নির্বাচনী লড়াইয়ের ট্র্যামকার্ড এরশাদ কার হবে ?

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২৬ জুন, ২০১৩, ০৩:১১:৪০ রাত











মহাজোটে এরশাদের জাতীয় পার্টি থাকবে কি থাকবেনা, এ নিয়ে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে আছে আওয়ামী লীগ । সম্প্রতি রওশন এরশাদের চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর যান । খালেদা জিয়াও নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান । এ নিয়ে কমবেশী দেশের সব পত্রিকায় কল্পনা নির্ভর বৈঠক বিষয়ক খবর এসেছে, যদিও বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে বিবৃতি দিয়েছেন । সফর শেষে এরশাদ ফিরে এসে মুখ খোলেননি, অবশ্য এ নিয়ে আওয়ামী লীগ এরশাদের ওপর সতর্ক দৃষ্টি রেখেছে এবং অবস্থা বুঝার চেষ্টা করছে ।

সরকার পরিচালনায় জাতীয় পার্টিকে একটি মাত্র মন্ত্রীত্ব দেয়া হয়, এ নিয়ে জাতীয় পার্টি প্রথম থেকেই মনক্ষুন্ন । জাতীয় পার্টি অনিচ্ছা সত্ত্বেও ছাড়া-ছাড়াভাব নিয়ে মহাজোট ও সরকারে জড়িয়ে আছেন । সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্টতা ও এরশাদের ঝুলে থাকা মামলার কারনে এরশাদ সরকারকে চাপেও ফেলতে পারছেন না, মহাজোটও ছাড়তে পারছেন না ।

কমবেশী সবাই মনে করেন সরকারের শেষ সময়ে এরশাদ মহাজোট ও সরকার থেকে বেরিয়ে যাবেন । তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী জোটে নাকি বিএনপির জোটে নাকি নিজেই তৃতীয় কোন জোট সৃষ্টি করবেন নাকি একক ভাবে নির্বাচন করবেন, তা নির্ভর করবে শেষ মুহূর্তে ক্ষমতার অংকের হিসাব-নিকাশে ।

এরশাদ নিজেকে নিরাপদ রাখার জন্য নিশ্চিত ক্ষমতার পাশেই থাকতে চাইবেন । এখনকার বাস্তবতায় মনে হবে এরশাদ বিএনপির জোটে অবস্থান নিবেন, কারন সম্প্রতি চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর জয় সে ইঙ্গিতই দিচ্ছে । কিন্তু চুড়ান্ত বাস্তবতা নির্ভর করবে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায় করতে পারা না পারা, বিএনপির নির্বাচন বয়কট করা, না করার ওপর ।

অর্থাৎ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে এরশাদ নিশ্চিত ভাবে বিএনপির অনুকূলে থাকবে আবার পঞ্চদশ সংশোধনী অনুসারে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশ গ্রহন না করলে এরশাদ একক ভাবে নির্বাচনে যাবে । আবার তত্ত্বাবধায়ক ছাড়াই বিএনপি নির্বাচনে গেলে এবং আওয়ামী লীগ এরশাদকে সরকার গঠনের মত স্বপ্ন(?!?!) দেখাতে পারলে আবারো মহাজোটে ফিরে আসবে, আর আওয়ামী লীগ সরকার গঠনের স্বপ্ন (?!?!) দেখাতে না পারলে বা বাস্তবতা না থাকলে এরশাদ বিএনপির সাথে সম্পর্ক রেখে সিদ্ধান্ত নিবে ।

তবে এরশাদকে নিয়ে অগ্রিম ধারনা দেয়া কষ্টকর, কেননা এরশাদ কোন সিদ্ধান্তেই স্থায়ী ভাবে অবস্থান ধরে রাখেন না বা রাখতে পারেন না ।

আপনার ভাবনায় শেষ পর্যন্ত এরশাদ কার হবে এবং সেক্ষেত্রে যুক্তি কি ?

বিষয়: রাজনীতি

১৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File