“কোন ঐশী কিতাবে কবর আযাব কি আছে?“
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ২৫ আগস্ট, ২০১৪, ১০:৪০:০৪ রাত
পূর্বের ঐশী কিতাব ও বর্তমান কোরআনে কবর আযাব কি আছে? কেউ এই সব কিতাবের রেফারেন্স সহ বলতে পারবেন। যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানাবেন। একজন আমাকে বলছে কোন ঐশী কিতাবে করব আযাবের কথা নাই। আমার বিশ্বাস হয় না। এতবড় একটি কথা কেন এই সব কিতাবে থাকবে না। আমার ধারনা মানুষটি ভুল বলেছে। নিশ্চয় কবর আযাব ঐশী কিতাবে আছে।উনি বলেছেন এই সব আলোচনা তুমি যার কাছে করবা তাকে বলবা হাদীস দিয়ে আলোচনা নয় কেবল ঐশী কিতাব দিয়ে কবর আযাব প্রমাণ করতে হবে; হোকনা সে বেদ,গীতা,তৌরাত,জাবুর,ইঞ্জিল ও কোআন। আমি এই কথা শুনেতো অবাক। আসলেইকি কোন ঐশী কিতাবে তাহলে কবর আযাব নাই? সে আমাকে আরও বলে জান কবজের আজব এর রেফারেন্স এর কথা কোরআনে পাওয়া যায়। কিনতু কবর আজাবের কথা নাকি কোরআনের কোথাও এমনকি কোন ঐশি কিতাবে নাই। কেউ জানলে একটু জানাবেন প্লিজ।
বিষয়: বিবিধ
২৪১২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আশা করি, এ নিয়ে জানতে চাওয়া মানুষ কিংবা মানুষেরা যদি অবিশ্বাসী হয় - তবে তাদের বোঝার জন্য বলা যে একটা দেশ কিংবা সংগঠনের যেমন কনস্টিটিউশান থাকে - মুসলিমদের জন্য কোরান আল্লাহর পক্ষ হতে ঠিক তাই - কনস্টিটিউশানের মত সব কিছু কোরানে থাকতে হবে না - ফাউন্ডেশানটা থাকবে। অবশিষ্ট বিষয়াদি হবে আইন ও বিভিন্ন বিচার বিবেচনা প্রসূত সিদ্ধান্তের আলোকে।
উকুন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন রোজা রাখা / খাওয়ানো / ছদকা দেওয়া (Sahih Bukhari 7:71:604)
ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)
কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)
অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
উকুন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন রোজা রাখা / খাওয়ানো / ছদকা দেওয়া (Sahih Bukhari 7:71:604)
ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)
কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)
অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
উত্তর গ্রামের পথে পথে ভাবেই দেন তাইলেই চলবে। ব্লগে সবাই জানে আপনি হিন্দু ব্রাম্ম আন্ডা।
ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে (Sahih Bukhari 4:54:494)
কেয়ামত আসার লক্ষন বোঝার উপায় নারীর পশ্চাদ্দেশ (Sahih Bukhari 9:88:232)
অবৈধ যৌন সম্পর্ক করলে পাথর মেরে হত্যার বিধান বানর প্রজাতিতেও বিদ্যমান (Sahih Bukhari 5:58:188)
এত কষ্ট করিয়া 'গ্রামের পথে কুপথে' নিক লগইন করিয়া দুপুর ১:৪০ মিনিট হইতে ২:৩০ অনর্গল মন্তব্য করিলেন। তারপর লগ আউট দিলেন<:-P <:-P <:-P <:-P
তারপর সেলিম জাহাঙ্গির হইয়া লগ ইন করিলেন, অতপর ৩:৫১ মিনিট হইতে ৪:০৬ মিনিট পর্যন্ত মন্তব্য করিলেন। তারপর লগআউট দিলেন! মাঝখানের সময়টা চেক করিলে আমনের তৃতীয় নিকটাও বাহির হইয়া যাইবে।
আচ্ছা এই ভাবে নিজের পোষ্টে নিজে ভিন্ন নাম দিয়া পাঠকের সংখ্যা বাড়াইয়া, মন্ত্যবের কাটতি বাড়াইয়া কি জ্ঞানী হওন যায়। আমনের এই বে-আকলিতে আমি নিজেই লজ্জা পাইয়া, লজ্জাস্থান চাইপা ধরিয়াছি।
ভগবান মনু(শিব)দেবীর সাথে কামলীলা করতে গিয়ে মনুর অতি উত্তেজনার ফলে উক্ত দেবীর প্রাণনাশের অবস্থা হয়েছিল। ঐ দেবী তখন প্রাণ রক্ষার জন্য আরেকজন দেবতাকে কে ডাকিল। নতুন দেবতা এসে ভগবান মনু ও দেবীর ঐ সংযোগস্থল কোপ দিয়ে কেটে দিল। সে থেকে শিবলিঙ্গ পূজা শুরু।
প্রশ্ন হইল: দেবতাদের সেই পবিত্র সংযোজন স্থল কুড়াল দিয়া, নাকি বটি দিয়া, নাকি সুপারী কাটার চাকু দিয়া কাটিয়াছিল?
এত কষ্ট করিয়া 'গ্রামের পথে কুপথে' নিক লগইন করিয়া দুপুর ১:৪০ মিনিট হইতে ২:৩০ অনর্গল মন্তব্য করিলেন। তারপর লগ আউট দিলেন<:-P <:-P <:-P <:-P
তারপর সেলিম জাহাঙ্গির হইয়া লগ ইন করিলেন, অতপর ৩:৫১ মিনিট হইতে ৪:০৬ মিনিট পর্যন্ত মন্তব্য করিলেন। তারপর লগআউট দিলেন! মাঝখানের সময়টা চেক করিলে আমনের তৃতীয় নিকটাও বাহির হইয়া যাইবে।
আচ্ছা এই ভাবে নিজের পোষ্টে নিজে ভিন্ন নাম দিয়া পাঠকের সংখ্যা বাড়াইয়া, মন্ত্যবের কাটতি বাড়াইয়া কি জ্ঞানী হওন যায়। আমনের এই বে-আকলিতে আমি নিজেই লজ্জা পাইয়া, লজ্জাস্থান চাইপা ধরিয়াছি।
মন্তব্য করতে লগইন করুন