সুখবর,মজার খবর,আনন্দের খবর। -সাথে ছোট্ট দুঃসংবাদও।।

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ২১ এপ্রিল, ২০১৩, ০৯:৩৭:০৯ রাত



এই মাত্র একটি টকশো দেখলাম। সুখবরটি হচ্ছে একজন ব্লগারের পোষ্টকে জাতীয় তথ্যসূত্র ধরে টকশোতে বিতর্কের সূত্রপাত ঘটে।

ব্লগ,ইউক্লিপিডিয়াতে তথ্য সংযুক্তি যে কেউ করতে পারে। ঠিক এই জিনিসটা জানতেন না বিএনপি নেতা সরদার বকুল। তাই ওনি ব্লগ,ইউক্লিপিডিয়াতে পাওয়া তথ্য-ও আই সি সম্মেলনে বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসাবে বিশিষ্ঠ্য রাজাকার শাহ আজিজের নাম উল্লেখ করেন।

আর তা শুনে প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ।

আজ ছিল তথ্য উপাত্ত নিয়ে প্রমানের,সরদার বকুল তথ্য সূত্র হিসেবে ব্লগ,ইউক্লিপিডিয়া দেখালেন।

সুখবরটা হচ্ছে বিএনপি নেতা ব্লগ,ইউক্লিপিডিয়াকে সম্মান দিয়েছে।

সাবধান মাঝে মাঝে হাস্যরস ও নোংরা ভাষার ব্লগও দেখা যায়। ভয় হচ্ছে কমশিক্ষিত নেতারা যদি এসব কোড করে কথা বলে।

আর দুঃসংবাদ হচ্ছে উপস্থিত বিশেষজ্ঞ বললেন ব্লগ,ইউক্লিপিডিয়ার দেয়া তথ্য গ্রহনযোগ্য না। যে কেউ সংযোজন বিযোজন করতে পারেন।

অবশ্য তৎকালিন ইত্তেফাকে সঠিক তথ্যটি ছিল অর্থাৎ বঙ্গবন্ধুর সফর সঙ্গী হিসাবে রাজাকার শাহ আজিজ ছিলেন না।

টকশোটি আজকের একাত্তর টিভির।

বিষয়: রাজনীতি

২৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File