“দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী“

লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৫ আগস্ট, ২০১৪, ০৫:১৪:০৫ বিকাল

দেশ আমার বেশ ভালো

সব জানলাম-

তবে, মানলামনা কিছু রিতি,

মানুষ গুলো কোথায় বসে আজ

গায় সাম্যের গীতি।

নারী পুরুষ অধিকার আজি

বইয়েতে রয়েছে সুমার ,

যৌনপল্লীগুলো দাঁগিয়ে আছে

সমাজে ধরেছে বিমার।

একজন বেশ্যাকে কেউ যখন বলে

ওরে লটির মেয়ে,

বেশ্যালয় তোদের ভাঙবো দেখিস

দলবল সাথে নিয়ে।

ধর্ম গেলো ধর্মে যাবে

এমনতো যায়না মানা,

জুম্মার নামাজ শেষ করে সবে

দেবো পতিতাদের হানা।

ধর্ম সমাজ রক্ষার নামে

বেশ্যালয় উচ্ছেদ চলে;

নিজের পাপ লেবাশে ঢেকে

অন্যের পাপ খোজা আজ চলে।

একজন নারীর সামাজে আজ

টিকা থাকা বড় দায়,

আমাদের সমাজ আসলে কেমন

ভাবলেই লজ্জা পাই।

সব পতিতার আত্ম কহন

আমায় ডাকিয়া বলে

আমাদের সাথে সারথী হও কবি

এসো ন্যায় সংগ্রামের দলে।

বেশ্যা বৃত্তির পক্ষে নয়

বেশ্যাদের কথা‘ই বলি,

দয়া করুনা সহানুভূতির ছলে

আর দিওনা গালি?

মাথা তাদের উঁচু করে

বেঁচে থাকার অধিকার,

চলবে লড়াই সংগ্রাম আমার

কখনো মানবোনা হার ।

অর্থ নৈতিক সামাজিক সাম্য

প্রতিষ্ঠা করার আগে

দাঁড়িয়ে থাকুক যৌনপল্লী

সভ্যতার লজ্জা হয়ে।

#

বিষয়: সাহিত্য

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File