দায় কার ? নৈতিক চরিত্রের/দাঁড়ি-টুপির নাকি রাজনীতির।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৮ জুন, ২০১৩, ০১:২২:০৫ রাত







উপরের ছবিগুলি কাংখিত নয়। কিন্তু আমরা দেখছি ও বিতর্ক করছি, নিজ নিজ দৃষ্টভঙ্গির আলোকে।

প্রথম ছবিটি দেখিয়ে অনেকে বলেন এ সরকার দাঁড়ি টুপির শত্রু।

দ্বিতীয় ছবিটি দেখিয়ে কেউ বলেন হেফাজত কোরআন শরীফ পুঁড়িয়েছে আবার কেউ বলেন সরকার হেফাজতকে ব্লেইম দেয়ার জন্য পুঁড়িয়েছে।

তৃতীয় ছবিটি দেখিয়ে বলছেন ধর্ম শিক্ষার শিক্ষক হয়েও ধর্মীয় মূল্যবোধকে হুজুর জলাঞ্জলি দিলেন বা অপমানিত করলেন বা ধর্মীয় মূল্যবোধ হুজুরকে ঠেকাতে পারেনি।

আমার দৃষ্টিতে উপরোক্ত ছবিগুলি হচ্ছে অপরাজনীতি কিন্তু এ নিয়ে আমরা ধর্মানুভূতিকে রাজনীতিতে অযাচিত ভাবে ব্যবহার করছি।

একমত হবেন কিনা জানিনা,

ধরুন, একজন জামাতকর্মী ও একজন আওয়ামী লীগ/বিএনপি কর্মী রাজনৈতিক কলহ থেকে মারপিটের পর্যায়ে লিপ্ত হলেন। জামাতকর্মীর দাঁড়িটুপি থাকায় কেউ যদি দাঁড়ি টুপিওয়ালাকে মারছে, এটা ঠিক । নাকি আওয়ামী লীগ/বিএনপি কর্মীর মারের শিকার জামাত, এটা ঠিক।

দ্বিতীয় ছবিটি আমাদের অপরাজনীতির কালচার। হেফাজত কর্মীরা আগুন দিয়েছিল ফুটপাতের পলিথিন আবৃত দোকানে। সেই পলিথিনের নীচে কি ছিল, তা জানতেন না।

তৃতীয় ছবিটি একজন বয়োজেষ্ট্য দুশ্চরিত্র নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিবর্জিত মাদ্রাসা শিক্ষকের কান্ড।

ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে ধর্মকে ব্যবহার করে -ধর্মকে বিতর্কিত করছে। আসুন ধর্মের অযাচিত ব্যবহার বন্ধ করি।

বিষয়: রাজনীতি

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File