আপনাদের সবার আল্লাহর ওপর বিশ্বাস আছে তো?
লিখেছেন লিখেছেন গরমিল ১৮ মার্চ, ২০১৩, ০৭:৪৬:৪৬ সন্ধ্যা
বিরোধী দলীয় নেত্রী আল্লাহর ওপর বিশ্বাস হারিয়েছেন : প্রধানমন্ত্রী
নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে বেগম জিয়া অস্থির হয়ে গেছেন। একজন মুসলমান হয়ে আরেকজনকে নাস্তিক বলে তিনি আল্লাহর ওপরও বিশ্বাস হারিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কে কতটুকু ধর্ম পালন করেন, তা তো সবারই জানা আছে। জেলখানায় তো পাশাপাশি ঘরেই ছিলাম। সব তো জানা, সে কথা আর বললাম না।। সিঙ্গাইরে জনসভায় বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সালোচনা করে হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া রক্তপাতের মধ্য দিয়ে রাষ্ট্রমতায় যেতে চান বলেই এমন বক্তব্য দিয়েছেন। আজ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া সিঙ্গাপুরে চিকিৎসা করে শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এখনো অসুস্থ বলেই জামায়াতের পক্ষে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, মানুষের রক্ত নেয়া উনাদের চরিত্র। রক্ত নিয়ে উনি মতায় যেতে চান, বাংলাদেশকে ধ্বংস করে মসনদে বসতে চান। শাহবাগের তরুণদের নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যেরও সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলে এই সমাবেশ ডাকা হলেও এই সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তিমত্তাও প্রদর্শন করারও লক্ষ্য ছিল ক্ষমতাসীন দলের। বিকাল ৩টার দিকে সমাবেশ শুরু হয়। বিকাল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে পৌঁছান। তার বক্তব্যের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টা সমাবেশ শেষ হয়।
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন