানুষ মরছে, যানবাহন পুড়ছে, দোকানপাঠ, কলকারখানা ও সম্পদ ধ্বংস হচ্ছে ।

একটা বিষয় স্পষ্ট- সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদল বা যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে রক্তের হোলিখেলা বা হত্যাযজ্ঞে বা হত্যা উৎসবেঃ

যারা মরছেন-তারা কমবেশী সবাই সাধারন নাগরিক ।

আবার যারা মারছেন-তারাও সাধারন নাগরিক শ্রেনীর অন্তর্ভূক্ত।


আমার জানতে ইচ্ছে করেঃ

এক) ক্ষমতার পালাবদল কেন্দ্রিক প্রধানমন্ত্রী,মন্ত্রী,এমপি হওয়ার লড়াইকে কেন্দ্র করে যারা মারা যাচ্ছেন-তাদের মধ্যে ঐসব নেতাদের পরিবারের একজনও খুঁজে পাবেন কী ?

দুই) যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তিকে কেন্দ্র করে যারা মারা যাচ্ছেন-তাদের মধ্যে ঐসব যুদ্ধাপরাধী পরিবারের একজনও খুঁজে পাবেন কী ?


চূড়ান্ত ভাবনায় আমরা নিজেদের নিজেরাই মারছি এবং মরছি, নেতা/নেত্রী নিজেরা এবং ওনাদের পরিবার সুরক্ষিত, যথারীতি নিরাপদ দূরত্বে । আর আমাদের জন্য ওনাদের মহানবাণী-বড় কিছু অর্জনের জন্য জনগনকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয় । দুঃখ হয়, এই ত্যাগটাই জনগনের জীবনদান আর ত্যাগের বিনিময়ে অর্জনটা জনগনের নয়, লুটেপুটে ভোগ করবেন ওনারা (নেতা/নেত্রীরা) ।

সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের !

বিষয়: রাজনীতি

২৩০০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160385
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
নীরু লিখেছেন : সুন্দর ও বস্তুনিষ্ট বিশ্লেষনটি সত্যিকার অর্থেই রাজনীতি নামক ধাপ্পাবাজীর বাস্তব প্রতিচ্ছবি।
ধন্যবাদ আপনাকে।।
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৯
115139
মহি১১মাসুম লিখেছেন : সহমতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
160390
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
এক্টিভিষ্ট লিখেছেন : অনেক দিন আপনার লেখা পেলাম। ভালো লাগলো।
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
115145
মহি১১মাসুম লিখেছেন : এক্টিভিষ্ট ভাই বেশ কিছুদিন যাবত আছি। হয়তো পরষ্পর সামনা-সামনি পড়িনি।
আন্তরিক অনুভূতির জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
160760
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৮
সাইদ লিখেছেন : যেকোন ধরনের সহিংসতা আসলে নিন্দনীয়।এর জন্য দু দলই সমভাবে দায়ী।স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার যেমন সরকারের দেওয়া উচিত তেমনি শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করাও বিরোধী দলের উচিত। দুটার কোনটাই উপস্থিত নেই. দলীয় সরকারে অধীনে যে সুষ্ঠ নির্বাচন সম্ভব না তা এর আগে এরশাদ,খালেদা প্রমান করে দিয়েছে।হাসিনা বাদ ছিলো। হাসিনা এবার তা প্রমান করে দিলেন.আমাদের নেতারা এখনও এতোটা উদার হতে পারেনি যে তাদের পক্ষে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ থাকা সম্ভব। শেখ হাসিনার এই সত্যটা মেনে নিয়ে দ্রুত নির্বাচন এর ব্যাবস্থা না করলে এর থেকেও ভয়াবহ অবস্থার দিকে যাবে। আওয়ামিলীগের অন্তত দেশের বাস্তবতা উপলদ্ধী করা উচিত।দেশের মানুষ একটা শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচন চায়. ৫ই জানুয়ারীর নির্বাচন থেকে তাদের বাস্তবতা উপলদ্ধী করা উচিত।ক্ষমতায় জোর করে চাইলে পাঁচ বছরও আওয়ামিলীগ থাকতে পারবে হয়তো কিন্তু সাধারণ জনগনের মনে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী ঘৃণার জন্ম নেবে।সেটা যতো দ্রুত আওয়ামিলীগ বুঝতে পারবে ততো আওয়ামিলীগের জন্য যেমন ভালো দেশের জন্যও ভালো।বর্তমান বিরোধী দল ব্যার্থ হলে নতুন কোন বিরোধী দল সময়ের প্রয়োজনে সৃষ্টি হবেই ---সেটা পাঁচ হোক দশ বছর পরে হোক.এইভাবে আওয়ামিলীগ মানুষের মন কখনো জয় করতে পারবেনা।
০৯ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৫
115176
মহি১১মাসুম লিখেছেন : সাঈদ ভাই আপনার সমালোচনাটির বাস্তবতা ও সত্যতার সাথে শতভাগ একমত। আমাদের দেশের প্রধান দলগুলো জনগনের নামে নিজেদের আখেরগুছানোতেই আত্মনিয়োগ করে। তাই একের পর এক কৃত্রিম সংকট তৈরী হয় বা করে ।
ধন্যবাদ আপনাকে। আপনার মন্তব্যটি আমার পূর্বের পোষ্টটির ক্ষেত্রে প্রাসঙ্গিক।
তবে এই লিখাটির(সত্যিই সেলুকাস ! কী বিচিত্র নেতা/নেত্রী আর জনগন ভাগ্য আমাদের!) সমালোচনা থাকলে,অবশ্য তা জানার আগ্রহবোধ করছি।
161002
১০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৭
সাঈদ রাহমানী লিখেছেন : ভালো লাগলো
১২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
115967
মহি১১মাসুম লিখেছেন : সহমতের পোষনের জন্য সাঈদ রাহমানী ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
162089
১৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
হতভাগা লিখেছেন : এ কথা তো মহাবীর আলেকজান্ডার সেই কবেই বলে গেছেন !
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
116346
মহি১১মাসুম লিখেছেন : হতভাগা সাহেব আমিতো জানতাম মহাবীর আলেকজান্ডারের প্রায় শত বৎসর পূর্বেই হতভাগা নামক ব্লগার তা বলেছেন।
দুঃখিত কপি করার জন্য।
162098
১৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২০
অজানা পথিক লিখেছেন : ভেঙ্গেই চুরমার আজ দেশের চাকা
খেটে খাওয়া মানুষের পকেট ফাঁকা
১৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
116350
মহি১১মাসুম লিখেছেন : অজানা পথিক ভাইকে ধন্যবাদ।
শতভাগ ন্যায্য কথা বলার জন্য।।
163272
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৯
সাদাচোখে লিখেছেন : আপনার লিখাটা বাস্তবতা। কিন্তু আপনি কি বলতে পারেন অগা মগা ও হাসিনা খালেদা টাইপের লিডারশীপ এর জন্ম হয় কি করে - যদি না অমন গর্দভ টাইপের জনগন না থাকে? অমন করে মরার ও মারার মত জনগন আছে বলেই - এ দেশে পিন্টু ঝন্টু চিন্টু মায়া টাইপের রাজনীতিবিদ আছে। আছে তাদের সপ্তার্চার্যের ন্যায় নেত্রী।
স্মার্ট নেতা নেত্রী হলে স্মার্ট জনগন হত - যারা দেশের ভিতর এমন টালমাটাল অবস্থা সৃষ্টি হলে প্রথম ঠেলাতেই নেতা নেত্রী নির্মূলে নামতো, তাদের বাড়ী গাড়ী আর ইয়াবা সেবী ভীনদেশী বংশকে হয়তো পুড়িয়ে চারখার করতো।
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
117845
মহি১১মাসুম লিখেছেন : সাদাচোখ ভাই আপনার মতামত অন্য দশজন থেকে আলাদা ও গঠনমূলক। এজন্য কৃতজ্ঞতা জানবেন।
তবে চূড়ান্ত দায়ভার জনগনকে দিব না। জনগনকে হাসিনা-খালেদা প্রচার মাধ্যম,অর্থকড়ি,পেশী শক্তি দিয়ে ওনাদের বিকল্প গড়তে দিচ্ছেন না,ওনাদের লেজুড় হলে আপনার মত ভালো লোক হয়না বলবে আবার সমালোচনা করলে দমনপীড়ন আসবে।
আমার বিশ্বাস জনগন ভারতের মত আমজনতা টাইপের পরিবর্তন আনবে। তবে তা সময় সাপেক্ষ । আশা রাখি বৃত্তের বাহিরে জনগন আসবেই।
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৯
117992
সাদাচোখে লিখেছেন : আশা রাখি বৃত্তের বাহিরে জনগন আসবেই।

অবশ্যই - কিন্তু যথার্থ লিডারশীপ ছাড়া জনগন কোন দিন বাহিরে এসে কিছু করতে পারবেনা। আর লিডারশীপ এর জন্য দরকার আদর্শ ধারন। বর্তমান বাংলাদেশে মানি মেকিং একটিভিটি ছাড়া একজন কমিটেড মানুষের আর কি আদর্শ আছে?

ইসলামিক আদর্শ ছাড়া আর কোন আদর্শের কারনে একজন মানুষ তার পরিবার পরিজন, প্রেমিক প্রেমিকা, ক্যারিয়ার-বিজনেস কিংবা টাকা পয়সার লোভ ছেড়ে জনগনের জন্য নেতৃত্ব দেবার নামে রাস্তায় নামবে, শহর গ্রাম গন্জ চষে বেড়াবে?

যেহেতু অমন কোন আদর্শ এ মূহূর্তে ফ্রেশ মানুষের সামনে নেই - সেহেতু তা হবেনা। আমার ব্যক্তগত মত।

একমাত্র অপশান ইসলামকে কেন্দ্র করে যদি কোন নেতৃত্ব গর্জে উঠে এবং ছড়িয়ে পড়ে। যদিও তা আপাতঃ মনে হয়না সম্ভব। কারন - ওয়ার্ল্ড ক্যাপিটালিজম বাংলাদেশ হতে যে পরিমান লভ্যাংশ প্রতি মিনিটে আয় করছে এবং নিয়ে নিতে পারছে - পরিবর্তিত সিস্টেমে - ওর একটা ফ্রাকশান ও নেওয়া সম্ভব হবেনা।

সো আমি বাংলাদেশের ব্যাপারে আশাবাদী না। হার্ডলী জোড়াতালি টাইপের কিছু একটা দিয়ে আরো এক কিংবা দু দশক চলবে যতক্ষন না আমেরিকার কাছ হতে পাওয়ার শিফট হয় - এবং ইজরাইল ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করে।
164658
২০ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৭
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৫
119281
মহি১১মাসুম লিখেছেন : মিঃ প্যারিস ভাই ভালো লেগেছে বলে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
164871
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৭
আবরণ লিখেছেন : জনগনের মধ্যে রাজনৈতিক সচেতনতা না আসলে গুন্ডা পান্ডা মার্কা নেতারাই দেশের সর্বেসর্বা হয়ে দেশ চালাবে তাদের মত করে। জনগনের ভাগ্যের পরিবর্তন হবে না। এখনও এ দেশে অনেক লোক আছে যারা ভোটের সময় কোন প্রার্থী কি দিল তার নিরীখে তার নিজের ভোটের মূল্যায়ন করে। ফলে প্রতিদানে যা' পাওয়ার তাই পায়। ধন্যবাদ আপনাকে।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:১৩
119283
মহি১১মাসুম লিখেছেন : আবরণ ভাই আপনার উপলব্দির সাথে একমত। সত্যিকার অর্থে সমাজের বিবেক তৈরীর কারিগর বুদ্ধিজীবি লেখক সুশীলরা বড় দুই দলের লেজুড়ে মতামত তৈরীতে ব্যস্ত। তাই আমরা বহুভাগে দ্বিধাবিভক্ত হয়ে আছি।
সত্য,সঠিক মত-পথ নির্ধারন আমাদের জন্য অনেকটা দুরুহ।
আবরণ ভাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
১০
165468
২১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
আবরণ লিখেছেন : @মহি১১মাসুম। আপনার সাথে সব সময় মতের মিল না হলেও আপনার লেখার মধ্যে একটা মুন্সিয়ানা আছে যা' আমাকে মুগ্ধ করে। আপনি ভাল থাকবেন। ধন্যবাদ।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৩
119674
মহি১১মাসুম লিখেছেন : আবরণ ভাই আমার লিখাকে আপনি যেভাবে মূল্যায়ন করেছেন,তা আপনারই উদারনৈতিক মানুসিকতার পরিচায়ক ।
আপনার মূল্যায়নের ভার বহনের ক্ষমতার ব্যাপারে আমি সন্দিহান।
তবে আপনার মতামত আমাকে আরো বেশী দায়িত্বশীল যৌক্তিক ও সিরিয়াস হওয়ার অনুপ্রেরনা যোগাবে।
আপনার উদারনৈতিক ও অনুপ্রেরনাদায়ক কমেন্টসের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারও মঙ্গল কামনা করছি,ভালো থাকবেন।
১১
166001
২২ জানুয়ারি ২০১৪ রাত ১০:৫৮
রওশন জমির লিখেছেন :
ভাল লাগলো। ধন্যবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৯
120369
মহি১১মাসুম লিখেছেন : মিঃ রওশন জমির ভাই ভালো লেগেছে বলে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File