জামায়াতে ইসলামী একটি ইসলামি সন্ত্রাসী--তসলিমা নাসরিন

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ১৭ আগস্ট, ২০১৪, ১২:১৫:২৪ রাত

ইসলাম বিরোধিতার অভিযোগে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন এবার ইসলাম সম্পর্কে জানতে পড়াশুনার আহবান জানিয়েছেন। ফ্রি থট ব্লগে তিনি বলেছেন, তাহলেই জামায়াতে ইসলামী ইসলামকে কীভাবে ব্যবহার করছে তা বুঝতে পারা যাবে।

তসলিমা বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে ইসলামকে সংগঠিত করতে সাইদ আবুল আল মওদুদি ইসলামিয়া পার্ক, লাহোরে ১৯৪১ সালে জামায়াত-ই-ইসলামির প্রতিষ্ঠা করেন। প্রথম সভায় ৭৫ জন উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বে এটি সবচেয়ে বড় একটি ইসলামি রাজনৈতিক দল। মওদুদির দর্শন মিশরের মুসলিম ব্রাদারহুডসহ সারা বিশ্বের ইসলামি দলগুলোকে প্রভাবিত করছে।

তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী একটি ইসলামি সন্ত্রাসী সংগঠন ছাড়া আর কিছু নয়। এটি যেই ইসলামের বিরোধিতা করে তাকেই হত্যা করে। এটা সত্য যে জামায়াতে ইসলামী নিজেদের রক্ষায় ইসলামকে ব্যবহার করছে। এটাও সত্য ইসলাম জামায়তের দর্শনকে সমর্থন করে যেমন অবিশ্বাসীদের হত্যা, অমুসলিম ও সুন্নিদের বাইরে মুসলমানদের হত্যা ও নির্যাতন এবং অনৈসলামিক কার্যক্রমের জন্য মহিলাদের আমৃত্যু পাথর ছুড়ে মারা।

তসলিমা নাসরিন বলেন, আপনি নিশ্চয়ই জামায়াতে ইসলামীর বর্বরতা সমন্ধে জানেন? জানেন না? আপনি এই সত্য জানেন না আপনি যদি জামায়াতে ইসলামীকে পছন্দ না করেন তবে আপনি ইসলামকেও পছন্দ করেন না। আপনি হয়ত ভাবেন ভাবাদর্শগতভাবে জামায়াতে ইসলামী ও ইসলাম আলাদা। কিন্তু আসলে তা নয়। ইসলাম তার নামে ইসলামি সন্ত্রাসী সংগঠনগুলো যা করে তার সবকিছুকেই সমর্থন করে। জামায়াতে ইসলামী ও ইসলামের মতবাদের সাদৃশ্যতা খুঁজে বের করতে হলে আপনাকে ইসলামকে সঠিকভাবে জানতে হবে। আপনাকে কুরআন ও হাদিস মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আপনাকে সবকিছু সঠিকভাবে ব্যাখা করতে হবে ।

বিষয়: বিবিধ

১৫৮৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255068
১৭ আগস্ট ২০১৪ রাত ০২:৪৫
বুড়া মিয়া লিখেছেন : এটাতো অনেক পুরোনো লেখা! যতোদূর মনে করে শাপলা-চত্বর কাহিনীর কিছু আগে বা পরে এটা কোন কোন পত্রিকা ছাপিয়েছিল, হঠাত এ সময় পেষ্টের কি কারণ?

আপনাকে এখনও আমি ইসলাম বিষয়ে ভালো জ্ঞানী মনে করি – তবে এখনও আপনি সেসব বিষয় নিয়ে কোন প্রকার লেখা লিখেন নি - যা নিয়ে মহীউডডীনের ব্লগে আলোচনা শুরু করেছিলেন!
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
198887
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : লিখাটি পুরনো এটা সত্যি কিনতু আমার মনে হয়েছে কেন তসলিমা নাসরিন একথা কললেন সেটাই সকলের আলোচনায় আসলে আমার জানা হবে। তবে বুড়া মিয়া আপনি আমাকে ইসলাম বিষয়ে ভালো জ্ঞানী মনে করেন সেটা ঠিক নয়। আমি এই লাইনের একজন কৌতুহলী ছাত্র বলতে পারেন। ইচ্ছা আছে বেশ কিছু বিষয় নিয়ে লিখার। আপনাকে ধন্যবাদ।
255090
১৭ আগস্ট ২০১৪ রাত ০৪:২৫
কাহাফ লিখেছেন : পাগলে কী না বলে,ছাগলে কী না খায়।
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৯
198889
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : ছাগলে সব খায় এটা ঠিক নয়, আপনাকে অনেক ধন্যবাদ।
255132
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:০৮
হামিদাখানম লিখেছেন : আমিও বলছি ইসলামকে সঠিকভাবে জানতে ও বুঝতে হলে কুরআন ও সহীহ হাদীস সমূহ মনোযোগ দিয়ে পড়তে ও ভালভাবে ব্যাখ্যা সহকারে বুঝতে হবে।
১৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫০
198891
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : হামিদা খানম আপনার সাথে একমত তবে এই তত্ব বোঝে কয়জনে। আপনাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File