স্বপ্নের রাজ্যে
লিখেছেন লিখেছেন সেলিম জাহাঙ্গীর ০৭ জানুয়ারি, ২০১৩, ০৫:৪৫:০২ বিকাল
স্বপ্নের রাজ্যে কখনো ঘোড়া
কখনো আমি গাধা;
কখনো ডাকাত কখনো চোর
কখনো হৃদয় সাদা।
স্বপ্নে উড়ি শহর পেরিয়ে
গাঁ-গ্রাম দিয়ে,
কখনো দেখি বর সেজেছি
এই হবে মোর বিয়ে।
অনেক দৌড়াচ্ছি স্বপ্নে দেখি
কেউ বুঝি তাড়া করে,
গায়ে তখন ঝাকুনি দিয়ে
হৃদয় কাপে সে ডরে।
স্বপ্ন হলো উচ্চভিলাশ
স্বপ্নেতেই রাজা সাজি,
ক্রিকেট খেলায় টাকার জুয়া
স্বপ্নেই ধরি বাজি।
স্বপ্ন অনেক মহিয়ান করে
স্বপ্ন বানায় বোকা,
স্বপ্ন কেবল ঘুমিয়ে দেখি
সকালে দেখি সব ফাঁকা।
#
বিষয়: সাহিত্য
১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন