তুমি না থাকলে
লিখেছেন লিখেছেন বোকা ছেলেটি ০২ জানুয়ারি, ২০১৩, ০৬:২০:৩২ সন্ধ্যা
তুমি না থাকলে কত কিছু হবে বলে গেছেন কত কবি
তুমি না থাকলে ভালবাসার রঙ কষ্টের নীল ছবি;
তুমি না থাকলে কবিদের মনে অনেক কিছুই হবে
তুমি না থাকলে আমার কি হবে জেনে নাও তুমি তবে।
তুমি না থাকলে স্বপ্নগুলো দু:স্বপ্ন হয়ে যাবে
তুমি না থাকলে আনন্দ গুলো কষ্টে রূপ নেবে;
তুমি না থাকলে জীবন হবে মরুভূমির মত
তুমি না থাকলে কে বুঝিবে আর ভালবাসি তোমায় কত।
তুমি না থাকলে স্বপ্নলোকে কিভাবে দেব পাড়ি
তুমি না থাকলে কে হবে আমার স্বপ্নের নীল পরী;
তুমি না থাকলে আমার প্রেমের সমাধী হয়ে যাবে
তুমি না থাকলে স্মৃতিগুলো কেবল আমায় কাঁদাবে।
তুমি না থাকলে কি হবে আমার জানেন অন্তর্যামী
তুমি না থাকলে সত্যি বলছি বাঁচব নাতো আমি;
তুমি না থাকলে রঙ হারাবে সবুজ মতন পাতা
তুমি না থাকলে প্রেম কাব্য হবে না যে আর গাঁথা।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন