আমার জন্ম
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৭ জানুয়ারি, ২০১৩, ০৮:১৯:২৩ রাত
সেই দেশে আমার জন্ম!
যে দেশে প্রকাশ্যে চলে চাঁদাবাজী, খুন, লুট, রাহাজানি,
পেশী শক্তির জোর অস্ত্রের ঝনঝনানী।
সেই দেশে আমার জন্ম!
যে দেশে পিতার সামনে কন্যা ধর্ষিত হয়,
ভায়ের সামনে বোন, স্বামীর সামনে স্ত্রী।
সেই দেশে আমার জন্ম!
যে দেশে প্রতিবাদের ভাষা নিভৃতে কাঁদে,
সংখ্যালঘুদের নিরাপত্তা লুণ্ঠিত হয়,
ফতোয়ার রোসানলে নির্যাতিত হয় নারী।
সেই দেশে আমার জন্ম!
যে দেশে কল্যাণ মূখী রাজনীতি নাই,
গঠন মূলক বিরোধীতা নাই,
দেশের প্রতি ভালো বাসা নাই।
সেই দেশ আমার জন্ম!
যে দেশে আমি মরবো ক্ষোভ, দুঃখ আর গ্ল্যানি নিয়ে।
#
বিষয়: সাহিত্য
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন