লাশের সংখ্যা নিয়ে রাজনীতি অনাকাংখিত।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ০৮ মে, ২০১৩, ০৮:১০:৪১ রাত









হেফাজতকে মতিঝিল শাপলা চত্বর থেকে সরিয়ে দিতে আইনশৃংখলা বাহিনীর যৌথ অভিযানে কতজন হেফাজত কর্মী নিহত হয়েছেন। এ নিয়ে প্রধান দল দুইটি কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। যা অনাকাংখিত।

একজন মানুষের মৃত্যুও কামনা করি না। কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কৌশল মানুষের জীবন কেড়ে নেয়।

হেফাজতের নেতারা প্রশাসন থেকে অনুমতি নেয়া সময়ের মধ্যে শেষ করে পরবর্তি কর্মসূচী দিতে পারতেন। কিন্তু তা না করে বিএনপির প্রলোভনে পড়ে লাগাতার অবস্থানের কর্মসূচী গ্রহন করলেন। আর বিএনপি নেত্রী নেতাকর্মীদের নির্দেশ দিলেন হেফাজতের পাশে রাত্র থেকে অবস্থান নিতে। নেত্রীর দুর্ভাগ্য ওনার নির্দেশে নেতাকর্মীরা সাড়া দিলেন না।

বিএনপির নেতারা অবস্থান নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হত না। আর এখন ওনারা মায়াকান্না কাঁদছেন। লাশের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তা কারো কাম্য নয়।

বিএনপি কখনও শত শত আবার কখনও হাজার হাজার লাশের কথা বলছেন। পুলিশ বিজিবি চ্যালেঞ্জ ছুড়ে বলছেন, নামের তালিকা দিতে কিন্তু বিএনপি তা গ্রাহ্য করছে না। বাস্তবিক অর্থে হেফাজতই বলতে পারবে কোন মাদ্রাসার কতজনকে খুঁজে পাচ্ছে না। আমাদের রাজনীতিবিদদের চরিত্র হেফাজতই উন্মোচনে সক্ষম। আর ওনারাও সঠিক নাম ধাম প্রকাশ না করলে পুলিশের তথ্যকে সত্য বলে ধরে নিতে হবে।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File