ব্লগারদের জয় জয় কারে শাহবাগ। একে কি বলবেন। ব্লগার অভ্যুত্থান! নাকি অন্য কিছু। নিশ্চয় শাহবাগ কৃতিত্বে আপনিও গর্বিত।
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১২:৪৭ সকাল
দুইদিনের ব্যস্ততায় ব্লগে ঢুকতে পারিনি।
নিয়মিত অনেক ব্লগার দেখছি না ।
সম্ভবতঃ শাহবাগে।
কিন্তু যারা আছেন, তারা শাহবাগ টেনশনে আছেন।
বুঝলাম না, বাঘটা এখন শাহবাগে নাকি!
ভয় নাই।
রাখে আল্লা মারে কে ?
তবে খেয়াল রাখবেন ।
পাপ নাকি বাপেরেও ছাড়ে না।
বিষয়: রাজনীতি
১২১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন