রায় কি হত্যা লুন্ঠন ধর্ষণ গনহত্যার কথা বলছে ! রায় কি রাজনৈতিক সমীকরণের কথা বলছে ! রায়ে সন্তুষ্টি নাই জনমনে।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৭:২৭ রাত







রায় কি হত্যা লুন্ঠন ধর্ষণ গনহত্যার কথা বলছে !

রায় কি রাজনৈতিক সমীকরণের কথা বলছে !

রায়ে সন্তুষ্টি নাই জনমনে।


যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে উৎকন্ঠা উদ্বেগের পরিসমাপ্তি আসেনি আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন শাস্তির রায়ের পরও।

যুদ্ধে মানবতা বিরোধী অপরাধীদের মধ্যে কসাই কাদের অর্থাৎ কাদের মোল্লার অপরাধের ঘটনা কমবেশী সবাই জানি। তাই সর্বোচ্চ শাস্তিটি কাদের মোল্লার ক্ষেত্রে আসবে, এই ধরনের কথাবার্তা সচেতন মহলে বলাবলি হচ্ছিল। কিন্তু রায় ঘোষনার পর জনগন অবাক ও বিস্মিত হয়েছে।

আসুনতো রায়টির ফর্মূলা ও সমীকরণ মিলিয়ে দেখি।

রায়টি নিয়ে কে কেমন মতামত পোষণ করছেন।

রায়ে কার কি অনুভূতি বা সন্তুষ্টি অসন্তুষ্টি খালি চোখে বিশ্লেষন করে দেখি।

বাদী বিবাদীর দৃষ্টিতেঃ

বাহ্যিক ভাবেঃ

বাদী- অসন্তুষ্টু

বিবাদী- অসন্তুষ্টু

পর্দার অন্তরালেঃ

বাদী- !!!!!!?????

বিবাদী- !!!!!?????

জনগনের দৃষ্টিতেঃ

বেশীর ভাগ জনগণ- অসন্তুষ্টু

মুষ্টিমেয় জনগণ- সন্তুষ্ট

হাতে গোনা জনগণ- বিভ্রান্ত

রাজনৈতিক দলের দৃষ্টিতেঃ

আওয়ামী লীগ- অসন্তুষ্টু

আওয়ামী লীগ (কর্মি সমর্থক পর্যায়ে)- অসন্তুষ্টু

আওয়ামী লীগ (নেতৃত্বের সর্বোচ্চ পর্যায়ে)- রহস্যজনক ?!?!?!

ঘাতক দালাল নির্মূল কমিটি- অসন্তুষ্টু

বামপন্থী দল সমূহ- অসন্তুষ্টু

জামাত- সন্তুষ্টি অসন্তুষ্টির দোলাচলে।

বিএনপি- অসন্তুষ্টু(হায়রে রাজাকার !! ফাঁসি হলে মুক্তি পেতাম, আর কতদিন শুনতে হবে আশ্রয় প্রশ্রয় নিয়ে আওয়ামী খোঁচা !)

আপনি কি ভাবছেন।

কেমন আছেন।

জানাবেন প্লীজ্ , আমি- মানুষিক ভাবে দুঃখ ভারাক্রান্ত।


বিষয়: রাজনীতি

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File