আসতে মানা তার মানে স্বাগতম, খালেদা জিয়ার ওখানে গিয়ে কি কাজ?

লিখেছেন লিখেছেন গরমিল ০৭ মার্চ, ২০১৩, ০৭:১৯:৫৭ সন্ধ্যা

খালেদার জন্য গণজারণ মঞ্চের দরজা বন্ধ: নাজমু



07 Mar, 2013

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৮ দলের সঙ্গে বৈঠক করে যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নামার শপথ নিয়েছেন। আমরা তাকে বলতে চাই, আপনার জন্য গণজাগরণ মঞ্চের দরজা বন্ধ।”

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের সমাবেশে তিনি এ কথা বলেন।

নাজমুল বলেন, “গণজাগরণ মঞ্চ কারো সঙ্গে আপস করে না। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্য ন্ত রাজপথে থাকবো আমরা।”

তিনি বলেন, “গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফলে সংসদে ট্রাইব্যুনালের আইন সংশোধন হয়েছে।” আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করার দাবি জানান তিনি।

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সুশীল সমাজের কয়েকজনের বক্তব্য প্রসঙ্গে নাজমুল বলেন, “আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমরা শুধু যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। শুধু জামায়াত-শিবিরের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এদের উৎখাতের বিরুদ্ধে আমাদের শপথ নিতে হবে।”

তিনি বলেন, “আমরা শুনেছি, কারাগারে সাঈদী ও কাদের মোল্লার মধ্যে হাতাহাতি হয়েছে। সাঈদী নাকি বলেছে, আপনার (কাদের মোল্লা) যদি যাবজ্জীবন না হতো, তাহলে আমার ফাঁসি হতো না।”

বিভিন্ন জায়গায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাংবাদিকদের ওপর জামায়াত-শিবিরের হামলার অভিযোগ করেন তিনি।

বিকেল চারটা পাঁচ মিনিটে কুরআন তেলাওয়াত এবং গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মা্ধ্যমে সমাবেশ শুরু হয়।

উৎসঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File