অবস্থান যেখানে অংশ গ্রহন হউক সেখানেই । -শাহবাগ স্কয়ার তথা প্রজন্ম স্কয়ার সমর্থকদের একজন।
লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:২৭:৩৩ রাত
অবস্থান যেখানে অংশ গ্রহন হউক সেখানেই ।
-শাহবাগ স্কয়ার তথা প্রজন্ম স্কয়ার সমর্থকদের একজন
আমি একজন নবীন ব্লগার হিসেবে নিজেকে সন্মানিত অনুভব করছি । টুডে ব্লগে লিখার সুযোগ করে দেয়ার জন্য টুডে ব্লগকে কৃতজ্ঞতা জানচ্ছি ।
সন্মান ও কৃতজ্ঞতা তাদের জন্য সম্ভব হয়েছে, যারা শাহবাগে আজকের এই আয়োজনটি করে জাতিকে আবারও সংঘবদ্ধ করার চেষ্টায় অবিরত আছেন ।
৭১ এ অনেক কষ্ট, অনেক ত্যাগ যে জাতির, সেই জাতিটি তার শ্রেষ্ট সন্তানদের অপমান, অবজ্ঞার হাত থেকে রক্ষার দায়- দায়িত্বের কথাই বলছে- আজকের শাহবাগ স্কয়ার তথা প্রজন্ম স্কয়ার ।
আসুন, যে যেখানে যেভাবেই আছি, সক্রীয় অংশ গ্রহন করি ।
মায়ের কাছে শুনেছি, ওনি দাদীসহ কিভাবে মুক্তিযুদ্ধাদের খাবার ও যৎসামান্য আর্থিক সহযোগিতার দায়িত্ব পালন করতেন ।
আমি দেশের বাহিরে থাকায়, মনে প্রাণে থাকলেও স্বশরীরে শাহবাগে থাকতে পারছিনা । কিন্তু দায়িত্ব পালন করতে চাই ।
টুডে ব্লগের সম্পাদকের কাছে জানতে চাই আপনারা শাহবাগকে কিভাবে নিয়েছেন ।
বিষয়: রাজনীতি
১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন