ব্লগ কি ঠিক আছে?

লিখেছেন লিখেছেন সর্বহারা ১২ জানুয়ারি, ২০১৩, ০৯:২৩:৩৯ রাত



বেশ কিছুদিন ব্যক্তিগত যান্রিকতার কারণে ব্লগে কোন পোষ্ট দিতে পারি নাই। তবে মাঝে মাঝে এসে চোখ বুলিয়ে গেছি সদ্য প্রস্ফুটিত টু’ডে ব্লগে।

গত ০৩ জানুয়ারি, ২০১৩ (০১:১৭:৫২ দুপুর) বেলাতে

আমিই সর্বহারা‘' নামে একটি কবিতা পোষ্ট করেছিলাম এবং অপ্রত্যাশিত সাড়া পেয়েছিলাম প্রিয় ব্লগারদের কাছ থেকে। অতঃপর পোষ্টটি সর্বাধিক পঠিত পাতার পোষ্টগুলোর মধ্যে শীর্ষস্থানে ছিলো কিন্তু আজ দেখি উধাও!

সর্বাধিক পঠিত পাতার কোথাও পোষ্টটির কোন খোঁজ পেলাম না। পোষ্টটি ১৯৯ বার পঠিক হয়ে আছে এবং এখন যে পোষ্টটি সর্বাধিক পঠিত পাতায় এক নম্বরে আছে সেটি ১৯৩ বার পঠিত হয়েছে বলেই দেখাচ্ছে। পরিসংখ্যানমতে একটু ত্রুটি মনে হয়ে গেলো বৈকি!

মডারেটর যারা আছেন তারা একটু দেখবেন কি?

ব্লগের কল্যাণ প্রত্যাশী।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File