“কোন ঐশী কিতাবে কবর আযাব কি আছে?“

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৫ আগস্ট, ২০১৪, ১০:৪০:০৪ রাত

পূর্বের ঐশী কিতাব ও বর্তমান কোরআনে কবর আযাব কি আছে? কেউ এই সব কিতাবের রেফারেন্স সহ বলতে পারবেন। যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানাবেন। একজন আমাকে বলছে কোন ঐশী কিতাবে করব আযাবের কথা নাই। আমার বিশ্বাস হয় না। এতবড় একটি কথা কেন এই সব কিতাবে থাকবে না। আমার ধারনা মানুষটি ভুল বলেছে। নিশ্চয় কবর আযাব ঐশী কিতাবে আছে।উনি বলেছেন এই সব আলোচনা তুমি যার কাছে করবা তাকে বলবা হাদীস দিয়ে আলোচনা নয় কেবল ঐশী কিতাব দিয়ে কবর আযাব প্রমাণ করতে হবে; হোকনা সে বেদ,গীতা,তৌরাত,জাবুর,ইঞ্জিল ও কোআন। আমি এই কথা শুনেতো অবাক। আসলেইকি কোন ঐশী কিতাবে তাহলে কবর আযাব নাই? সে আমাকে আরও বলে জান কবজের আজব এর রেফারেন্স এর কথা কোরআনে পাওয়া যায়। কিনতু কবর আজাবের কথা নাকি কোরআনের কোথাও এমনকি কোন ঐশি কিতাবে নাই। কেউ জানলে একটু জানাবেন প্লিজ।

বিষয়: বিবিধ

২৪১২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258254
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:০৪
বুড়া মিয়া লিখেছেন : সূরা মু’মিন এর ৪৬ নম্বর আয়াতে এরকম একটা ইন্ডিকেশন আছে শুনেছিলাম ফির’আউনকে নিয়ে; যদিও আমি নিজে ব্যাপারটা খুব ভালো মতো জানি না! ঐ আয়াতের ব্যাপারে আপনার মতামত আশা করছি সেলিম ভাই।
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৪
201986
ইমরান ভাই লিখেছেন : এই সেলিম জাহাঙ্গীর হচ্ছে হিন্দু পুজারী গ্রামের পথে পথে। তাই এর প্রশ্নও ঠিক ব্রম্মা আন্ডার মতো।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫১
202072
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : বুড়া মিয়া পড়েছি ঠিক এটা কবরের কথা বলছে এমনটি নয়। তবে আয়াতটি আরও ভালো করে পড়বো। আপনাকে ধন্যবাদ।
258272
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:২৪
সজল আহমেদ লিখেছেন : শুনা কথায় গুনা দোষ ।সেলিম জাহাঙ্গীর ভাই বাজারে কোরআন বাংলা অর্থ সহকারে পাওয়া যায় আপনি একটা কোরআন বাংলা অনুবাদ সহকারে কিনে পড়তে পারেন।দয়াকরে ভাল পোস্ট দেন যাতে করে আমরাও কিছু শিখতে পারি এবং মন্তব্যের মাধ্যমে আপনিও কিছু শিখলেন ।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪০
202037
গ্রামের পথে পথে লিখেছেন : আপনার মত মুমিনরা কোরাণ পড়তে পড়তে ভোথা হয়ে গেছে। এরপরও আল কাসাম রকেট?
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
202074
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : সজল আহমেদ কোরআনতো অনেক বার পড়েছি, এমনকি তাওরাত, জাব্বুর ইঞ্জিল ও গীতাও পড়েছি। কিন্তু কোথাও না পেয়ে কয়েক জন আলেমের শরনাপন্ন হলাম, তারা বলেছে এটা হাদীসে আছে কোরআনে নাই।
258289
২৬ আগস্ট ২০১৪ রাত ০২:৪০
সাদাচোখে লিখেছেন : কোরআন আল্লাহর বানী এবং সংক্ষেপিত মূল বিধান > এর বোধগম্যতা, এর ব্যাখ্যা, এর প্রাকটিক্যাল ব্যবহার বোঝার জন্য হাদীস - যার জন্য এটা এতটা বিস্তৃত ও ব্যাপক > আর হাদীস যেহেতু কবর আজাব কনফার্ম করেছে > একজন বিশ্বাসী তাই বিশ্বাস করবে এবং প্রয়োজনে রিলিভেন্ট ইস্যু সমূহ মেনে ও চলবে। একজন মুসলিম এর এ নিয়ে কোন প্রবলেম নেই, কোন প্রশ্ন নেই।

আশা করি, এ নিয়ে জানতে চাওয়া মানুষ কিংবা মানুষেরা যদি অবিশ্বাসী হয় - তবে তাদের বোঝার জন্য বলা যে একটা দেশ কিংবা সংগঠনের যেমন কনস্টিটিউশান থাকে - মুসলিমদের জন্য কোরান আল্লাহর পক্ষ হতে ঠিক তাই - কনস্টিটিউশানের মত সব কিছু কোরানে থাকতে হবে না - ফাউন্ডেশানটা থাকবে। অবশিষ্ট বিষয়াদি হবে আইন ও বিভিন্ন বিচার বিবেচনা প্রসূত সিদ্ধান্তের আলোকে।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৫
202043
গ্রামের পথে পথে লিখেছেন : পরম কুরুণানয় আল্যার ফেরেস্তারা লহার হাতুড়ী দিয়ে অনবরত মাথায় বারি দিবে, এবং তা চলতে থাকবে কেয়ামত পর্যন্ত।
258299
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:১১
কাহাফ লিখেছেন : শুধু ঐশী কিতাবের রেফারেন্স কেন,হাদিসের দিকে নজর যায় না?হাদিস তো ঐশী বানীর অন্তর্ভুক্ত।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:০১
202048
গ্রামের পথে পথে লিখেছেন : হাদিস তো ঐশী বানীর অন্তর্ভুক্ত।


উকুন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন রোজা রাখা / খাওয়ানো / ছদকা দেওয়া (Sahih Bukhari 7:71:604)

ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)

কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)

অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৭
202075
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : কাহাফ, আমি হাদীস নিয়ে প্রশ্ন করিনী। আমি জানতে চেয়েছি ঐশী কিতাবে আছে কি? থাকলে হ্যা আর থাকলে না। আপনাকে ধন্যবাদ।
258328
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:৩৪
ইমরান ভাই লিখেছেন : এই সেলিম জাহাঙ্গীর হচ্ছে হিন্দু পুজারী গ্রামের পথে পথে। তাই এর প্রশ্নও ঠিক ব্রম্মা আন্ডার মতো।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৩
202050
গ্রামের পথে পথে লিখেছেন : মুসলিম নবীর বানী


উকুন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন রোজা রাখা / খাওয়ানো / ছদকা দেওয়া (Sahih Bukhari 7:71:604)

ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)

কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)

অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৩
202078
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : ইমরান ভাই, আপনি একজন জ্ঞানি মানুষ এইভাবে বললেন কেনো? আমার লিখায় কেবল জানার আকুতি আছে। ইব্রাহীম (আ) তার বাবা আজর কে মূর্তী পূজা সম্পর্কে জানতে চেয়েছিলো। সেই সময় ইব্রাহীম (আ)এর বাবা আজরকি ঠিক আপনার মত করে তার ছেলেকে বলেছিলো তুমি ইহুদী খ্রীষ্টিয়ান পূজারীদের পথে রয়েছো? তাই এর প্রশ্নও ঠিক হানিফান আন্ডার মতো।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫১
202091
ইমরান ভাই লিখেছেন : জ্ঞান অর্জনের প্রশ্ন আর চুলকানী প্রশ্ন দেখলেই বোঝা যায়।

উত্তর গ্রামের পথে পথে ভাবেই দেন তাইলেই চলবে। ব্লগে সবাই জানে আপনি হিন্দু ব্রাম্ম আন্ডা।
258377
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০১:২৫
বেআক্কেল লিখেছেন : আমনের কতার উত্তর দেবার বলতে হবে আমনে 'মাথা কাডা না আকাডা'। আর আমনের পোষ্টের উত্তর আমনের নিজের নামে দিবেন না আমনের আম্মার গ্রামের পথে ঘাটের সেই রঙ্গিলা দিবে।
২৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৩
202051
গ্রামের পথে পথে লিখেছেন : উকুন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন রোজা রাখা / খাওয়ানো / ছদকা দেওয়া (Sahih Bukhari 7:71:604)

ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)

কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)

অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
202080
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : গ্রামের পথে পথে, আপনার কথাযে আমি বুঝিনা সেটা ঠিক নয়। আমিও মোটামুটি সবগুলো হাদীস পড়েছি। আমি আমার প্রশ্নে বলেছি “কোন ঐশী কিতাবে কবর আযাব কি আছে?“ নিশ্চয় আমার প্রশ্নটি আপনার বুঝতে অসুবিধা হয়েছে। তারপরেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩০
202089
বেআক্কেল লিখেছেন : আন্নেরা দুই জন একই ব্যক্তি যদি আকলদার কারো গর্তে পড়িতেন, তাইলে একখান কতা আছিল, পড়ছেন তো এক্কেবারে বে-আক্কেলের ঘাড়ে। এক খান কতা কন:

এত কষ্ট করিয়া 'গ্রামের পথে কুপথে' নিক লগইন করিয়া দুপুর ১:৪০ মিনিট হইতে ২:৩০ অনর্গল মন্তব্য করিলেন। তারপর লগ আউট দিলেন<:-P <:-P <:-P <:-P

তারপর সেলিম জাহাঙ্গির হইয়া লগ ইন করিলেন, অতপর ৩:৫১ মিনিট হইতে ৪:০৬ মিনিট পর্যন্ত মন্তব্য করিলেন। তারপর লগআউট দিলেন! মাঝখানের সময়টা চেক করিলে আমনের তৃতীয় নিকটাও বাহির হইয়া যাইবে।

আচ্ছা এই ভাবে নিজের পোষ্টে নিজে ভিন্ন নাম দিয়া পাঠকের সংখ্যা বাড়াইয়া, মন্ত্যবের কাটতি বাড়াইয়া কি জ্ঞানী হওন যায়। আমনের এই বে-আকলিতে আমি নিজেই লজ্জা পাইয়া, লজ্জাস্থান চাইপা ধরিয়াছি।
258432
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৭
বেআক্কেল লিখেছেন : আন্নে নিজে হিন্দু হইয়া আরেক জনকে প্রশ্ন না করিয়া নিজেদের প্রশ্নের উত্তর দেন।

ভগবান মনু(শিব)দেবীর সাথে কামলীলা করতে গিয়ে মনুর অতি উত্তেজনার ফলে উক্ত দেবীর প্রাণনাশের অবস্থা হয়েছিল। ঐ দেবী তখন প্রাণ রক্ষার জন্য আরেকজন দেবতাকে কে ডাকিল। নতুন দেবতা এসে ভগবান মনু ও দেবীর ঐ সংযোগস্থল কোপ দিয়ে কেটে দিল। সে থেকে শিবলিঙ্গ পূজা শুরু।

প্রশ্ন হইল: দেবতাদের সেই পবিত্র সংযোজন স্থল কুড়াল দিয়া, নাকি বটি দিয়া, নাকি সুপারী কাটার চাকু দিয়া কাটিয়াছিল?
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৩
202092
ইমরান ভাই লিখেছেন : ভাই এটাতো ভাদ্র মাসে দেখাযায় Surprised Surprised Tongue
258444
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:১৫
বেআক্কেল লিখেছেন : আন্নেরা দুই জন একই ব্যক্তি যদি আকলদার কারো গর্তে পড়িতেন, তাইলে একখান কতা আছিল, পড়ছেন তো এক্কেবারে বে-আক্কেলের ঘাড়ে। এক খান কতা কন:

এত কষ্ট করিয়া 'গ্রামের পথে কুপথে' নিক লগইন করিয়া দুপুর ১:৪০ মিনিট হইতে ২:৩০ অনর্গল মন্তব্য করিলেন। তারপর লগ আউট দিলেন<:-P <:-P <:-P <:-P

তারপর সেলিম জাহাঙ্গির হইয়া লগ ইন করিলেন, অতপর ৩:৫১ মিনিট হইতে ৪:০৬ মিনিট পর্যন্ত মন্তব্য করিলেন। তারপর লগআউট দিলেন! মাঝখানের সময়টা চেক করিলে আমনের তৃতীয় নিকটাও বাহির হইয়া যাইবে।

আচ্ছা এই ভাবে নিজের পোষ্টে নিজে ভিন্ন নাম দিয়া পাঠকের সংখ্যা বাড়াইয়া, মন্ত্যবের কাটতি বাড়াইয়া কি জ্ঞানী হওন যায়। আমনের এই বে-আকলিতে আমি নিজেই লজ্জা পাইয়া, লজ্জাস্থান চাইপা ধরিয়াছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File