সুশীল/বুদ্ধিজীবিদের টকশো ।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২১ জুন, ২০১৩, ১১:২৫:১৫ রাত

(একটি প্রকাশিত কলামের অংশ বিশেষ ও পাঠক মতামত)-আপনার মন্তব্য দিন।

সমাজের প্রথিতযশা শিক্ষাবিদ সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পর্যায়ের অগ্রসর চিন্তার ধারকরা তাঁদের চিন্তা চেতনাকে মিডিয়ার মাধ্যমে জনগনের সামনে উপস্থাপন করেন । আর পাঠক সমাজ লেখকের লিখিত বিষয়ে পড়ে সমাজ পরিবর্তন ও উন্নয়নমুখী সমাজ গঠনে অনুপ্রাণিত হন । এভাবেই পাঠক সমাদৃত ও সমাজ উন্নয়নে অনুপ্রেরণাদায়ক লেখকরা সমাজ রাষ্ট্রে চিন্তাবিদ বুদ্ধিজীবি হিসেবে স্বীকৃতি অর্জন করেন । রাষ্ট্রের নাগরিকদের চিন্তা-চেতনার স্তর উন্নয়নে বুদ্ধিজীবিদের ভূমিকা অনস্বীকার্য ।

বর্তমানে অসংখ্য বেসরকারী টিভির টকশোর বদৌলতে প্রায় প্রতিদিনই আমরা হরেক রকম চিন্তাশীল মানুষের চিন্তা চেতনা সম্পর্কে জানতে পারছি । টিভি টকশোর আলোচকদের একটা বৃহৎ অংশের অগভীর চিন্তা-চেতনা, লেজুরবৃত্তি মানুষিকতা, প্রস্ততিহীন অত্যধিক উপস্থিতি এবং একই বিষয়ে ইনিয়ে বিনিয়ে উপস্থাপনা যেমনি ওনাদের ব্যক্তিগত ইমেজকে সংকটে ফেলছে তেমনি শ্রোতা দর্শক হিসেবে আমরা বিভ্রান্ত ও বিরক্ত হচ্ছি । প্রায়শঃ দেখতে পাই ওনারা যতটা বর্তমান বা ভবিষ্যত নিয়ে বলেন তার চাইতে বেশী অতীত আশ্রয়ী বক্তব্য নিয়ে হাজির হন । এসব দেখে দেশ জাতির চিন্তার ঐক্য তৈরী করছে নাকি দেশ জাতিকে দ্বিধা বিভক্ত ও বিভ্রান্ত করছে, তা অবশ্যই গবেষনার দাবী রাখে । টিভি টকশোর এই আলোচকদের মধ্যে যারা সরাসরি রাজনৈতিক দল ভূক্ত নয় আবার বুদ্ধিজীবির স্বীকৃতিও অর্জন করতে সক্ষম হননি, এমন সব চিন্তাবিদরা নিজেদের সুশীল সমাজের প্রতিনিধি ভাবতে ও বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ।

দুর্ভাগ্য কি সৌভাগ্য তা জানিনা, শুধু সুশীলরা কেন, হাটে মাঠে ঘাটে কমবেশী আমরা সবাই জেনে না জেনে রাজনীতিবিদদের তুলোধুনো করতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করি না, ক্ষেত্র বিশেষ ফ্যাশন বলেও মনে হয়, কেউ কেউ আবার নিজেকে সুশীল প্রমানের কৌশল হিসেবে গ্রহন করেন ।

যাহোক, টিভি টকশোর সুশীলরা যে ভাষায় রাজনীতিবিদদের সমালোচনা করেন, তাতে মনে হয় রাষ্ট্রের সব ব্যর্থতায় দায় রাজনীতিবিদদেরই । রাজনীতিবিদরা রাষ্ট্রের সমস্ত অর্জনকে ধুলিৎস্মাত করছেন । রাজনীতিবিদদের অর্জনের স্বীকৃতি না দিয়ে এভাবে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করাটা কতটা নৈতিক, তাও সমালোচনার দাবী রাখে, আমার বিবেচনায় ক্ষেত্র বিশেষ অনৈতিক মনে হয় । যে রাজনীতি আমাদের মায়ের ভাষায় কথা বলা, স্বাধীন ভূখন্ড, পতাকা ও স্বাধীন জাতির পরিচিতি দিয়েছে, সেই রাজনীতিই আজ হাজারো প্রশ্নবানে জর্জরিত । রাজনীতিবিদদের সাপাই লিখার জন্য বসিনি, বলতে চাই আমরা যে মাত্রায় অভিযোগ করছি, তা কতটুকু যৌক্তিক । রাজনীতিবিদদের নৈতিক স্খলন, নীতিহীন আচরণ, দল পরিচালনায় অগনতান্ত্রিক আচরণ ও ব্যক্তি কেন্দ্রিকতা অবশ্যই সমালোচনার দাবি রাখে ।

