উজির সমাচার !

লিখেছেন লিখেছেন গেধু চাচার বাতিজা ০২ জানুয়ারি, ২০১৩, ১০:৩২:৫২ রাত

ছোট বেলায় রাজা- বাদশার কাহিনী শুনতে শুনতে , কিংবা পূরানো সিনেমা দেখতে একটা বিশ্বাস জন্মে ছিলো “"উজির"” পদের বা নামের লোকটা খুব চালাক হয়। বুদ্ধিতে অনেকের চেয়ে এ গিয়ে থাকে। আসলে এটা যে শুধু আমার বিশ্বাস তা ,না দেখতাম অনেকের ধারনা ও তাই।

আমাদের গ্রামে ঊজির নামে একটা লোক ছিলো। গরীব, দিন- মজুরের কাজ করতো। সবাই বলতো লোকটা খুব বুদ্ধিমান, তবে সহজ সরল এবং গ্রামের মানুষের উপকারে লাগতো।

তখন স্কুলে পড়ি ,আমাদের গ্রামের নদীর একটা কাজ হয়ে ছিলো, নদীর ভাঙ্গন রোধে ইটের ব্লক ফেলানো হয়েছিল। বড় বড় ব্লক গুলো ট্রাকে করে দূর হতে নেয়া হচ্ছিলো। কিন্তু কনট্রাকটরের লোক গুলো মাটি হতে উপরে উঠাতে পারতে-ছিলোনা। আমরা অনেকের সাথে দাঁড়িয়ে তামশা দেখতে ছিলাম। উজির মিয়া ও আমাদের সাথে ছিলো। আমাদের মেম্বার কনট্রাকটরের লোক গুলোকে উজির মিয়াকে তাদের সাথে নেওয়ার পরামর্শ দিলো। উজির মিয়া তাদের সাথে যোগ দিয়ে-ই আধা সাইজের একটা ইট ব্লকের পাশে রাখলো । এরপর সবাই মিলে ধাক্কা-দিয়ে ওই ইটের উপ র রাখলো ব্যাস ব্লক টি মাটি হতে উপর উঠে গেলো এবং সহজেই সবাই মিলে ট্রাকে উঠাতে লাগ লো। এতক্ষণ যা কঠিন ছিলো “উজির মিয়ার” বুদ্ধিতে সহজ হয়ে গেলো। তিন দিনের মাথায় উজির মিয়া এক্সিডেন্ট হলো , ডান হাতের আঙ্গুলে ব্যথা পেল। উজির মিয়া হাত সারা পর্যন্ত কাজ হতে ছুটি নিলো । বেতন ও নিলোনা।

আমাদের রাষ্ট ব্যবস্থায় উজির, আমাদের মন্ত্রী। সর্বদা কাজ ক্রম নিয়ে ব্যস্ত। কোন ব্যর্থতা তাদের নেই। কখন ও কোন অভিযোগ উঠলে আমলে নেননা, প্রকাশ্য দুর্নীতি প্রমাণ মিললে পদত্যাগ করবেন না। জনগণের কাছে হাসির খোরাক হওয়ার অপেক্ষায় থাকেন । তারপর পদত্যাগ করেন।।কেউ আবার "নিষ্পাপ" সনদ যোগাড় করেন, আবার অনেক সময় দপ্তর-হীন মন্ত্রী বা উজিরে খামাখা হিসাবে ক্ষমতা বা সুযোগ সুবিধা ধরে রাখেন। এবং উজিরে খামাখা হিসাবে নিজের যোগ্যতা সবার কাছে স্পষ্ট করেন। হায় উজির !!

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File