এত মাযহাবের জন্য কি হাদীস প্রনেতারা দায়ী ?

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৮ মার্চ, ২০১৩, ১২:৫১:৩৬ রাত

ছোট্ট একটি প্রশ্ন করি। এক আল্লাহ্, এক রাসুল, এক কিবলা, এক ধর্ম; তবে হাদীস প্রনেতা পৃথিবীতে এত কেন? আসলেকি আল্লাহ এই সকল মানুষগুলিকে হাদীস সংগ্রহের দায়ীত্ব দিয়েছিলেন? হাদীস সংগ্রহের দায়ীত্ব যদি আল্লাহ্ কাউকে দিয়েই থাকেন তাহলে একজন কে দিতে পাতেন। যদি একজনকে দায়ীত্ব দিতেন তাহলে পৃথিবীতে এত মাযহাব হত না। এত ফিরকাহ বা মাযহাবের জন্য কি হাদীস প্রনেতারা দায়ী নন? নাকি আমরা দায়ী? যদি আমরা দায়ী হই তাহলে সেটা কিভাবে দায়ী। কোনটা কে আপনি দায়ী মনে করেন? আমরা যে সব হাদীস গুলি পড়ি এই কথা গুলি কমবেশী সকল হাদীস গ্রন্থে হুবুহু আছে তাহলে একই কথা পুনরাবৃত্তি করতে আল্লাহ এতজনকে কেন মনোনিত করলেন? কেন একটি সহী হাদীস গ্রন্থ রচনা করা হলো না; আল্লাহ্ চায়লেও কি একটি হাদীস গ্রন্থ রচনা করা সম্ভব ছিলো না? হাদীস রচনা কি আল্লা্হর নিয়ন্ত্রনের বাইরে ছিলো? যদি তানা হয় তাহলে এত মাযহাব কেন? কোরআন কি পূর্ণাঙ্গ কিতাব? যদি হাদীস নিয়ে চলতে হয় তাহলে কোরআন এর পূর্ণাঙ্গতা কতটা যৌতিক; যেটি আল্লাহ তাঁর কিতাবে ঘোষনা করেছেন।

বিষয়: বিবিধ

১৯৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File