ক্ষমতার প্রতি নির্মোহ ও সমাজ রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ প্রজ্ঞাবান সুশীল বুদ্ধিজীবিরা রাজনীতি ও রাষ্ট্র পরিচালনাকে রাজনীতিবিদদের ধ্যান-জ্ঞানের বিষয় বলে মনে করেন । রাজনীতির দুর্বলতা ও জরাজীর্ণতা রাজনীতিবিদদেরই কাটিয়ে ওঠতে হবে, প্রয়োজনে সুশীলরা পরামর্শ দিবেন কিন্তু রাষ্ট্র ও রাজনীতি পরিচালনায় আসবেন না । তবেই আমরা এগুবো, উন্নত গনতন্ত্রের ধারক বাহকের গৌরব অর্জন করব ।

পাঠক মন্তব্য

আরি, কুমিল্লা, 15 Jun,2013 10:34pm

সুশীল সুশীল ভাবের সুশীলরা ক্ষতিকর। ভাব জগতের এই সুশীলরা নিজেদের সুশীল বলে অহংকারবোধ করে। ইদানিং দেশে এ গোষ্ঠীর প্রাদুর্ভাব লক্ষ্যণীয় পর্যায়ে পৌঁছেছে। প্রকৃত সুশীলরা নিরহংকারী ভদ্র ও মার্জিত ধরনের মানুষ।

মাহি, ঢাকা, 15 Jun,2013 10:55pm

রাজনীতি ও দেশ পরিচালনায় সুশীলদের অংশ গ্রহন সুশীলের মর্যাদা ও রাষ্ট্রের জন্য নেতিবাচক বার্তা সম।

আমিন ।, ঢাকা, 16 Jun,2013 11:16pm

রাজনীতি যেখানে দূর্বল, সুশীলদের কন্ঠ থাকে সবল। সিটি কর্পোরেশন নির্বাচন সরকার ম্যানেপুলেট করলে সুশীলরা টকশো জমাতে পারতেন, মুখে খই ফুটত।

নীরু, জাপান, 19 Jun,2013 12:26am

দেশের সুশীলরাও কমবেশী দুই ভাগে বিভক্ত। লেজুরে সুশীলরা দেশকে আর কি দিবেন। সুশীলদের উচিত লেজুরে মানুষিকতা ত্যাগ করে তৃতীয় শক্তি বিনির্মানে ভূমিকা রাখা।

নাজমুল, কুমিল্লা, 20 Jun,2013 07:02pm

লেখাটা পড়ে ভালো লেগেছে। তবে অবাস্তব হলেও বলছি, এমনটা হলে কেমন হবে- সুশীলরা সরাসরি একটি রাজনৈতিক দল গঠন করলে কেমন হয়। এতে অন্ততঃপক্ষে কেউ বলতে পারবেনা, অন্যের সেক্টর নিয়ে কেন এত মাতামাতি।

নাহিদ, ঢাকা, 21 Jun,2013 08:01pm

সুশীলদের সুনির্দিৃষ্ট কমিটি ভিত্তিক অবস্থান ও কার্যক্রম থাকা দরকার, এতে ওনারা রাজনীতিবিদদের যা পরামর্শ দেন,যেমন-ব্যক্তিগত সম্পদের হিসাব,কমিটি ফরমেটে গনতন্ত্রের চর্চা,কথা ও কাজে সাদৃশ্য রাখা ইত্যাদি। তা নিজেদের বেলায় পারেন কি? পারলে রাজনীতিবিদদের বলার যৌক্তিকতা প্রমান হবে,না পারলে,কেন পারছেন না,তা বলতে হবে।

আপনার মন্তব্য দিন।

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File