কথায় কথায় হরতাল !! করণীয় কি ??

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৩ মে, ২০১৩, ০১:১০:২৭ রাত









হরতাল গনতান্ত্রিক আন্দোলনের শেষ ধাপ। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কি হরতাল ঘোষনায় সে বিবেচনাবোধটি রাখেন?

আর হরতাল সফল কি ব্যর্থ হয়েছে তা কে কিভাবে নির্ধারন করবে? মোটকথা রাজনীতিবিদদের আন্দোলনের এই অস্ত্রটির অযাচিত ব্যবহার রোধে আমরা ভূক্তভোগী নাগরিক হিসাবে কি করতে পারি?

কেউ হয়ত বলবেন ভূক্তভোগী নাগরিকরা এ দাবিতে হরতাল ডাকলে কেমন হয়। মাইনাসে মাইনাসে প্লাস, এই থিওরীতে হরতাল যদি বিলুপ্ত হয়, জনগন বেঁচে যাবে।

নাকি হরতাল মানা বা না মানার নাগরিক অধিকারটি আদায়ে সরকারকে আইন প্রনয়ণে বাধ্য করবে জনগন। আমার বিবেচনায় জনগনের এই অধিকার নিশ্চিত হলে হরতালের অপপ্রয়োগ অনেকাংশে বন্ধ হবে।

যেমনঃ ঘোষিত হরতালের দাবিটিতে আমার সমর্থণ নাই। আমি আমার দোকানটি খুলে বসলাম, হরতাল ঘোষনাকারী দলটি আমার দোকান ভাংচুর করল, সরকার আমার দোকানের নিরাপত্তা দিতে হওয়ায় সরকারই স্বল্প সময়ের মধ্যে আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে এবং সরকার পরবর্তীতে হরতালে অগনতান্ত্রিক কার্যক্রমের জন্য হরতাল ঘোষনাকারী দল থেকে ক্ষতিপূরণ আদায় করবেন। এতে হরতালের অযাচিত ব্যবহার ও হরতালে জনগনকে জিম্মী করার প্রবণতা কমবে।

আপনি কি মনে করেন? অথবা হরতালের অপপ্রয়োগে আপনার পরামর্শ কি?

বিষয়: রাজনীতি

১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File