ভন্ড মাসউদের মিথ্যাচার

লিখেছেন লিখেছেন গরমিল ২৪ মার্চ, ২০১৩, ১১:২৩:৩৩ সকাল



স্টাফ রিপোর্টার : মঞ্চের সামনে উপস্থিত মানুষের সংখ্যা বড়জোর ৪ থেকে ৫শ’। অথচ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ প্রধান অতিথির বক্তব্যে বারবার বলছিলেন, উপস্থিত লাখ লাখ তৌহিদী জনতা। কখনো কখনো বলছিলেন, উপস্থিত লাখো আলেম সমাজ। বারবার তার এমন উক্তি শোনার পর সমাবেশে উপস্থিত লোকজন মুখ টিপে হাসছিলেন। সাংবাদিকদের পাশে থাকা একজন বলেন, একজন মাওলানা ও দেশের সর্ববৃহৎ ঈদগাহের ইমাম কয়েকশ মানুষকে কিভাবে লাখ লাখ বলেন। একথা শুনে পাশের একজন বলেন, প্রকাশ্যে দিবালোকে যে এমন মিথ্যা কথা বলতে পারে তার কথা শোনাও পাপ।

একশ’ মানুষের জন্য সব রাস্তা বন্ধ!

বেলা সাড়ে ১১২টা। মতিঝিল শাপলা চত্বরে ফরিদ উদ্দিন মাসউদের সমাবেশস্থলে হাতে গোনা একশ’ মানুষ। অথচ তিন ঘন্টা আগে মতিঝিলের সবগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে র‌্যাব-পুলিশ। কঠোর নিরাপত্তা বেস্টনী চারিদিকে। ৫টি স্পটে বসানো হয়েছে আর্চওয়ে। মতিঝিলের প্রধান রাস্তাগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকায় ভয়াবহ যানজট। চৈত্রের দাবদাহে অতিষ্ঠ মানুষজন। মধুমিতা সিনেমা হলের সামনে একজন পথচারী র‌্যাবের এক কর্মকর্তার কাছে প্রশ্ন করলেন, একশ’ মানুষের জন্য এভাবে রাস্তা বন্ধ করে নিরাপত্তা দেয়া কতোটা যৌক্তিক? কর্মকর্তা চুপ করে রইলেন। স্টক এক্সচেঞ্জের সামনে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করার সময় একজন বৃদ্ধ ক্ষোভ প্রকাশ করে বললেন, সরকারের পক্ষে হলেই কঠোর নিরাপত্তা। সব কিছু বন্ধ করে দেয়া হয়। তাও যদি কোন বড় ধরণের সমাবেশ হতো তাও বুঝতাম। সকাল ৯টা থেকে সব রাস্তা বন্ধ। অথচ এখনও একশ’ মানুষ আসেনি সমাবেশস্থলে। এবারও কোন উত্তর দিলেন না কর্তব্যরত পুলিশ কর্মকর্তা।

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File