“প্রার্থনা“
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৬ আগস্ট, ২০১৪, ০৩:৪০:৫৫ দুপুর
সকল প্রাণে সকল হৃদয়ে
জাগ্রত করো শ্যামা,
আকাশপ্রদীপ জ্বেলে দাও দ্বারে
করে দাও মোদের ক্ষমা।
নতজানু হয়ে বলি প্রানোমনে
সিক্ত করোনা আঁখি,
মানুষ হয়ে কনো মানুষের
দেয়না যেন ফাকি।
সরল পথে চালনা করো
ভালো মানুষ যেপথে রই,
সে পথেতে যেননা চলি
লোকে যারে খারাপ কই।
অন্যের ভালো করে যেন আমি
অতি আনন্দে চলি,
রুগ্ন মানুষের কষ্টের লাগি
নিজেরে করে দেয় বলি।
নিজের খাবার বিলিয়ে দিবো
ভুখানাঙ্গার মুখে,
তুমি আমাদের দাওগো আশিস
মানুষ যেন থাকে চির সুখে।
#
বিষয়: সাহিত্য
১৪০০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন