সব শালারা দালাল
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৯ জানুয়ারি, ২০১৩, ১১:৫৫:২৭ রাত
সব শালারা দালাল বটে
সব শালারা চোর,
সব সিয়ানে নিজের লাগি
করছে সমাদর।
লুটেরা আর লুটতরাজে
দেশের মাথা ভারি,
সবলেরা দুর্বলদের অন্ন খাচ্ছে কাড়ি।
কেউবা বলে আমি নেতা
ন্যায়ের কথা বলি
তুই বেটাই বড় চোর,
দেশটা গিলে খেলি।
বঞ্চিতদের দেখিয়ে বলিশ
আমি তাদের নেতা,
নিজের আখের গুছিয়ে নিয়ে
বেচিস তাদের মাথা।
এইনা সেই দিন কানা কঁড়ি
অর্থ ছিলোনা তোর,
এখন দেখি টাকায় শুয়ে
ঘুমিয়ে করিস ভোর।
আঙ্গুল ফুলে কলাগাছ
বলতে শোনা যায়
দূর্নীতি করতে তোদের
লাগেনাতো ভয়।
দূর্নীতির জন্ম তোরা
দিয়ে নাকি থাকিস,
আমি তোদের শুয়োর বলি
লজ্জা চোখে রাখিস।
#
বিষয়: সাহিত্য
১২৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন